দায়িত্ব পূরণ করার ইচ্ছা থাকলে যে কোন বাধা অতিক্রম করা যায়।

in blurtconnect •  4 months ago 

দায়িত্ব শব্দ টা খুবই ছোট হলেও এই শব্দটার মহত্ব অনেক বেশি। সত্যি বলতে কর্মক্ষেত্রে যদি সততার সঙ্গে কাজ করা যায় তাহলে যখন তার উপরে কোন দায়িত্ব আসে তখন সেই মানুষটা কখনোই চেষ্টা করে নিজের দায়িত্বটা যথাযথভাবে পালন কর। দায়িত্বটা যথাযথভাবে পালন করার মাঝেও রয়েছে এক অন্যরকম ভালো লাগা। কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো সর্বদাই নিজের দায়িত্ব পালন করতে অনেক বেশি ভালোবাসে, তার ওপরে যে দায়িত্ব অর্পণ করা হয় সব সময়ই সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করো আর এরই মাধ্যমে এসে মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে। আমাদের সমাজে যেমন দায়িত্বশীল মানুষ রয়েছে ঠিক তেমনিভাবে কিছু কিছু মানুষ রয়েছে যেগুলো দায়িত্বহীন। সত্যি বলতে দায়িত্বহীন মানুষগুলোকে কেউ কখনোই বিশ্বাস করে না কারণ তার ওপর কোন দায়িত্ব দেওয়ার আগেই কর্তৃপক্ষ বুঝতে পারে যে এর দ্বারা কোন প্রকার দায়িত্ব পালন করা সম্ভব নয়। সকলের কাছে সে অন্য রকম ভাবেই পরিচিতি লাভ করে। কিন্তু এমন কিছু কিছু দায়িত্ব আছে যে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার মধ্যেও অনেক পরিচিতি লাভ করা যায়। বিশেষ করে যারা কোন প্রাইভেট কোম্পানি অথবা গভমেন্ট এমপ্লয় আছেন তারা সবসময়ই নিজের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করে থাকেন। এই মানুষগুলোর উপরে অনেক দায়িত্ব আর তারা সবসময় চেষ্টা করে নিজের দায়িত্ব পালন করার।

IMG_20240905_081735.jpg
Source
তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে যারা প্রাইভেট সেক্টরে জব করে তাদের দায়িত্বটা অনেক বেশি এবং তারা সবসময়ই ডেডিকেশন নিয়ে কাজ করার চেষ্টা করে। কারণ তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে তার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেওয়া হয় এটা অহরহই ঘটে যাচ্ছে। যার কারণে প্রাইভেট সে করে জব করা মানুষগুলো সব সময়ই দায়িত্ব নিয়েই কাজ করে বলে আমার মনে হয়। এবার একটা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি যে ঘটনাটা ঘটে গিয়েছে কিছুদিন আগে। গত সপ্তাহের শনিবার খুব ভোরে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম ফ্যাক্টরের উদ্দেশ্যে। যাত্রাবাড়ী পার হয়েই আকাশে মেঘের দেখা মিলল চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিল বোঝাই যাচ্ছিল যে কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি নামবে। ভাবতে ভাবতেই ১০-১৫ মিনিটের মধ্যেই শুরু হয়ে গেল প্রচন্ড রকমের বৃষ্টি। এই প্রচন্ড রকমের বৃষ্টির মধ্যেও বাস ড্রাইভার তার আপন মনে বাস চালাচ্ছিল। আমি জানালার পাশের স্থির নিয়েছিলাম জানালাটা কিছুটা খুলে রেখেছিলাম যার কারণে বৃষ্টির ফোটা দু-একটা গায়ে মুখে লাগছিল। সকালবেলা সেদিন দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছিলাম বাসের মধ্যে।

আমি বাসের মধ্যে সুন্দর মুহূর্ত অতিবাহিত করলেও চোখের সামনে এমন কিছু কিছু ঘটনা দেখে খুবই খারাপ লাগছিল। ঘটনাটা এমন ছিল যে যারা গার্মেন্টসে জব করে অনেক মহিলা এবং পুরুষ তাদের যেহেতু আটটা থেকে বিউটি শুরু যার কারণে অনেকেই দেখছিলাম যে ভিজতে ভিজতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে। যদিও তাদের মাথায় ছাতা আছে তারপরে ও প্রচন্ড রকমের ঝড়ো বাতাস থাকার কারণে পুরো শরীর একদম ভিজে গিয়েছে। আর এই ভেজা শরীর নিয়েই তারা তাদের কর্ম ক্ষেত্রে এর দিকে অগ্রসর হচ্ছে। এই ব্যাপারটা দেখে খুবই খারাপ লাগছিল তখন মনে হচ্ছিল বৃষ্টিটা যেন দ্রুতই শেষ হয়ে যায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তো হয়েছেই। সারা পথ এই মানুষগুলোকে দেখে দেখেই আসছিলাম যখন আমি আমার ফ্যাক্টরির সামনে এসে নামলাম তখনও প্রচন্ড রকমের বৃষ্টি ছিল। যদিও আমার কাছে ছাতা ছিল ছাতা মাথায় দিয়ে ফ্যাক্টরিতে প্রবেশ করছিলাম তার পরেও দেখছিলাম যে আমি অনেকটাই ভিজে গিয়েছি।

এরপরে আমি তড়িঘড়ি করে চলে যাই আমার রুমে যেহেতু আমি ফ্যাক্টরির মধ্যেই থাকি যার কারণে ফ্যাক্টরির গেট থেকে চাবি সংগ্রহ করে আমি চলে যাই আমার রুমে। রুমে যাওয়ার পরে আমি কাপড় চেঞ্জ করে ভাবলাম যে যেহেতু এখনো এক ঘণ্টা সময় আছে একটু ঘুমিয়ে নেয়া যাক। পরক্ষণেই ভাবলাম যে এখন আর ঘুমাবো না, একটু বেলকনি থেকে ঘুরে আসি। যার কারণে এই বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। বেলকনির জানালাটা খুলে দেওয়া মাত্রই বৃষ্টির ফোঁটা গায়ে এসে লাগছে। এরপরে রুম থেকে মুড়ি এবং চানাচুর নিয়ে এসে একটা চেয়ারের উপর বসে বসে খাচ্ছিলাম আর বৃষ্টি উপভোগ করছিলাম। যেহেতু আমার ফ্যাক্টরিতে ২ সেক্টরে কাজ করব করা হয় এক সেক্টর গার্মেন্টস আর সেক্টর মেকানিক্যাল ডিপার্টমেন্ট, অন্য আরও একটা সেক্টর আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল। যাইহোক যেহেতু আমাদের ফ্যাক্টরিতে গার্মেন্টস সেক্টর আছে আর গার্মেন্ট সেক্টরে প্রায় ১৪ হাজার মানুষ কাজ কর্ম করে থাকে। এমন অনেক পুরুষ এবং মহিলাকে আমি সেদিন দেখেছিলাম প্রচন্ড রকমের বৃষ্টি এবং বাতাসের মধ্যেই তারা তাদের কর্ম ক্ষেত্রে আসছে ভিজে ভিজে।অনেকের মাথায় ছাতা থাকলেও আবার অনেকের মাথায়ই ছাতা নেই। আবার অনেকের মাথায় ছাতা থাকলেও পুরো শরীরটা একদম ভিজে গিয়েছে আবার কেউ কেউ ভিজতে ভিজতেই চলে এসেছে তার কর্মক্ষেত্র।

IMG_20240905_081851.jpg
Source
এমন অনেক মানুষ আছে যারা কিনা এখানেই কাজ করে তাদের পরিবার পরিজন নিয়ে থাকে কিন্তু কোন একটা কারণে যদি তাদের চাকরিটা চলে যায় তাহলে দৈনন্দিন জীবনে বেঁচে থাকাটা খুবই কষ্টকর হয়ে উঠবে। আমরা সকলেই যে যার জায়গা থেকে সব সময় চেষ্টা করব দায়িত্বশীল হওয়ার। আমি মনে করি দায়িত্ব নিয়ে কাজ করলে একটা সময় গিয়ে সফলতার মুখ দেখা যায়। দিন শেষে আমরা সকলে সাফল্য অর্জন করতে চাই কিন্তু আমরা কেউই খুব একটা বেশি পরিশ্রম করতে চাই না। পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব সেই সাথে নিজের উপর অর্পিত দায়িত্বটা যথাযথভাবে পালন করা উচিত বলে আমি মনে করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  4 months ago  ·  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. Get more BLURT:

@ mariuszkarowski/how-to-get-automatic-upvote-from-my-accounts

@ blurtbooster/blurt-booster-introduction-rules-and-guidelines-1699999662965

@ nalexadre/blurt-nexus-creating-an-affiliate-account-1700008765859

@ kryptodenno - win BLURT POWER delegation

Note: This bot will not vote on AI-generated content

  ·  4 months ago  ·  

Thank you 😊