"প্রকৃতির বন্ধু"

in blurtindia •  4 years ago 

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9aEe2QgNSKSh5Sb5AbpJQNzTfVywUzTnuRfqonYWZRsD4nrB1h11Pvv2VtAp4EAcbieKyVMoMTZ2A2oh4PVpLKE2kke.jpeg

প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।

"গাছ"এর ভূমিকা আমাদের জীবনে কি সেটা আমরা সকলেই জানি। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছের প্রয়োজনীয়তা সবার আগে, তাই গাছকে প্রকৃতির পরম বন্ধু বললেও হয়তো ভুল হবে না।

চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে এমন অনেক গাছ দেখেছি যেগুলো অনেক পুরনো।আবার অনেক গাছ আমফান ঝরে উপড়ে পড়ে গেছে।গাছ গুলো যেখানে ছিলো জায়গা গুলো একদম ফাঁকা এখন। কিছু গাছ সেই ঝড়ের দাপটের পরেও মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে, ভালো লাগলো দেখে, না জানি কত বছর ধরে গাছ গুলো এইভাবেই বেড়ে চলেছে একটু একটু করে।

মাথা তুলে দাঁড়িয়ে আছে-
vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9TbRjtEminWD7pXM1VbTDuT1beCQMWAvRTdYbDTtzaEJ4XFrqvzjWYdHVosW19LvevYBbpKuzabAekm56P4zLrtejCi.jpeg

একটা কামিনী ফুল গাছ ও দেখলাম। কামিনী ফুলের গন্ধ আমার ভীষণ প্রিয়। অনেক আগে আমাদের বাড়ির রাস্তার সামনে একটা কামিনী ফুল গাছ ছিল,২০০০ সালের বন্যায় গাছটা মারা যায়। ঘুরতে ঘুরতে যখন গাছটা দেখলাম পুরোনো কথা মনে পড়ে গেলো। সন্ধ্যার পর যখন আমরা উঠানে বসতাম হাওয়ার সাথে কামিনী ফুলের গন্ধ ভেসে আসত।বহু বছর হয়ে গেছে কামিনী ফুলের গন্ধ আর পাইনা।

কামিনী ফুল গাছ-
vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9aeuKzsb5bDSY2c4kM6grEnewRZvf6wcaFFyz6cFab16otwJp4XNUTw3BuYSDnyGEu3eeSdKxFTP6hV3MbY9UUmbYiJ.jpeg

যখন আমরা চিড়িয়াখানায় বসে একটু খাওয়া দাওয়া করছিলাম তখন হটাৎ ওপরের দিকে চোখ যায়, দেখে মনে হলো গাছ গুলো যেনো একসাথে মিশে নিজেদের মধ্যে কতো গল্প করছে, নিচে ওদের মধ্যে যতই দুরত্ব থাকুক না কেনো ওপরে যেনো ওদের সব দুরত্ব শেষ। মিশে গেছে একে অপরের সাথে-
vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9VCcJac3sp1EksavGpecfKvYtcqoSVkuKwpJjQgtuZ6rTRqciKq47wj5i7ZZhXV7iaYh3qP8a7H63cgmVcyys6vowxz.jpeg

গাছটার নাম জানিনা,আগেও বহুবার বহু জায়গায় দেখেছি তবে এখানে যেনো অন্যরকম ভালো লাগলো,
চিড়িয়াখানার মধ্যে জায়গায় জায়গায় এই গাছ গুলো যেনো চিড়িয়াখানার সৌন্দর্য্য বৃদ্ধি করেছে-
vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9Um8WKjVnYGrEwmZayjaGaUi5dunckJUZfx3FSffM9ukXuQD4nzBeHMMyES2i4Te9E5p9wrcPAFhgH8DtyvfKMiT8Hk.jpeg

"গাছ লাগান প্রাণ বাঁচান"বহু বার এই প্রচলিত কথাটা আমরা শুনি,তবে এই কথার গুরুত্ব দিতে পারি কজন?শহরের দিকে দিন দিন শুধু ফ্ল্যাট তৈরী হচ্ছে আর গাছের সংখ্যা কমতে শুরু করেছে। সময় পেলে শহুরে মানুষরা গ্রামে দুদিনের জন্য বেড়াতে যায়, তবে থাকার জন্য তারা কিন্তু বেছে নেয় সেই শহরের ফ্ল্যাট বাড়ি।

কাজের জন্য অনেক কে শহরে থাকতে হবে এটা আমিও মানি,তবে তাঁর জন্য সকল গাছ কেটে ফেলা অপরাধ।আমাদের সুবিধার কারনে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, তবে আমাদের তাতে কি আসে যায়?আমরা তো শুধু মুখে বলতে ভালোবাসি,"গাছ লাগান প্রাণ বাঁচান"। অথচ দেখা যায় নিজেরাও যদি বাড়ীর ছাদে বা ব্যালকনিতে কিছু ফুল গাছ লাগাই তার পরিচর্চা করার জন্যও মালীর উপরই ভরসা করি।

তবে আমার বিশ্বাস,যদি সকলেই নিজেদের ব্যস্ত সময় থেকে একটু সময় বের করি,তাহলে গাছের মাঝে সময় কাটাতে যেমন ভালো লাগবে আর তেমনি যখন সেই গাছে ফুল ফুটবে, তার আনন্দই আলাদা হবে। আর কোথাও না কোথাও নিজেদের প্রকৃতিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবো আমরা।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।শুভরাত্রি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!