মাদ্রাসা থেকে ঘুরতে জাওয়ার কিছু সময়।

in blurtcontest •  11 months ago 

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই।

২০২৩সালে মার্চ মাসে আমরা মাদ্রাসা থেকে শিক্ষা সফরে গিয়ে ছিলাম,ঢাকা থেকে সিলেট জাফলং, আমরা ঢাকা থেকে রওনা দিয়ে ছিলাম রাত ১১টার সময়,আমরা ছাত্ররা ছিলাম এক বাসে, অন্য বাসে ছিল হুজুর এবং ছোট ছোট বাচ্চা দের অভিভাবক,

IMG_20240101_151159.jpg

IMG_20230318_013314.jpg

আমরা ঢাকার বাহিরে গিয়ে এক জাইগায় ২০মিনিট বিরতি দিল,তখন বাজে রাত ১টার মোত,আমরা ওই খানে নেমে চা অথবা কফি খেয়ে আবার বাছে উঠলাম,আমরা যখন সিলেটের মধ্যে ঢুকি তখন ফজরের আজান দেয়,

IMG_20230318_180825.jpg

IMG_20230318_094615.jpg

IMG_20230318_073853.jpg

তখন আমাদেরকে আবার ২০মিনিট সময় দিল নামাজের জন্য, নামাজ শেষ করে আমরা আবার জাফলং এর দিকে রওনা দিলাম, আমরা সিলেটে এশা পর্যন্ত ছিলেম, ওই খানে এশার নামাজ পড়ে আরাব আমরা ঢাকার দিকে রওনা দিলাম।

TQ.png

DeviceName
AndroidXiaomi Redmi Note 10
Camera48Mp PDAF camera
LocationDhaka, Bangladesh 🇧🇩
Short by@hmabdullah
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!