প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ননদের ছোটো ছেলের কথা। প্রথমেই বলি আমার ননদের দুই ছেলে,যখন পরের জনের আসার খবর আমরা পাই,সবাই মনে মনে চেয়েছিল যেনো একটা মেয়ে হয়, তাহলে দুটো সখই পূরণ হয়,এই আর কি।
কিন্তু ভগবানের ইচ্ছার ওপরে কারো হাত নেই, তাই তার ইছেকেই আমাদের মেনে নিতে হয়। প্রসঙ্গত বলে রাখি, তুতুন (ননদের ছেলের নাম) আমাদের তিতলির থেকে ১ বছরের বড়ো। ওর ভালো নাম আদিত্য মল্লিক। আমরা তুতুন বলেই ডাকি।
সে যেদিন প্রথম পৃথিবীতে এলো আমরা সবাই খুব টেনশন এ ছিলাম, কারণ ভূমিষ্ঠ হওয়ার পর ওর কিছু শারীরিক সমস্যা হচ্ছিল, যে কারন ওকে কলকাতার ফুলবাগানের শিশু হসপিটাল এ রেফার করা হয়,
সেখানে আমার শাশুড়ি ছিলো ওর সাথে। ওকে স্পেশাল ইউনিট কেয়ার এ রাখা হয়েছিল ১৯ দিন।
যেহেতু সিজারিয়ান বেবী তাই মা কে ছুটি দেয়নি ৫ দিনের আগে, তাই ওই ৫ দিন আমার শাশুড়িকে থাকতে হয়েছিল। এরপর আমার ননদ ওখানে যায়, এবং ১৯ দিনের লড়াই জয় করে সে বাড়িতে ফেরে, এবং সেদিন প্রথম আমি ওকে দেখি।
একদম ছোট্ট বাচ্চা, ননদ কোলে নিয়ে বসে আছে, রোগা, কালো, দেখতে খুব দুর্বল লাগছে। আসলে ও ভীষণ ফর্সা হয়েছিল কিন্তু ওকে একটা কাঁচের ঘরের মধ্যেই হিট দিয়ে রেখেছিল যে কারনে ওর গায়ের রং কালো হয়ে গিয়েছিল। সেদিন থেকে টানা ৩ মাস ও শুধু কান্না করতো,কি যে কষ্ট হতো কেউ বুঝতেও পারতো না। এর পর আস্তে আস্তে সে বড়ো হলো। আর এই বছর সে স্কুল এ ভর্তি হলো।
আমি জেনো এখনও বিশ্বাসই করতে পারিনা সেই ছোট্টো বাচ্চাটা এখন এতো বড়ো হয়ে গেছে।মামীর সাথে তার খুব ভাব, আমার সাথেই তার যত গল্প, খেলা, দুষ্টুমি। তার সাথে এখন লুকোচুরি খেলতে হয়, আবার কখনো ক্রিকেট। মামাও খুব প্রিয় তার।
আমার ও কেমন অভ্যাস হয়ে গেছে, কয়েক দিন না দেখলে ভালো লাগে না। ননদের বাড়ি কাছাকাছি তাই মাঝে মধ্যেই তারা আসে বা আমি যাই।
"পিকলুর" সাথেও তার খুব বন্ধুত্ব। আমি শুনেছিলাম কুকুর বাচ্চা খুব ভালোবাসে, সত্যিই তাই তুতুন এলেই তার আনন্দ আর ধরে না। খুব খেলা করে ওরা। ওর কিছু ফটো আমি শেয়ার করছি। দেখলে আশাকরি আপনাদেরও ভালো লাগবে। ওকে আশীর্বাদ করবেন যেনো ও ভালো থাকে, সুস্থ থাকে, জীবনে যেনো ভাল মানুষ হয়।
আমার ঘরে মামার আঙ্গুল মুখে নিয়ে দুষ্টুমি চলছে-
স্নান করতে ভীষণ মজা-
মায়ের জন্মদিনে আমরা সবাই (মা, বাবা দাদা আর আমি)-
মামীর সাথে দুষ্টুমি-
দুই ভাই-
যখন আমি একটু বড়-
cute💛
@kamranrkploy thank you.
welcome 😊