হ্যালো ব্লাড
আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের মাঝে আজকে যে পোস্টটি নিয়ে এসেছি সেটা হল পশু সম্পর্কে পশু পাখি সম্পর্কে আপনারা সঙ্গে হাঁসের বাচ্চাগুলা দেখতে পারছেন এটা সম্পর্কে লিখব
আপনারা যে হাঁসের বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন এটা যখন ডিম ছিল তখন এর দাম ছিল 50 টাকা কিন্তু ডিম থেকে যখন বাদশা হয়েছে এর দাম এখন 500 টাকা জোড়া বিক্রি করা হয়।
এবার আপনাদের সামনে তুলে ধরব একটি গরু সম্পর্কে কিছু কথা নিয়ে আলোচনা করবো
আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটা একটি বকনা গরু অর্থাৎ মেয়ে গরু বলে পরিচিত এর দাম এখন বাজারে অনেক কম এটা মাত্র 20 হাজার টাকা দিয়ে কেনা হয়েছে সকালে প্রতিদিন সকালে একে মাঠে বেঁধে দিয়ে আসি পাতা ঘাস খেয়ে পেট ভরে যায় আবার সন্ধ্যাবেলায় নিয়ে আসি।
এবার কবিতোর জালালি কবুতর বলে যেটা করেছি তো সেটা নিয়ে আপনাদের সামনে বলব
এখানে একটা কথা আছে যে বাবাজির জালালি কবুতর এটা হয়তো আমরা সবাই শুনেছি তাই সেই কবুতর আমি বাজার থেকে 1000 টাকা দিয়ে কয় করেছিলাম তখন থেকেই ডিম পেড়ে বাচ্চা দিয়ে অনেকগুলো হয়ে গেছে আমার এখন এর অনেক দাম কারণ এখন আমার বাড়িতে প্রায় 50 জোড়া কবুতর আছে এই সবগুলা বিক্রি করলে অনেক টাকা পাব আমি এখান থেকে