An instructive case of a bird.

in blurtboostar •  2 years ago 

Bismillahir Rahmanir Rahim.
Once a hunter caught a small bird. The bird was very intelligent. The bird began to praise the hunter very much that you are such a great hunter! In life,

20220610_182007.jpg

you have killed many tigers, you have killed many bears, you have done this, you have done that. I am a small bird, my weight is not even 100 grams. What will you eat me? Eating me will not fill even a corner of your stomach. Rather leave me alone.
images (55).jpeg
Source

images (56).jpeg
Source
Let me tell you three valuable sayings, which will be useful throughout your life.

images (57).jpeg
Source
He spoke in such a way that the hunter's mind melted. Because everyone likes to get oil. Oil is the easiest way to melt someone. Right, he thought. There is no point in eating such a small bird. Instead, listen to what the bird wants to say. Maybe it will make more profit for me.
As the hunter agreed, the bird said, I will tell you the first sentence

images (58).jpeg
Source
Sitting on my hands, I will say the second sentence sitting on the branch of this tree, I will say the third sentence sitting on the trunk of the tree. The hunter said, OK. The bird said, "Never fantasize, never believe what is unreal.

images (59).jpegsource

Don't do it'. The hunter said, very right. really so Never believe in unreal words. The bird said, now let me go to the tree branch. I will say the second sentence. The hunter let go. of the tree
The bird climbed the branch and said, "Never regret what you missed." The hunter said, "That's right." It is foolish to regret what I no longer have. The bird now rose to the mug.
Shikhari said, now say the third advice. Pakhi said, before saying the third one, let's see if you have applied the teachings of the previous two sermons in your life or not. The bird said, I have a pearl weighing 200 grams in my stomach. The hunter was very sorry to hear. Ha ha ha! What did I do! This is how I missed such an easy opportunity to get rich! That's why the bird started jumping upwards in an unsuccessful attempt to catch it. But the bird was in the cage. He smiled. See, I told you before, never believe in nonsense. My weight is 100 grams. How can I have 200 grams of pearls inside? said
Never regret what was missed. But you do. There is no point in giving you any more advice. Because like most people, you have listened to the advice, but you have not learned from it. Fools and greedy people like you allow scammers to cheat.
A lesson for the wise.

images (60).jpegsource

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
একবার এক শিকারি ছোট্ট একটি পাখি ধরে ফেললো। পাখিটি খুব বুদ্ধিমান ছিলো। পাখিটি শিকারির খুব প্রশংসা করতে লাগলো যে, তুমি এতবড় শিকারি! জীবনে অনেক বাঘ মেরেছো, অনেক ভাল্লুক মেরেছো, এই করেছো, সেই করেছো। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন ১০০ গ্রামও না। আমাকে খেয়ে তুমি কী করবে? আমাকে খেলে তো তোমার পেটের একটা কোনাও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও।

images (61).jpegsource

তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাবো, যা তোমার সারাজীবন কাজে লাগবে।
এমনভাবে সে কথাবার্তা বলছিলো যে, শিকারির মন গলে গেল। কারণ তেল পেতে সবাই পছন্দ করে। আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তেল। সে ভেবে দেখলো, ঠিকই তো। এত ছোট পাখি খেয়ে কোনো লাভ নেই। তার চেয়ে শুনি, পাখিটা কী বলতে চায়। হয়তো এতে আমার লাভ বেশি হবে।

images (62).jpeg
Source
শিকারি রাজি হওয়ায় পাখিটি বললো, আমি প্রথম বাক্যটি বলবো তোমার
হাতের ওপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে, তৃতীয় বাক্যটি বলবো গাছের মগডালে বসে। শিকারি বললো, ঠিক আছে। পাখি বললো, ‘কখনো অলীক কল্পনা করো না, যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস
করো না’। শিকারি বললো, খুব ঠিক কথা। সত্যিই তাই। কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বললো, এবার আমাকে গাছের ডালে যেতে দাও। আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারি ছেড়ে দিলো। গাছের
ডালে উঠে পাখি বললো, ‘যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না।’ শিকারি বললো, এটাও ঠিক। যা আর আমার নেই, তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার মগডালে উঠলো।

images (63).jpeg
Source
শিকারি বললো, এবার তৃতীয় উপদেশটি বল। পাখি বললো, তৃতীয়টি বলার আগে দেখে নিই, আগের দুটি উপদেশের শিক্ষা তোমার জীবনে কাজে লাগিয়েছো কি না। পাখিটি বললো, আমার পেটে আছে ২০০ গ্রাম ওজনের একটি মুক্তো। শুনে শিকারি খুব আফসোস শুরু করলো। হায় হায়! এ কী করলাম আমি! এভাবে হাতছাড়া করলাম ধনী হওয়ার এত সহজ সুযোগ! বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় ওপরের দিকে লাফাতে লাগলো। কিন্তু পাখি তো তখন মগডালে। সে হাসলো। বললো দেখ, আমি আগেই বলেছিলাম, অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই ১০০ গ্রাম। আমার ভেতরে ২০০ গ্রামের মুক্তো থাকবে কীভাবে? বলেছিলাম,
যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। কিন্তু তুমি তা-ই করছো। তোমাকে আর কোনো উপদেশ দেয়া অর্থহীন। কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ কান দিয়ে শুনেছো, কিন্তু তা থেকে শিক্ষা নাওনি। তোমার মতো বোকা ও লোভীদের কারণেই প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায়।
জ্ঞানীদের জন্য একটি শিক্ষনীয় কথা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Hello @abdulmomin
Thank you for sharing such great content!
PLEASE KINDLY CLICK HERE TO VOTE US AS BLURT WITNESSBlurt to the moon 🌕You can delegate any amount of Blurt power to @blurtconnect-ng
This post has been upvoted manually by @mahmud552blurtconnect.gifUse #blurtconnect tag to get more upvotes from us

Also, keep in touch with Blurtconnect-ng family on Telegram and Whatsapp