একজন মায়ের কষ্ট

in blurtindia •  4 years ago 

FB_IMG_1610769541873.jpg

FB_IMG_1610769544149.jpg

একটা সিজার মানে বাচ্চা জন্মের পর থেকে মায়ের মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা। আর যাদের নরমালে বেবি হয়,তাদের নাড়ি ছেড়া ধন হয়,,,,আর যাদের সিজার হয় তাদের নড়ি ছেড়া ধন হয়না কিন্তুু নাড়ি কাটা ধন হয়।

সিজারে কিসের কষ্ট শুধু পেট কাটে!!! ৭ টা পর্দা কেটে বেবিটাকে দুনিয়াতে আনতে হয়।
হয়তো বা সিজার করার আগে অ্যানেসেথেসিয়ার জন্য বোঝা যায় না পেট কাটাটা। আধা ঘন্টার মধ্যে ৩টে স্যালাইন শেষ হয়। কিন্তুু মোটা সিরিঞ্জের মেরুদণ্ডে দেওয়া এই ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয়।

কখনো অবস হয়ে থাকে, আবার কখনো বসা থেকে উঠা যায় না,,,,কাপড় কাচা যায় না, ভারী কিছু ওঠানো যায় না। তবুও আমরা সবকিছু করি, এবং করার চেষ্টা করি। করতে ও হবে কারণ আমরা যে মেয়ে। যখন অবস এর মেয়াদ টা চলে যায়, তখন একটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে হয়। আপনজন ছেরে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয় ২৪ ঘন্টায় স্যালাইন চলে, আর কাটা জায়গায় কি যে কষ্ট হয়, বলার মত না,,,, তার সাথে খিচুনি, শরীরের কাঁপুনি। হাতে স্যালাইন চলছে,,, মাথাটা ও ভারী হয়ে আছে, তবুও শত কষ্ট উপেক্ষা করে বাচ্চার প্রতি টান নেই বলা যায় কি????

মৃত্যু কে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে কিসের কষ্ট,,,,
যদি শুনতে হয় সিজারিয়ান মায়ের বাচ্চাদের প্রতি টান নেই, তাহলে কেমন লাগে কথাটা শুনতে। খুবই কষ্ট লাগে তখন!

আর তাই এতো কিছু সহ্য করে ও জীবনের শেষ সময়ে অধিকাংশ মায়েদের জায়গা কেন হয় বৃদ্ধাশ্রমে!!!!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  4 years ago  ·  

This isn't a ulog. Let us reserve #ulog for only ulogs. Read more about ulogs on @blurtulogs