Memories of dark rainy days.

in blurtbooster •  2 months ago 

Many of us do not understand the nature and environment of the present time. In this intense sun, everything is getting dark and after a while, it is raining in torrents. Sometimes we see cloudy skies and light rain at the same time. At present, the environment may be like this, but this is the real beauty of nature. Although the climate changes every few years, the weather is never as constant as the climate, it is always changing. And since the weather is changeable, due to which a different form appears in the world at a time, especially the weather and seasons of Bangladesh are always more beautiful. Bhadra month is over now Ashwin month and in this Ashwin month also we can see some weather of Bhadra month. To be honest, there is a different kind of love in adapting oneself to such an environment. Last morning I woke up to see the sun rising, it seemed as if everything had dried up.
বর্তমান সময়ের প্রকৃতি এবং পরিবেশ কখন কি রকম যে হয় সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। এই প্রচন্ড রোদ্রে সবকিছু একদম চৌচির হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কখনো কখনো বা আমরা দেখতে পাই মেঘলা আকাশ আবার সেই সাথে এটাও দেখতে পাই হালকা বৃষ্টি। বর্তমান সময়ে পরিবেশটা হয়তোবা এমনই আসলে এটাই হয়তোবা প্রকৃতির আসল সৌন্দর্য। জলবায়ু কয়েক বছর পর পর পরিবর্তন হলেও আবহাওয়া কিন্তু কখনোই জলবায়ুর মত এরকম ভাবে স্থায়ী থাকে না এটা সব সময় পরিবর্তন শীল। আর আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যার কারণেই পৃথিবীতে এক এক সময়ে এক এক রকম এক রূপ নিয়ে হাজির হয় বিশেষ করে বাংলাদেশের আবহাওয়া এবং ঋতু বরাবরই অনেক বেশি সুন্দর এখানে ছয়টি ঋতু রয়েছে আর প্লাক্রমে এক একটার পরে আরেকটা ঋতু এসে সামনে হাজির হয়। ভাদ্র মাস শেষ হয়ে গিয়েছে এখন আশ্বিন মাস আর এই আশ্বিন মাসেও কিছুটা ভাদ্র মাসের আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। সত্যি বলতে এরকম পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়ার মাঝেও রয়েছে এক অন্যরকম ভালোলাগা। গত পরশুদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচন্ড রৌদ্র উঠেছে সকাল সকালই মনে হচ্ছিল যেন সবকিছু কেমন যেন শুকিয়ে গিয়েছে।


Beige and White SImple Family Photo Collage_20241025_122021_0000.png


It is very difficult to work in the scorching sun, but it is a matter of thought that even in the month of Ashwin the heat of the sun can be seen in such a way. I thought I would spend the whole day like this. I didn't feel like doing anything in the hot weather. I went to the office and sat for a long time. It was so hot and my body was sweating that I couldn't concentrate on anything. It was raining continuously until noon, everything was getting hotter in the heat of the sun, but after noon, the atmosphere became a little colder, the heat of the sun decreased a little, along with occasional gusts of wind. At that time the atmosphere was a little different from the morning, it was quite good. As the sun went down in the western sky as the time went by, the atmosphere was getting colder and colder as the evening got dark clouds in the western sky. I don't think I have ever seen such a dark cloud before. It started raining in torrents at four in the afternoon.
প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজ কর্ম করাটা অনেকটাই কষ্টসাধ্য তবে আশ্বিন মাসেও যে এরকম ভাবে সূর্যের প্রচণ্ড তাপ দেখা যায় সেটাই ভাবার বিষয়। ভেবেছিলাম এরকম ভাবেই হয়তোবা সারাটা দিন কাটবে প্রচন্ড গরমে কোন কিছুই করতে ভালো লাগছিল না অফিসে গিয়ে অনেকটা সময় বসে ছিলাম এতটা বেশি গরম লাগছিল আর শরীর ঘামছিল যে কোন কাজেই মনোনিবেশ করতে পারছিলাম না। দুপুর পর্যন্ত এরকম ভাবেই একটানা প্রচন্ড রৌদ্র পড়েছিল রৌদ্রের তাপে সবকিছু চৌচির হয়ে যাচ্ছিল তবে দুপুরের পর থেকেই পরিবেশটা একটু ঠান্ডা হয়ে উঠেছিল রৌদ্রের তাপ কিছুটা কমেছিল সেই সাথে মাঝে মাঝে ঝরোয়া বাতাস বইছিল। তখন পরিবেশটা সকাল কার থেকে একটু ভিন্ন হয়ে গিয়েছিল বেশ ভালই লাগছিল তখন। যতই সূর্য পশ্চিম আকাশে হেলে যাচ্ছিল সময় যতই যাচ্ছিল ততই যেন পরিবেশটা ঠান্ডা এবং শীতল হয়ে যাচ্ছিল বিকেল হবার সঙ্গে সঙ্গেই পশ্চিম আকাশে কালো মেঘের ঘনঘটা। এরকম কালো মেঘের ঘনঘটা আগে কখনো দেখেছি বলে মনে হয় না বিকেল চারটা বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি।


IMG_20241025_121311.jpg

IMG_20241025_121319.jpg


The environment which was very hot in the morning became very cold in the afternoon. Honestly, I have never seen such clouds and such rain before. It was completely dark all around. It seemed as if evening had fallen. It seemed like it wasn't afternoon, it was dark all around, and the atmosphere was completely different with rain and thunder. At first I thought maybe it will rain for a while and then everything will be back to normal but it rained for one and a half to two hours and the roads got waterlogged which means you can understand how much it rained. On such a rainy day, the body gives up completely, there is a shivering feeling in the body that makes you want to sleep a lot. Sitting in the office and drowsing, it seemed as if all the sleep of the state had filled my eyes.
বর্তমান সময়ের প্রকৃতি এবং পরিবেশ কখন কি রকম যে হয় সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। এই প্রচন্ড রোদ্রে সবকিছু একদম চৌচির হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কখনো কখনো বা আমরা দেখতে পাই মেঘলা আকাশ আবার সেই সাথে এটাও দেখতে পাই হালকা বৃষ্টি। বর্তমান সময়ে পরিবেশটা হয়তোবা এমনই আসলে এটাই হয়তোবা প্রকৃতির আসল সৌন্দর্য। জলবায়ু কয়েক বছর পর পর পরিবর্তন হলেও আবহাওয়া কিন্তু কখনোই জলবায়ুর মত এরকম ভাবে স্থায়ী থাকে না এটা সব সময় পরিবর্তন শীল। আর আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যার কারণেই পৃথিবীতে এক এক সময়ে এক এক রকম এক রূপ নিয়ে হাজির হয় বিশেষ করে বাংলাদেশের আবহাওয়া এবং ঋতু বরাবরই অনেক বেশি সুন্দর এখানে ছয়টি ঋতু রয়েছে আর প্লাক্রমে এক একটার পরে আরেকটা ঋতু এসে সামনে হাজির হয়। ভাদ্র মাস শেষ হয়ে গিয়েছে এখন আশ্বিন মাস আর এই আশ্বিন মাসেও কিছুটা ভাদ্র মাসের আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। সত্যি বলতে এরকম পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়ার মাঝেও রয়েছে এক অন্যরকম ভালোলাগা। গত পরশুদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচন্ড রৌদ্র উঠেছে সকাল সকালই মনে হচ্ছিল যেন সবকিছু কেমন যেন শুকিয়ে গিয়েছে।


IMG_20241025_121332.jpg

IMG_20241025_121351.jpg

IMG_20241025_121407.jpg


If you look closely at the above pictures, you will understand how intense the rain actually was. I was sitting in the office for a long time, everyone was talking, I was also sitting and listening to the story, but I was very sleepy in my eyes. After one and a half to two hours of rain, the whole environment became completely cold. It seemed that winter would come soon. After the rain ended, I went outside the office and came out to see that there was a lot of water on the roads, many people were wet and those who were walking home were under water up to their elbows. However, people who want to drink tea in such an environment may not be found who do not like to drink tea in a cold environment. But believe me it rained so much that I went outside the office and saw that every shop was closed, everyone closed the shop or went home, finally I came to the office canteen. I usually don't eat much in the office canteen because the machine there is very sweet and gives a different flavor due to which I don't want to eat it in the canteen as there is no tea available so now there is nothing to do canteen tea.
উপরের এই ছবিগুলো আপনারা গভীরভাবে লক্ষ্য করলে বুঝতেই পারবেন যে বৃষ্টির তীব্রতা আসলে কতটা ছিল। অনেকটা সময় অফিসে বসে ছিলাম সবাই মিলে গল্প করছিল, আমিও বসে বসে গল্প শুনছিলাম কিন্তু চোখে প্রচন্ড রকমের ঘুম ছিল দেড় থেকে দু ঘন্টা বৃষ্টি হবার পরে পুরো পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল মনে হচ্ছিল এই বুঝি শীত চলে আসবে নিমিষেই। বৃষ্টি শেষ হবার পরে অফিসের বাহিরে চলে আসি বাহিরে এসে দেখি রাস্তাঘাটে অনেক পানি জমে গিয়েছে মানুষজন অনেকেই ভিজে গিয়েছে সেই সাথে রাস্তা দিয়ে যারা হেঁটে বাসায় ফিরছে অনেকেরই পায়ের কনুই পর্যন্ত পানির নিচে। যাইহোক এরকম পরিবেশে চা খেতে খুবই মন চায় ঠান্ডা পরিবেশে চা খেতে পছন্দ করে না এরকম মানুষ হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু বিশ্বাস করুন এতটা বেশি বৃষ্টি হয়েছে যে অফিসের বাহিরে গিয়ে দেখি প্রত্যেকটা দোকান বন্ধ হয়ে গিয়েছে সবাই দোকান বন্ধ করে দিয়ে হয়তো বা বাসায় চলে গিয়েছে শেষমেষ চলে আসলাম অফিসের ক্যান্টিনে। অফিসের ক্যান্টিনেরটা আমি সচরাচর খুব একটা বেশি খাই না কারণ সেখানে মেশিনের টা অনেকটাই মিষ্টি এবং অন্যরকম একটা ফ্লেভার দেওয়া হয় যার কারণে ক্যান্টিনের তা খুব একটা খেতে মন চায় না যেহেতু কোথাও চায়ের ব্যবস্থা নেই সেহেতু এখন ক্যান্টিনের চা খেতে হবে কিছু করার নেই।


IMG_20241025_121257.jpg

IMG_20241025_121245.jpg

IMG_20241025_121304.jpg


Sitting in the canteen after drinking two cups of tea, I was trying to see the environment outside the canteen, so I came to the balcony of the canteen. Even when I went there, I saw a different environment. The rain had already stopped, but it was still raining lightly. I sat there and enjoyed the rain for a long time, where earlier there was no seating available in the canteen but yesterday I went to the canteen and found the entire canteen completely empty. Maybe because the rain has ended or everyone has gone back home since everyone's duty was over, there is no question of having a canteen, but even during duty time many people come and sit in the canteen and eat food. However, in the end we realized that no one can ever know when the natural environment actually takes shape, it's one of the signs or beauty of the Creator, whatever you call it. This beauty is always to be enjoyed.
ক্যান্টিনে বসে পরপর দু'কাপ চা খেয়ে ক্যান্টিনের বাহিরের পরিবেশটা দেখার চেষ্টা করছিলাম তাই চলে আসলাম ক্যান্টিনের বারান্দায়। সেখানে গিয়েও ভিন্ন রকমের এক পরিবেশ দেখেছিলাম বৃষ্টি ইতোমধ্যে থেমে গিয়েছে তবে হালকা বৃষ্টি তখনো হচ্ছিলই। সেখানে বসে অনেকটা সময় বৃষ্টি উপভোগ করেছিলাম, যেখানে ক্যান্টিনে আগে বসার জায়গা পাওয়া যেত না কিন্তু গতকাল ক্যান্টিনে গিয়ে দেখি পুরো ক্যান্টিনে একদম ফাঁকা। বৃষ্টি শেষ হয়েছে বলেই হয়তো বা সকলে বাসায় ফিরে গিয়েছে যেহেতু সকলের ডিউটি শেষ হয়ে গিয়েছিল তার মানে ক্যান্টিনের থাকার কোন প্রশ্নই আসে না তবে ডিউটি টাইমেও অনেক মানুষ ক্যান্টিনে এসে বসে থাকে খাবার খায় অন্যান্য সময়ের তুলনায় সেদিনের ক্যান্টিন টা একটু বেশি ফাঁকা ছিল। যাই হোক, শেষমেষ আমরা এটাই বুঝতে পারলাম যে প্রকৃতিক পরিবেশ আসলে কখন কোন রূপ ধারণ করে এটা কেউ কখনোই বুঝতে পারে না এটা সৃষ্টিকর্তার এক অন্যতম নিদর্শন বা সৌন্দর্য আপনি যেটাই বলেন না কেন। এই সুন্দর্য কে সবসময়ই উপভোগ করতে হয়।

If you can enjoy this beauty of the Creator from your mind, then you will actually understand how beautiful nature is and you will be compelled to silently appreciate the Creator for how beautifully He has arranged the nature for us. Maybe because nature has such beauty or the world is so beautiful, however, the late afternoon sun was not seen that afternoon because it was raining lightly from noon to night, but those moments of that day were really much more beautiful.
যদি আপনি সৃষ্টিকর্তার এই সৌন্দর্য মন থেকে উপভোগ করতে পারেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে প্রকৃতি কতটা সুন্দর সেই সাথে আপনি আনমনেই সৃষ্টিকর্তার প্রশংসা করতে বাধ্য হবেন কত সুন্দরভাবে তিনি আমাদের জন্য প্রকৃতিকে সাজিয়েছেন। প্রকৃতির এরকম সৌন্দর্য আছে বলেই হয়তো বা পৃথিবী এতটা সুন্দর, যাইহোক সেদিনের বিকেল বেলার শেষ বিকেলের সূর্যটা আর দেখা যায়নি কারণ দুপুর থেকে শুরু করে রাত অব্দি হালকা হালকা বৃষ্টি হচ্ছিলই তবে সেদিনের সেই মুহূর্তগুলো সত্যিই অনেক বেশি সুন্দর ছিল।

And I also tried to enjoy the whole atmosphere or the whole time very well. I already like rainy days a lot but too much rain is annoying again, however many of you like rain I know showering in the rain on a rainy day is quite nice too. That was my post for today. Hope you all enjoyed my dark rainy day story. No more today, I'm ending here, everyone stay well and stay healthy.
আর আমিও ভালোভাবেই পুরো পরিবেশটা বা পুরো সময়টা চমৎকারভাবে উপভোগ করার চেষ্টা করেছিলাম ভীষণ ভালো লেগেছিল। বৃষ্টির দিন এমনিতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে খুব বেশি বৃষ্টি আবার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, যাইহোক আপনারা অনেকেই বৃষ্টি পছন্দ করেন এটা আমি জানি বৃষ্টির দিনে বৃষ্টির মধ্যে গোসল করতেও বেশ ভালো লাগে। এটাই ছিল আমার আজকের পোস্ট আশা করছি আমার এই অন্ধকারময় বৃষ্টির দিনের গল্প আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজ আর নাই এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন.


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!