আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সেই সাথে আমি আরো দোয়া করি। আপনাদের বাবা-মা ও ছোট ভাই বোন যেন সুস্থ রাখে আল্লাহ তায়ালা। আপনারা যেন আপনাদের বাবা মার খেয়াল রাখতে পারেন। আমি আল্লাহতালার কাছে দুহাত ধরে মোনাজাত করি। আপনাদের যেন সুস্থ রাখে এবং কি আপনাদের পরিবারের সকল যেন সুস্থ ও শান্তিতে রাখে আল্লাহ্ তাআলা।
আজ রাতে কাজ করার সময়, আমার মনে হয়েছিল একটু বাংলাদেশি পুয়া পিঠা তৈরি করতে তাই আমি আর দেরি করিনি, আমরা এই জায়গায় সবকিছু এমনভাবে তৈরি করতে শুরু করলাম যেন পুয়া পিঠা বানানোর জন্য সবকিছু আছে।ফুয়া পিঠা বানানোর সময় আমরা দুজন যারা আমাদের সাথে কাজ করি অন্য জায়গায় যাওয়ার জন্য ট্রান্সফার লেটার পাই তারপর আর কি করতে দুইজন ট্রান্সপোর্ট করে আসে তখন আমরা তাদের তৈরি করে কাজ শেষ করে রুমে যাই।
সবাই মিলে রুমা আয়েশা কথা বলছিল আর রাত দুইটা বেজে গেল যে ঘুম হয়নি তারপর আড়াইটার দিকে সবাই সবার রুমে চলে গেল। আমার রুমে আসার পর ভোর ৪টা বেজে গেছে কিন্তু কখনো ঘুম আসেনি কাজের চাপ একটু কম, কিন্তু মাথায় আছে যে তোমাকে সময়মতো কাজে যেতে হবে তখনও ঘুম আসেনি।
অবশেষে এটাই বলতে চাই। ভুল মানুষেরই হয়। আমার কিছু ভুল হতেই পারে। আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার ভুলগুলো দেখিয়ে দিলে। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ভুলগুলো সংশোধন করে। আমি আপনাদের ভাল কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ভাই আপনি বন্ধুদের সাথে পুয়া পিঠা বানিয়ে খেয়েছেন। আমার মতে আপনার অনেক মজা করেছেন পিঠা বানানোর সময়।আর এই পুয়া পিঠা টা শীতে খেতে অনেক মজা লাগে । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।