"গল্পটা আমাদের"

in blurtindia •  4 years ago 

IMG_20210204_220427.jpg

IMG_20210204_220448.jpg

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনারা সবাই ভালো আছেন।

আজ কথা বলবো আমার সব থেকে প্রিয় মানুষটাকে নিয়ে। আমার ভালোবাসা, আমার বেচেঁ থাকার একমাত্র অবলম্বন, আমার life partner এর সম্পর্কে।

বলাই বাহুল্য আমাদের love marriage. ওর সাথে আমার প্রথম দেখা আমাদের বাড়িতে ২০০৮ সালে।আসলে সম্পর্কে আমরা একটু দূরের আত্মীয় হই।কিন্তু যোগাযোগ না থাকায় কোনোদিন পরিচয় হয়নি। আমার মামার(আমার ছোটো দাদুর ছেলে) সাথে প্রথম সে আমাদের বাড়ি বেড়াতে যায়, মামা একপ্রকার জোর করেই তাকে নিয়ে গিয়েছিল।

সত্যি বলতে প্রথম দেখায় আমার ওকে একটুও ভালো লাগেনি কিন্তু ওই যে ভালোবাসা এমনই হয় যাকে একদম ভালো লাগেনা হটাৎ মনের অজান্তে সেই বড্ড আপন হয়ে ওঠে। তার কারণ তখন মনও জানে না।

তারা যখন গিয়েছিল আমি বাড়িতে ছিলাম না। কলেজ সেরে আমি কম্পিউটার ক্লাস করে সন্ধ্যার পর বাড়ি ফিরেছিলাম। গিয়েই দেখি আমার গায়ে দেওয়া চাদরটা বিছানার ওপরে এলোমেলো ভাবে পরে আছে, চাদরটা আমার ভীষণ প্রিয় ছিল।
দেখেই আমার মাথা গরম হয়ে গিয়েছিল।মা বললো কে একটা ছেলে এসেছে মামার সাথে সে গায়ে দিয়েছিল, শুনেই রাগটা আর ও বেড়ে গেলো।

কিছুক্ষন বাদে মামার সাথে তিনি এলেন,তারা আমার দিদি বাড়ি গিয়েছিল। আমি তখন টিভি দেখছিলাম, হটাৎ মামার গলার আওয়াজ পেয়ে পেছন ফিরে তাকালাম দেখি সে দরজায় দাড়িয়ে আছে, সেই আমাদের প্রথম দেখা। কোনো কথাই বলিনি আমি এতো রেগে ছিলাম।এরপর রাতে খাওয়াদাওয়া হলো, দুর্ভাগ্যবশত ঘুমাতে যাওয়ার আগেই current চলে গেলো, ভীষন গরম, মামারা রাস্তায় হাটতে গেলো, আমি তখন ঘরে বসে গান শুনছিলাম।কিছুক্ষন পরে সে ফিরে এসে দরজায় দাড়িয়ে আমায় বললো-"আসতে পারি?"আমি বললাম হ্যাঁ। তারপর সে ঘরে ঢুকলো এরপর টুকটাক কথা হলো আমার ফোনে নিয়ে দেখলো, কিছু গান সে নিলো আর আমাকেও কয়েকটা গান দিলো।ব্যাস এটুকুই।

পরের দিন মামা আমাদের সকলকে নিয়ে তার জেঠু বাড়ি মানে আমার নিজের মামা বাড়ী আসবে বলে ঠিক করলো। সেটা শুনে শুভ (আমার husband) বললো, একটা ভ্যানে এতো লোক ধরবে না তাই আমার সাইকেলে সে আমাকে নিয়ে যাবে। আমি প্রথমে রাজী হয়নি পরে মা বলায় রাজী হয়ে যাই।

এরপর আমরা রওনা দিলাম, রাস্তায় টুকটাক কথা হলো।যখন মামা বাড়ী গেলাম, মায়েরা তখনও পৌঁছায়নি, আমার মাসি বাড়ি একদম পাশে, তাই ওখানে গেলাম।গিয়ে দেখি আমার বোন কান্না করছে ওর boyfriend এর সাথে ঝগড়া হয়েছে আমি অনেক বোঝালাম শুনছে না, একটু বাদেই দেখি একদম চুপ শুভর সাথে কথা বলছে,ঠিক সেই মুহুর্তেই জানিনা কেনো মনটা খুশিতে ভরে গেলো। কি এমন বললো যে আমার বোন চুপ হয়ে গেলো?

এরপর আমরা মামাবাড়ী এলাম, আসার পথে শুভ আমাকে দুটো রজনীগন্ধা ফুল দিলো।মাসি বাড়ির ওখানে মালা গাথছিলো ও কখন যেনো সেখান থেকে ফুল দুটো নিয়ে নিয়েছে। আমি খেয়াল ও করিনি। ও যখন দিল আমিও কিছু না ভেবেই ফুল দুটো নিয়ে নিলাম।

এরপর মামাবাড়ী খেতে বসেছি, সেখানে আমি জল খেয়ে গ্লাসটা রাখতেই শুভ আমার গ্লাসটা থেকে জল খেলো যদিও ওকে গ্লাস দিয়েছে।আমি ভাবলাম ভূল করে খেয়েছে কিন্তু দেখি সে বারবারই খাচ্ছে। বুঝলাম ইচ্ছে করেই এমন করছে। পড়ে আমরা ঘরে বসে কথা বলছি এমন সময় মামা এসে শুভকে বললো-"তৈরী হয়ে নে আমরা এক ঘণ্টা বাদেই বেরোব।".....
এই কথা টা শুনেই আমি চুপ হয়ে গেলাম। শুভ বারবার জিজ্ঞেস করছিল কেনো কিছু বলছি না। আমার কাছে কোনো উত্তর নেই, সত্যি আমি জানিনা কেনো চুপ ছিলাম। এক মুহূর্তে কেমন যেনো সবকিছু খালি খালি লাগছিলো।

আমার মনে হচ্ছিলো আমার খুব প্রিয় জিনিস দূরে চলে যাচ্ছে, আমি আটকাতে চাই কিন্তু পারছিনা। আমি এমনটা ভাবছি ঠিক সেই মুহুর্তেই শুভ রেডী হতে যাওয়ায় জন্যে উঠে গেল, আমিও উঠতে গেলাম হটাৎ ও আমার হাতটা টেনে বসিয়ে দিলো, আর আমিও জোর করে যেতে পারলাম না। একটু বাদে ও এসে বললো ওদের সাথে আমিও নাকী যাবো।মাকে ও বলেছে,মাও রাজী। শুনলাম ওরা হাবড়া মামা বাড়ি যাবে, মনে মনে খুশী হলাম। আর ও কিছুক্ষণ কাটাবো ওর সাথে।ট্রেন এ ও আমাকে গার্ড করে দাঁড়িয়ে ছিলো, আমিও বুঝতে পারছিলাম না কেনো? তবে secure লাগছিল নিজেকে।মামাবাড়ী গিয়েও বার বার দেখছিল, কিন্তু কথা হয়নি কোনো।

পরদিন সকালে ওদের যেতেই হতো আর কোনো ভাবেই এটা চেঞ্জ হওয়ায় উপায় ছিলো না, আমার মনে আছে ও চলে যাচ্ছে আমি অপলকে তাকিয়ে আছি, যেনো কিছু একটা দূরে যাচ্ছে যা ছাড়া থাকতে পারবো না, মনটা ভীষণ খারাপ লাগছিল। ঘণ্টা খানেক বাদে হটাৎ একটা ফোন এলো-"রেডী হও আমরা সিনেমা দেখতে যাবো,১.১৫ তে শো"

আমি অবাক গলাটা শুভর। কখন নাম্বার নিল? কেনো আসতে চাইছে? কী বলবে? কিছু জানিনা, শুধু মনটা ভালো হয়ে গেলো। মামীকে বললাম বান্ধবীরা মিলে সিনেমা দেখবো, রেডি হয়ে নিলাম। এসে দেখি দাড়িয়ে আছে দুজন বন্ধু সাথে,সিনেমা হলে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত কোনো কথাই সে বলেনি, শুধু একবার জিজ্ঞেস করলো কি খাবে? এরপর আমাকে ট্রেন এ তুলে দিলো। তারপর আবার পড়ে ফোন করে জিজ্ঞেস করলো ঠিকঠাক পৌঁছেছি কিনা?

এরপর থেকে ফোন কথা হতে শুরু হয়। এই আমাদের গল্প,কখন ভালোবেসে ফেলেছি জানিনা, শুধু জানি ভালোবাসি, বলা হয়নি কোনদিন তবে বুঝতেও অসুবিধা হয়নি। আজ দেখতে দেখতে ১২ টা বছর কেটে গেল।

রাগ,অভিমান, ঝগড়া,ভালোলাগা,ভালোবাসা সব কিছু এই মানুষটাকে ঘিরে, সম্পর্কে ভালোমন্দ দুটোই থাকবে,তার চেয়ে বেশি যা সেটাই ভালোবাসা, একটা অদ্ভুত টান যা ছেড়ে বেরিয়ে আসার রাস্তা বড়ো কঠিন। আর সত্যি বলতে বিয়ের পর অনেক কিছু পাল্টায় যেগুলো সম্পর্কে থাকাকালীন বোঝা যায়না।
তবে সময়ের সাথে সাথে সবটা ঠিক ও হয়ে যায়।

যাইহোক, অনেক কিছু অনেক সময় বলে ওঠা সম্ভব হয়না, আমি শুধু একটা কথা জানি আমি যেদিন থেকে ভালোবাসার অনুভুতি বুঝেছি আমি ওকে ই ভালোবেসেছি, আর আমি জানি ও আমাকে একই ভাবে ভালবাসে।তবে এটাও সত্যি সবার ভালোবাসার ধরণ এক হয়না, হয়তো এই কারণেই অনেক সম্পর্ক ভালোবাসা থাকা সত্ত্বেও ভেঙে যায়।আমরা শুধু একে অপরকে দোষ দেই। কিন্তু কপালের লিখন যা তা কিন্তু ঘটেই, তাই যদি না হবে তাহলে একদিনের পরিচয়ে কেনো আমাদের সম্পর্কের এই পরিনতি? অন্তত আমি এটাই মানি।
IMG_20210204_220503.jpg

IMG_20210204_220520.jpg

ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!