শাহবাগের প্রোগ্রাম শেষে বাসায় ফিরছি বাসে করে৷ ভিক্টর ক্ল্যাসিকে। কন্ডাক্টর ভাড়া নিতে আমার কাছে আসলো৷ আমি ভাড়া বের করলাম৷ হঠাৎ উনি বললেন"আপনি আজ শাহবাগে ধর্ষনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন না?"
আমি বললাম জ্বী আমিই ছিলাম৷
তারপর তিনি বললেন। আমি আপনাকে আজ টিভিতে দেখেছি। আমি আপনার ভাড়া নিব না৷
আমি রীতিমতো থতমত খেয়ে জিজ্ঞেস করলাম- কেন?
তিনি বললেন- "আপনারা রোদে পুড়ে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন৷ এটাতো আমাদের সকলের করা উচিত৷ আমাদের সবার এই দাবিতে সংহতি জানিয়ে রাস্তায় নামা উচিত৷ কিন্তু আমার মতো অনেকেরতো ইচ্ছে থাকলেও সম্ভব হয় না৷ আমাদের পরিবার চলে প্রতিদিনের রোজগারে৷ কিন্তু আমি চাই এই ধর্ষকদের বিচার হোক। আপনারা আমার হয়ে আমাদের হয়ে রাস্তায় দাড়িয়েছেন৷ তাই আমি আপনার ভাড়া নিতে পারবো না৷ মনে করেন এটাই আমার সংহতি।"
আমি আর কিছু বলতে পারলাম না৷ তাকে জোর করে ভাড়া দেওয়ার শক্তিটাও যেন হারিয়ে ফেললাম৷
নামার সময় তিনি আমাকে এক ধরণের প্রটোকল দিয়েই নামিয়েছেন বাস থেকে৷
এই লোকগুলোই আমাদের শক্তি। স্যালুট ভাই৷
Hello, Blurtter!
Congratulations! Your post has been selected for BlurtBD Curation Project. Manually curated by "looking" and "shimu840". Keep it up the good work.
BlurtBD is a manual curation project that supports all those talented authors who can contribute quality things to our Blurt Community. Use tag BlurtBD and Join our Discord Channel Blurt Bangladesh