চলছে ব্যাডমিন্টন খেলা।বাংলাদেশে শীতকালীন সময়ে এই খেলাটা ছোট-বড় সবাই প্রচুর খেলে।অনেক উপভোগ করে।দেখার জন্যে অনেক মানুষের ভীড় ও হয় বটে।বিভিন্ন পাড়া,গ্রাম,ক্লাব বনাম খেলা হয়।এই খেলাটা শীতের সময় সবাই খেলতে এত পছন্দ করে যে রাতেও তারা আলোর ব্যবস্থা করে খেলে।
ব্যাডমিন্টন খেলাটা বিশেষ করে শীতের সময়ে বেশি পছন্দ করার একটা কারন হলো গ্রামে শহরে তুলনায় শীত অনেক বেশি অনুভূত হয়। গ্রামে বেশি গাছপালা থাকার কারনে অনেক গরমেও কষ্ট কম হয় কিন্তু শীতের সময় অনেক বেশি শীত পড়ে। তাই শীতের থেকে বাঁচার জন্যেও এই খেলাটা খেলে থাকে। অল্প সময় খেললেই অনেক গরম লেগে যায় পাশাপাশি অনেক মজাও হয়। তাই শীতে ব্যাডমিন্টন খেলাটা অনেক বেশি খেলতে দেখা যায়।
ছবির এই দৃশ্যটা আমার পাশের এক পাড়ার সেখানে আলোর ব্যবস্থা করে খেলার আয়োজন করা হচ্ছে। সেখানে সবাইই ছোট কিন্তু তাও কেউ আম্পায়ারিং করছে কেউবা খেলছে কেউবা লাইট ঠিক করছে।সবার অনেক দায়িত্ব। দায়িত্ব পালনে সবাই অনেক ব্যস্ত।