The true beauty of the blue sky.

in blurtbooster •  3 months ago 

The blue sky, an infinite canvas spread before our eyes. The first sight we see every morning when we wake up is this blue sky. Its vastness calms our mind, freeing us from thought. Sometimes we see different forms of clouds in this blue sky, which paints our mind in different colors.
নীল আকাশ, আমাদের চোখের সামনে বিস্তৃত এক অসীম ক্যানভাস। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা প্রথমেই যে দৃশ্য দেখি, তা হল এই নীল আকাশ। এর বিশালতা আমাদের মনকে শান্ত করে, চিন্তা থেকে মুক্ত করে। আবার কখনোবা এই নীল আকাশেই আমরা মেঘের নানা রূপ দেখতে পাই, যা আমাদের মনকে বিভিন্ন রঙে রাঙায়।


IMG20241026113214.jpg
IMG20241026113217.jpg


Why is the sky blue, this question arises in many people's minds. In fact, the blue color of the sky is due to the scattering of light. Sunlight has seven colors. When sunlight enters our atmosphere, particles in the atmosphere scatter blue light more than other colors. As a result, we see the sky as blue.
আকাশ কেন নীল, এই প্রশ্ন অনেকেরই মনে জাগে। আসলে আকাশের নীল রঙ আলোর বিচ্ছুরণের ফলে হয়। সূর্যের আলোতে সাতটি রঙ থাকে। যখন সূর্যের আলো আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বায়ুমণ্ডলের কণাগুলি নীল রঙের আলোকে অন্য রঙের আলোর চেয়ে বেশি বিচ্ছুরিত করে। ফলে আমরা আকাশকে নীল দেখি।


IMG20241026113220.jpg

IMG20241026113225.jpg


Photography is a unique medium to capture the beauty of the sky. Sky photography is not just camera operation, it is an art form. The different colors of the sky, the shape of the clouds, the changing shape of the sky at sunset and sunrise – all these are unique challenges and opportunities for photographers.
আকাশের সৌন্দর্য ধরে রাখার জন্য ফটোগ্রাফি একটি অনন্য মাধ্যম। আকাশ ফটোগ্রাফি শুধু ক্যামেরা চালানো নয়, এটি এক ধরনের শিল্প। আকাশের বিভিন্ন রঙ, মেঘের আকৃতি, সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় আকাশের রূপ পরিবর্তন – এই সবকিছুই ফটোগ্রাফারদের জন্য এক অনন্য চ্যালেঞ্জ এবং সুযোগ।


IMG20241026113231.jpg

IMG20241026113243.jpg


The blue sky is an endless source of inspiration for us. Sky photography allows us to capture this beauty and share it with others. So, get out with a camera today and try to capture the beauty of the sky.
নীল আকাশ আমাদের জন্য অনুপ্রেরণার একটি অনন্ত উৎস। আকাশ ফটোগ্রাফি আমাদের এই সৌন্দর্যকে ধরে রাখার এবং অন্যদের সাথে ভাগ করে নেওয়ার সুযোগ দেয়। তাই, আজই একটি ক্যামেরা নিয়ে বের হয়ে আকাশের সৌন্দর্য ধরে রাখুন।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord