"অফিস পিকনিক"

in blurtindia •  4 years ago 

IMG20200126121000.jpg

প্রিয়,
পাঠকগণ,
আশাকরি নতুন বছরের শুরুটা আপনাদের সবার খুব ভালো কেটেছে। অনেকেই পিকনিক করেছেন, কেউ কেউ ঘুরতেও বেড়িয়েছেন, কেউ কেউ আবার হাউস পার্টি করেছেন। তবে আমরা যেখানেই ছিলাম মনে মনে সবাই একটাই প্রার্থনা করেছি নতুন বছর যেনো ভালো কাটে,২০২০ সালের মতো যেনো এই বছরটা না যায়।

অন্যান্য বছরের মতো এই বছর আমি কোনো পিকনিক করিনি, আসলে সব কিছু মিলিয়ে হয়ে উঠেনি,পারিবারিক কিছু সমস্যার পাশাপাশি আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। মনটা খুব খারাপ লাগছিল যখন চারিদিক থেকে গানের আওয়াজ, বাজীর আওয়াজ শুনছিলাম। মিস করছিলাম ছোটবেলার দিন গুলো, তখন জীবনটা কতো সরল ছিলো। বাস্তব সম্পর্কে একদমই ধারণা ছিলো না।

যাইহোক, ভাবলাম আজ আপনাদেরকে গতবছর আমাদের অফিস পিকনিকের গল্প বলবো।গত বছর অফিস থেকে পিকনিকে গিয়েছিলাম "The Wonder World" এ। এই পার্কটি দিয়ারা, তারকেশ্বর রোড, হোটেল ব্লু স্টার এর কাছে,ওয়েস্টবেঙ্গল,৭১২২২৩, অবস্থিত।

অফিস থেকে আমরা বাস এ করে গিয়েছিলাম। মোটামুটি সকাল ৯ টা নাগাদ বারাসাত কলোনী
মোরে আমাদের অফিস এর সামনে থেকে আমাদের বাস ছাড়ে, বাসে সবাই খুব মজা করেছি, গান চালিয়ে নেচেছি,বাসে বসেই আমরা ব্রেকফাস্ট করি, এবং সুনীতা ম্যাম আমাদের জন্যে ছোলা মাখা নিয়েছিল, ওনার হাতের ছোলা মাখার টেস্ট অসাধারণ।প্রায় ১১টা নাগাদ গিয়ে পৌঁছায় আমাদের বাস। সেখানে গিয়েই দেখি ভীষণ ভিড়।

বাস এ আমরা-
IMG20200126082337.jpg

IMG20200126084453.jpg

ভেতরে ঢোকার জন্যে লাইনে দাড়ানোর পর আমাদের হাতে বাঁধার ব্যান্ড এনে দিলো স্যার। হাতে ব্যান্ড বেধেই ভেতরে ঢোকার নিয়ম।তারপর এক এক করে সবাই ভেতরে ঢুকলাম।

ওখানে পৌছে লাইনে দাড়ানোর সময়-
IMG20200126112944.jpg

পার্কের একদম শেষের দিকে পিকনিকের জন্যে আলাদা করে জায়গা করা আছে,আমরা সেখানেই গেলাম আমাদের জায়গায় গিয়েও ব্যাগ রেখে রেস্ট নিলাম। তারপর আমরা লুচি আর ঘুগনি খেলাম।তার কিছুক্ষন পড়ে আমরা ঘুরতে বেড়িয়ে পড়লাম,
সেখানে প্রচুর আড্ডা দিলাম, ছবি তুললাম।পড়ে ফিরে এসে আবার চিকেন পাকোড়া খেলাম। এরপর সেখানে সবাই মিলে গল্প/আড্ডা/মজা করলাম। তারপর লাঞ্চ করলাম,কেউ কেউ খাবার সার্ভ ও করলাম। লাঞ্চ এ ভাত, ডাল, চিপস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি সব ছিলো। খাওয়া দাওয়া শেষ হলো আর দেখতে দেখতে বিকালও হয়ে গেলো। দেখতে দেখতে আমাদের ফেরার সময় চলে এলো।

IMG20200126141808.jpg

IMG20200126121142.jpg

IMG20200126141757.jpg

কোথাও গেলে সময় যেনো বেশী তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সত্যি বলতে ভালো সময় তাড়াতাড়ি ফুরিয়ে যায় তবে খারাপ সময় যেনো কাটতেই চায় না। এরপর সবাই মিলে আবার বাসে ফিরে এলাম, এবং দেখতে দেখতে যে যার ঠিকানায় পৌঁছে গেলাম।

ফেরার সময় কতো প্ল্যান,পরের বার কোথায় যাওয়া হবে, মেনুতে কি কি থাকবে আর ও কতো কি। কিন্তু কে জানতো যে এই বার সব কিছু এইভাবে বদলে যাবে?পিকনিক তো দূরে থাক এবার নতুন বছরে সবার সাথে দেখাও হয়নি। তবে আশাকরি পরের বছর আবার একসাথে পিকনিক করতে পারব।

মানুষের জীবন যে কতো অনিশ্চিত সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছি এই বছর, তবুও আশা ছাড়লে চলবে না। এই নতুন বছর নিশ্চয় নতুন রূপে সাজবে, এই আশায় রইলাম।

ভালো থাকবেন আপনারা সবাই, আগামীদিনের জন্য অনেক শুভেচ্ছা রইলো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Native language content is so bullish?

  ·  4 years ago  ·  

Yes it is and Bengali is not only powerful also so sweet language 😊

  ·  4 years ago  ·  

My best team😊❤️👍