হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই।আশা করি সকলেই ভাল।আশা করি সকলের দুর্দান্ত দিন কাটতেছে।আমিও মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় ভালো আছি।
বন্ধুরা আজ আমি এখানে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার শেয়ার করলাম।খাবারটির নাম হচ্ছে সেওই পিঠা, আবার একে সেমাই পিঠাও বলা হয়।তো আমাদের অঞ্চলে এটির নাম সেওই পিঠা।আজকে বিকেলে আমি আমার মাকে বললাম এই পিঠা তৈরি করতে।এরপর আমার মা এই পিঠা তৈরি করতে বসলেন, এবং আমি আমার মাকে এই পিঠা তৈরিতে সাহায্য করেছি।এই পিঠা তৈরি করতে চাউলের গুড়া, গরুর খাঁটি দুধ ও খেজুরের গুড় লাগে।এটি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পিঠা।এটি খুব সহজেই তৈরি করা যায় এবং এটি খেতে খুবই সুস্বাদু।আমি এই পিঠা খেতে খুবই ভালোবাসি, তাই এই পিঠা তৈরি করেছি আজকে।
এরপর আমি ভাবলাম বাঙালি এই ঐতিহ্যবাহী খাবারটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো।এবং এই পিঠা তৈরি করা ও রান্নার মুহূর্তে আমি একটি ভিডিও তৈরি করেছি।ভিডিওটি আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন।ভিডিওটিতে দেখুন বাংলাদেশী একটি ঐতিহ্যবাহী খাবার/পিঠা।এবং পিঠাটি তৈরি করার একটি মুহূর্ত, আমি এবং আমার মা পিঠাটি তৈরি করেছি।
Thank you
@mdaminulislam
▶️ 3Speak