একটি সেলোমেশিন এর দৃশ্য আমাদের গ্রাম বাংলার কিছু মনোরম পরিবেশে এই দৃশ্য গুলো আসলেই অনেক সুন্দর লাগে ৷ যা বলে আমি আপনাদের বোঝাতে পারবো না ৷ আশা করে থাকি আপনাদের আজকে আমাদের গ্রাম বাংলার একটি বৈচত্র্য ময় দৃশ্য তুলে ধরলাম আশা করে থাকি আপনাদের অনেক ভালো লাগবে ৷ আমারা গ্রাম বাংলায় বসবাস করে থাকি ৷ যত রকম এর ফসল সব কিছু গ্রাম বাংলায় উৎপন্ন হয়ে থাকে ৷ আর গ্রাম বাংলাকে সবাই পছন্দ করতে থাকে ৷ কারন শহরে মানুষগুলো এখনো গ্রাম পছন্দ ও ভালোবাসে থাকা ৷ তারা এখোনো ছুটি পেলে গ্রাম বাংলায় ঘুড়তে আসতে দেখা যায় ৷ গ্রাম বাংলার প্রাকৃতিক হাওয়া অনেক সুন্দর মন কে ঠান্ডা করে দেওয়ার মত ৷ এই যে আপনারা সেলো মেশিন দেখতে পাচ্চেন এটা দিয়ে সব ধরনের ফসলে পানি সেচ দেওয়া হয়ে থাকে ৷ এবং কি আমরা যখন ছোট ছিলাম সবাই এই সেলোমেশিন এ গোসল করতাম এবং কি অনেক মজা করতাম ৷ সেই দিন গুলি শুধু আমার না সবারই মনে পড়ে যায় ৷ এই ছিল আজকে আমার গল্প আশা করে থাকি আপনাদের অনেক ভালো লাগবে ৷
The view of a cello machine in some beautiful environment of our village Bengal looks really beautiful I can't explain to you I hope that today I have shown you a diverse scene of our village Bengal. I hope you will like it very much. We live in rural Bengal. All kinds of crops are produced in the villages of Bengal And everyone started liking Gram Bangla Because the people in the city still like and love the village. When they get a holiday, they can be seen visiting the village of Bengal. The natural air of rural Bengal is very beautiful and cools the mind Here you can see the cello machine with which all kinds of crops are irrigated And when we were kids we all bathed in this cello machine and had so much fun. Those days are remembered not only by me but by everyone This was my story today, I hope you will like it.
THANKS FOR MY VISITING BLOG