S'MORES CAFE & RESTAURANT

in blurtchef •  4 years ago 

FB_IMG_1603291227273.jpg

সবাই কেমন আছেন? আমিও অনেক ভালো আছি।আজ যাচ্ছি S'MORES CAFE & RESTAURANT এর বাফেট নিয়ে,গিয়েছিলাম ১৯ অক্টোবর ডিনারে।যাবার আগে ধানমন্ডির মোটামুটি সব বাফেটের রিভিউ চেক দিলাম,আর দেখলাম সব কয়টা বাফেট নিয়েই কম বেশী নেগেটিভ রিভিউ,সবচেয়ে বেশী নেগেটিভ রিভিউ পেলাম s'mores এর।তাদের খাবার থেকে শুরু করে নাকি বিহেভ ও খারাপ(আমি পুরা উল্টা জিনিস ই দেখলাম রে ভাই )হঠাৎ মাথায় আসল সব সময় ত বেস্ট রেস্টুরেন্ট ট্রাই করতে যাওয়া হয়, আজ না হয় সব worst buffet টাই ট্রাই করতে যাই,দেখি একটা রেস্টুরেন্ট কিভাবে এত খারাপ হয় সব দিক দিয়ে।তাই dinner এর reservation দিয়ে চলে গেলাম ৩৫ মিনিট আগেই।

FB_IMG_1603291231446.jpg

যেয়ে দেখলাম তারা সব খাবার প্লেস করা শুরু করতেছে মাত্র।আমাদের সিট টা সামনে হওয়াতে চেঞ্জ করে দিবার জন্য রিকোয়েস্ট করার পর তারা অনেকক্ষন চেষ্টা করে কিন্তু সব ই রিসার্ভ ছিল ।

প্রথমেই আসি ওদের ডেকোরেশনে,অনেক সুন্দর আর নান্দনিক।ছবি তোলার জন্য অনেক ভালো রেস্টুরেন্ট।

তারপর আসি তাদের বিহেভ,কারন অনেকেই বলেছেন তাদের বিহেভ নাকি খুব জঘন্য হ্যানত্যান।ভাই,অনেক গুলা ব্যুফে ট্রাই করছি কিন্তু এই প্রথম রিভিউ লিখলাম,তাইলে বুঝেন কত টা ভালো ছিল।এত টা অমায়িক ব্যবহার আমি খুব কম রেস্টুরেন্টে পাইছি।কতক্ষন পর পর এসে টেবিল ক্লিন করে দিচ্ছে,আমাদের ব্যবহারকৃত ময়লা টিস্যু পর্যন্ত,আমরা মানা করে স্বত্তেও হাসিমুখে বলছে স্যার কোন সমস্যা নাই।যখ
ন আমরা খেয়ে দেয়ে আর নড়তে পারতেছিনা,তখন তারা নিজেরা এসে ড্রিংকস সার্ভ করে দিয়ে গেছে।

FB_IMG_1603291238566.jpg

এইবার আসি মূল বিষয়ে যেটা কিনা খাবার আর তাদের রিফিল সিস্টেম।অনেকেই বলছেন খুবই জঘন্য খাবার আর রিফিল দেয়না হ্যানত্যান।কিন্তু আমি ত দেখলাম উল্টা চিত্র

খাবার আধা শেষ হইতে দেরী,তাদের রিফিল হাজির।কোন খাবার আনতে যেয়ে ওয়েট করা লাগেনাই।
খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ, একটা ব্যুফের প্রায় ৯০% খাবার ভালো পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।
আমার পছন্দ হওয়া ওদের সবচেয়ে মজার খাবারের মধ্যে ছিল ওদের বিরিয়ানি,অস্থির টেস্ট
।তারপর বিফ রেজালা,থাই স্যুপ,potato croquette, চাওমিন,cashew nut salad,ফ্রাইড চিকেন,হট এন্ড স্পাইসি ফিশ(তিন বার যাইয়া নিছি এত্ত মজা),চকলেট ম্যুজ দিয়া চকলেট কেইক,কুনাফা,কর্ন স্যুপ,কাকড়া,আর সবচেয়ে বড় আকর্ষন ওদের ভর্তা গুলা(এত ফ্রেশ আর মজা ছিল আপনি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন।
আর ড্রিংকস ত সব নরমাল,বাকি খাবার গুলাও এভারেজ, মোট কথা তৃপ্তি করে খেতে পারবেন।তবে ওদের AC এর জন্য বার্গার বান,হটডগ বান টা একটু শক্ত হয়ে গেছিলো,এর জন্য তারা নিজেরা সরি বলেছেন আর স্বীকার করেছেন এটা ওনাদের একটা সমস্যা(কয়টা রেস্টুরেন্টে এমন করে ভাই

FB_IMG_1603291244447.jpg

আসার সময় আমি আবার একটা সাজেশন দিয়ে আসছি,ওনাদের ভর্তা ভাতের একটা ব্যুফে করতে মাসে একবার ।দেখা যাক করে কিনা।

বি.দ্রঃ যার যার খাওয়ার টেস্ট আলাদা,তাই আমার কাছে যা ভালো লেগেছে আপনাদের তা নাও লাগতে পারে,তাই আন্তরিক ভাবে দুঃখিত।আমার কাছে মনে হয়েছে ওনারা একটা ভালো রিভিউ পাবার হকদার তাই দিলাম।ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.

  ·  4 years ago  ·  

Hello, welcome to blurt.
Why are you using #cn tag on your post?
May I know the reason?