মাহফিলের দিন কিছু সময় বন্ধুদের সাথে কাটানোর।

in blurtconnect •  11 months ago 

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই,আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আমিও অনেক ভালো আছি।
IMG_20240214_171208_640.jpg
মাহফিলের দিন সকালে নামাজ পড়ে আমাদের মাহফিলের জন্য সমস্ত কাজ ভাগ করে দিল, সবাইকে এক এক কাজ দিয়েছে তার মধ্যে থেকে আমাকে কাজ দিয়েছিল স্টেজের মধ্যে বসে বসে যারা বক্তা তাদেরকে চা দেওয়া, তখন আমাকে সবকিছু বুঝিয়ে দিল আমি তা নিয়ে আমার দায়িত্বে রাখে রেখে দিলাম।
IMG_20240214_213731_409.jpg
এছাড়া সারাদিন আমার আর কোন কাজ ছিল না, মাহফিলটি শুরু হবে দুপুর তিনটা থেকে, যাইহোক আমার দায়িত্ব ছিল মাগরিবের পর থেকে, তখন থেকে মূল বয়ান শুরু হবে, দুপুরের জোহরের নামাজের আগ পর্যন্ত খেলাধুলা করলাম মাঠে গিয়ে, দুপুরে আজান দিলে মাদ্রাসা এসে গোসল করে একবারে রেডি হয়ে আমার দায়িত্ব সব জিনিস পত্র মাহফিলের স্থানে নিয়ে গেলাম।
IMG_20240214_172839_118.jpg
ওই খানেক জিনিসপত্র থুয়ে ওখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম , পরে আমার এক পুরনো বন্ধুর বাসায় গেলাম তখন ওই মাদ্রাসায় পড়তো না, গিয়ে দেখলাম ওই মাদ্রাসা থেকে এখন আসেনি তারপর আমি ওখান থেকে চলে আসলাম।
IMG_20240214_194720_851.jpg
তিনটার সময় যখন মাহফিল শুরু হবে, কোন হুজুর স্টেজের সবকিছু রেডি করে আমাকে মাইক দিয়ে বলল স্টেজটা পরিচালনা করতে, যাই হোক আমি কোন সময় এরকম কিছু করিনি, আমার লাইফে ফার্স্ট হুজুর বলল
স্টেজ পরিচালনা করতে, আমি একটু ভয় পেয়েছিলাম তারপরও যতোটুকু পেরেছি মোটামুটি ভালই বলেছিলাম।
IMG_20240214_154755_310.jpg
যাই হোক মাগরিবের পর আমাদের মাহফিলের মূল কার্যক্রম শুরু হয়েছিল, ভালোমতোই চলেছিল কিন্তু প্রথম প্রথম জনগণ ছিল ৫-৬ জন, আমরা তখন ভয় পেয়ে গিয়েছিলাম মনে করেছিলাম আর মানুষ হবে না, যাই হোক ২০ মিনিট পর দেখি পুরো মাহফিলের জায়গা ভরে গিয়েছে এবং অনেক মানুষ দাঁড়িয়েও ছিল, আলহামদুলিল্লাহ মাহফিলটি ভালো মতোই হয়েছিল রাত বারোটা পর্যন্ত,
IMG_20240214_155650_427.jpg
আজকের মত আমার এই পোস্ট এখানেই শেষ, আবারো আপনাদের সাথে দেখা হবে সামনের পোস্টে, এ পর্যন্ত আপনারা সবাই ভাল থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।

Screenshot_20240211-235319_1.png

DeviceName
Androidtceno
Camera13M DUAL camera
LocationDhaka, Bangladesh 🇧🇩
Short by@hmabdullah
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!