চাচাত ভাইয়ের সাথে সকালের কিছু সময়।

in blurtcontest •  11 months ago 

আসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই আশা করি সবাই আনেক ভালো আছেন।

received_376773468303108.jpeg
দুই দিন আগে সকালে আমার চাচাত ভাই আসলো সিলেট থেকে ঢাকাতে ইস্তেমাতে,প্রথমে আমাদের বাসায় আসলো, তার পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমরা দুই ভাই একটু হাটা হাটির জন্য বাহির হলাম।
received_1520520728793281.jpeg
মসজিদ থেকে বাহির হয়ে আমরা হাটার জন্য রেডি হলাম,আমরা প্রথমে তীতুমির কলেজে গেলাম আমারা যেই মসজিদে নামাজ পড়েছি ওই মসজিদ থেকে ১০ মিনিট লাগে হেটে জাইতে।
received_288429163954914.jpeg
তীতুমির কলেজের মাঠে ভিতরে গিয়ে কিছুক্ষণ হাটা হাটি করলাম, পরে ওই খান থেকে বাহির হয়ার সময় আমার এক বন্ধুর সাথে দেখা হলো, ওর সাথে কথা বলে আমরা গাউছুল আজম আবদুল কাদের জিলানি (রহ.) এই মসজিদে গেলাম।
received_2342682015902199.jpeg
গাউছুল আজম আবদুল কাদের জিলানি (রহ.) এই মসজিদ টা তীতুমির কলেজ থেকে জাইতে ১০.....১৫মিনিট লাগে,আমরা ওই খানে গিয়ে কিছুক্ষণ ছিলাম পরে ওই খান থেকে চলে আসলাম বাসায়।
received_394256086520778.jpeg
আজকের মোত আমার হিস্টরি এই খানে শেষ, আবার নতুন হিস্টরি নিয়ে দেখা হবে সামনের পর্বে।

TQ.png

DeviceName
Androidvivo Y02
Camera48Mp PDAF camera
LocationDhaka, Bangladesh 🇧🇩
Short by@hmabdullah
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!