ভদ্রলোক মতিঝিলের একজন ব্যাংক কর্মকর্তার গাড়ীর ড্রাইভার৷ নিজের মালিককে নামিয়ে দিয়ে গাড়ীটাকে অস্থায়ী দোকান বানিয়ে ফেলেন।
ফুটপাতের জায়গা নষ্ট না করেই তিনি সাজিয়ে বসেন কাপড়ের দোকান৷ ভালো কাস্টমারও হয়৷ কম বাজেটের অনেকেই গাড়ী দোকান থেকে কিনে নেন জামা কাপড়। গাড়ীর মালিক তাকে এ নিয়ে কখনোই কিছু বলেনা।
বাড়তি ইনকামের জন্য মানুষ কত কি করে৷ যেটা আমাদের বাবাদের দিকে তাকালে বোঝা যায়৷
আপনাকে যদি জীবনে বড় হতে হয় তাহলে কখনো কাজকে ছোটো করে দেখবেন না৷ আপনি তো চুরি করছেন না! এতো লজ্জা কিসের! বরং কারো কাছে হাত না পেতে হালাল উপায়ে ছোটোখাটো কিছু শুরু করার নামেই জীবন৷