হ্যালো বন্ধুরা
আমি @sangram5 বাংলাদেশ থেকে লিখছি!
░▒▓█আসসালামুআলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?█▓▒░
আশা করি বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজকে আমি আমার নিজের হাতে বৈশাখের সেরা ছয়টি ছবি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি আমার সব বন্ধুদের আমার এই ছবিগুলো অনেক ভালো লাগবে, তো চলুন বন্ধুরা দেরী না করে ছবিগুলো দেখে নেওয়া যাক!
তাহলে শুরু করলাম
ছবি১ Location
ছবি১: এই ফুলটির নাম হচ্ছে গোলাপ ফুল।আর এটি আমার কাছে বেশ সুন্দর লাগে। তাই আমি আপনাদের কাছে এই আলোকচিত্র টি শেয়ার করি।
ছবি২ Location
-
ছবি নাম্বার ২: এটি হচ্ছে গোলাপ ফুলের নতুন ডাল আর তা দেখে খুবই ভালো লাগলো আমার। তাই ইচ্ছা করছিলো আমার বাংলা ব্লগ সকল সদস্যের মাঝে এই ফুলটির ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।
ছবি৩ Location
ছবি ৩: গ্রাম অঞ্চলে অনেক এই ধরনের কড়ি ফল ও ফুল দেখতে পায় যায়। এবং দেখতে ও অনেক ভালো লাগে আর তাই আমি একটা ছবি তুলে ফেলি এবং আপনাদের মাঝে শেয়ার করি।
ছবি৪ Location
ছবি ৪: পড়ন্ত বিকেলের সূর্য অস্ত যাওয়ার ছবি দেখতে ও অনেক সুন্দর হয়। তাই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম।
ছবি৫ Location
ছবি ৫: এই ফুলটির নাম হচ্ছে কড়ি ফুল। আর এই ফুল কম বেশি সবাই জানেন এবং চিনেন। তাই আর কি আপনাদের মাঝে এই ফুলটি ছবি শেয়ার করি।
ছবি৬ Location
ছবি ৬: আমাদের শহরের রেলওয়ে স্টেশনের একটি আলোকচিত্র আপনাদের মাঝে উপস্থাপন করি যা আপনাদের অনেক ভালো লাগবে।
আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে। আর যদি কথা এবং লেখায় কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
ক্যামেরা | itel vision 1pro |
মডেল | itel |
ছবি তুলেছেন | @sangram5 |
শুভেচ্ছান্তে:-
@sangram5
আমার পরিচয়
আমার নাম মোঃ আবু হানিফ সংগ্রাম। আর আমার ইউজার আইডি নাম হচ্ছে @sangram আমি একজন নিয়মিত ছাত্র, বর্তমানে আমি পার্বতীপুর সরকারি কলেজের বিএসএস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার বাসা দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা, ঢাকা, বাংলাদেশ।
ধন্যবাদ সবাইকে