Hello friends,
Hope everybody is well and healthy. I am also fine with your prayers. I will share with you a new article, Sharmin Sultana. I hope you like it. Let's read my article ......
হ্যালো বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি শারমিন সুলতানা, নতুন একটি আর্টিকেল নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমার আর্টিকেলটা পড়া যাক.....
Today I will share with you the natural treatment of a plant "Tulsi tree" that we all know.
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সকলের পরিচিত একটি উদ্ভিদ "তুলসী গাছ" এর প্রাকৃতিক চিকিৎসা নিয়ে।
In fact, the basil plant is a plant whose quality cannot be overstated. Because it has been used as a natural medicine by people in rural areas since ancient times. Basil leaves contain vitamin C and antioxidants.
আসলে তুলসী গাছ এমন একটি উদ্ভিদ যার গুনাগুন বলে শেষ করা যাবেনা। কারণ এটি গ্রাম অঞ্চলে মানুষেরা প্রাকৃতিক ওষুধ হিসাবে ব্যবহার করে থাকে আদিমকাল থেকে। তুলসী পাতায় আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট।
We have a basil tree in almost every house in the rural areas of Bangladesh. Especially the followers of Hinduism have a basil tree in each house. Because Hindus worship the basil tree.
আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রায় প্রত্যেক বাড়িতে একটি করে তুলসী গাছ আছে। বিশেষ করে হিন্দু ধর্মের অনুসারীদের প্রত্যেকের বাড়িতে একটি করে তুলসী গাছ আছে। কারণ হিন্দু ধর্মালম্বী মানুষেরা তুলসী গাছ কে পূজা করে।
I've been sick for the last two days. Due to the change in the weather, I suddenly had a cough problem. So today I have made natural medicine with the leaves of Tulsi tree in a homely way.
আমি গত দুইদিন যাবত অসুস্থ। আবহাওয়া পরিবর্তনের কারণে হঠাৎ করে আমার কাশির সমস্যা দেখা দিয়েছে। তাই আজ আমি ঘরোয়া পদ্ধতিতে তুলসী গাছের পাতা দিয়ে প্রাকৃতিক ওষুধ তৈরি করেছি।
First I collected some leaves of the basil tree. Then I washed them with clean water.
প্রথমে আমি তুলসী গাছের কিছু পাতা সংগ্রহ করেছি। তারপরে এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলেছি।
Then I rubbed these basil leaves with a fork. It has to be shared in such a way
So that juice can be collected from this leaf.
এরপরে এই তুলসী পাতা গুলোকে শীল দিয়ে নীপিশ করে বেটে নিয়েছি। এমন ভাবে বাঁটতে হবে
যাতে করে এই পাতা থেকে রস সংগ্রহ করা যায়।
After the basil leaves are well beaten, the juices should be separated from the leaves in a good way.
এরপর তুলসী পাতা গুলো ভালভাবে বেটে নেওয়ার পর ছেখুনি দিয়ে ভালো ভাবে এই পাতা থেকে রস গুলো আলাদা করে নিতে হবে।
Then mix a few drops of honey well with this basil leaf juice. Mix honey and basil leaf juice together well with a spoon and make it suitable for consumption.
এরপর এই তুলসী পাতার রস এর সাথে কয়েক ফোঁটা মধু ভালোভাবে মিশ্রন করতে হবে। একটা চামচ দিয়ে মধু ও তুলসী পাতার রস একসাথে ভালো ভাবে মিশ্রন করে খাওয়ার উপযুক্ত করতে হবে।
Then you have to eat this juice twice a day. Then you will see that the problem of cough will go away very quickly. I have taken this natural medicine in this way today and am feeling a lot better.
এরপর এই রসটি খেয়ে ফেলতে হবে দিনে দুইবার। তাহলে দেখবেন খুব দ্রুত কাশির সমস্যা দূর হয়ে যাবে। আমি এই পদ্ধতিতে আজ এই প্রাকৃতিক ওষুধ সেবন করেছি এবং অনেকটা সুস্থতা বোধ করছি।
This is not the end of this natural medicine basil leaves. Those who have bad breath will also get rid of bad breath if they chew the basil leaves three to four times a day.
এখানেই শেষ নয় এই প্রাকৃতিক ঔষধ তুলসী পাতার। যাদের মুখে দুর্গন্ধ তারাও এ তুলসী পাতা প্রত্যেকদিন তিন থেকে চারটা করে পাতা চিবিয়ে খেলে তাদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে।
Basil leaves contain antioxidants, which play a very important role in heart problems.
তুলসী পাতা আছে অ্যান্টি অক্সিডেন্ট , যা হার্টের সমস্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
To enhance the beauty of the skin and to remove acne scars, apply basil leaf paste on the face to brighten the skin and remove acne scars.
ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে ও ব্রণ দাগ দূর করতে তুলসী পাতা বেটে মুখে প্রলেপ লাগালে ত্বক উজ্জল ও ব্রনের দাগ দূর হয়ে যায়।
So friends, you can all try this natural medicine at home. Hopefully, it will play a leading role in your recovery.
তো বন্ধুরা আপনারা সকলে এই প্রাকৃতিক ওষুধ ঘরোয়া পদ্ধতিতে সেবন করে দেখতে পারেন। আশা করি অবশ্যই এটি সুস্থতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে আপনাদের।
So friends so far today. You must read my article and comment on how it is. God bless you.
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার আর্টিকেলটা আপনারা অবশ্যই পড়বেন এবং কেমন হলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। আল্লাহ হাফেজ।