The Scream of The Banshee - Last Part

in blurtbd •  4 years ago 

(Where we left off - Chapati and Khunti went to Kumrabari to solve the mystery of the wailing banshee terrorizing the citizens. They go to the cave where the banshee frequents to and there Chapati found a clue. All had to flee from the scene and Khunti ends up getting hit on his head, faints)
The Scream of The Banshee - Part one

PicsArt_11-02-11.39.48.jpg

Just like the other tv series, we jump off to the next day

Khunti rubbing his head where he got hit.

Inspector Kholil: How are feeling Khunti? Still hurts?
Khunti: Kinda. Maybe a few Mughlai Paratha, Firni and cool cool Lassi will help reduce it. (Showing all of his teeth)
Chapati: Ugh you won't change, will you? Food and food! (to Inspector Kholil) Inspector did you find any clue about that piece of torn cloth.
Inspector Kholil: Yes, it was torn from a local labor's lungi when he was taking away soil from the cave to do gardening before this incident.
Chapati: (a bit embarrassed) Oh I see, hard luck. We need to get more information. Tell me more about any incidents before the banshee sightings.
Inspector Kholil: I have zero information about that. I have joined after a month of the sightings.
Constable Sallu: What incidents! Not a lot goes around here. This is a small town. You won't find much gossip here. Oh, wait.... a few days before all these, a lunatic was running around the town saying "she's coming, she's coming". He arrived in town at that time and have been here since then. No one knows where he came from.
Chapati: Can we go talk to him?
Inspector Kholil: That can be arranged.

The four of them went to pay a visit to the town loony. Chapati looks at the loony, he's having an odd feeling that he's seen the guy somewhere.

Loony: (rhyming, singing, playing with a lizard)

Lizard lizard,
Pretty little lizard,
Fleeing everywhere,
I catch you, I chew you
And breathe in the fresh air.

Khunti: Ewwwwww did that wacko just ate that lizard? Oh gosh, I'm going to vomit!!!
Chapati: (patting on Khunti’s back) There there. Feeling better now?
Khunti: Yea bro, much better.
Loony: Here, eat this. Your tummy will be happy (handing a piece of stray cat's poop to Khunti)
Khunti: Eeee che che che. You disgusting old loony.
Chapati: Cool cool. (To the loony) can you tell me what you know about the banshee?
Khunti: Paschi? Why would we look for Paschi? She's in your house, isn't she?
Chapati: (totally annoyed) Brooo you'll make me go crazy. I'm talking about the banshee, not my pet turtle.
Khunti: Bro, you're overreacting. Even after knowing about my slight hearing problem you're getting angry. (Pouting)
Chapati: Sorry bro. Just got a bit impatient (giving Khunti a side hug)
Inspector Kholil: Loony, what do you know about the banshee.
Loony: I have one eye, see near and far, I hold the moments you treasure and the things that make you weep, I shoot but never kill.
Inspector Kholil: Oh this loony is now making no sense.
Chapati: You're right. What does this gibberish even mean?
Khunti: No clue man.

Suddenly Khunti stumbles and falls along with Chapati. As they are groaning in pain, Khunti notices a broken mini camera lying on the ground. He picks it up and gives it to Chapati. Chapati looking intently realized that it's not just any camera; it's a nanny cam with night vision and motion-sensor enabled, but what is it doing here. Chapati grows suspicious.

Chapati: Inspector Kholil can you take this to the lab to get tested?
Inspector Kholil: Okay sure. Constable, take this to the lab and give me the results ASAP.
Constable Sallu: Yes Sir, right away.

(As Constable Sallu leaving hurriedly)

Inspector Kholil: Not now. After we get back to the station (irritated much!!!)
Chapati: Let's look around a bit more.
Inspector Kholil: okay.

Suddenly they hear a deafening shriek. Khunti almost fainted by the scream. But Chapati knew what was coming.

Chapati: Guys guys the banshee is coming. Ruuuuu-uuuu-uun!!

They all start running. After running for 20 minutes or so they reached a place not too far away. Strangely enough, they found an abandoned van covered in vines and leaves. It has a logo on its body, looks familiar but Chapati can't place where has he seen it. Chapati went to open the door but Inspector Kholil stops him.

Inspector Kholil: We can't open it without a warrant.
Chapati: Okay we'll just look around here and wait for the warrant.
Constable Sallu: But we can't get a warrant today! The court is in the other end of the town. May take hours. We can try tomorrow.
Chapati: Okay then that's what we'll do. Let's go back.

Chapati takes his phone out and takes a photo of the logo. Chapati was browsing and trying to figure out what was the logo, he finally founds it. Next morning Chapati and Khunti visits the police station and starts talking to Inspector Kholil.

Inspector Kholil: That was a great clue Chapati.
Chapati: Really!!! I have news for you too. That logo is of Bellpepper Media House Ltd. They're quite famous in Belltola City. But what was their van doing so far away.
Inspector Kholil: Good question. Here's another twist. The camera was bought by one of the camera crew from the same company. And it was recording, the recordings are broadcasted through wifi and on to that van.
Chapati: Did you get the warrant?
Inspector Kholil: Yes we can go now.

They're heading towards the parked van. But when they arrived, there was no sign of the van. On top of that, the loony guy just vanished. They start looking for him and the van when Constable Sallu saw a camera in the tree branch. He shows Chapati that camera. It was the same type of camera they found earlier. They keep searching around the whole area and get close to the haunted cave. They carefully went inside without making a noise and saw that there are 3 vans parked there and huge antennas are attached to them. There were few people sitting outside the vans talking and laughing while a few were inside the vans doing something.

Inspector Kholil: (Whispering) Do not make a sound.
Khunti: Okay. But I think we should go and ask them.
Chapati: Let's just observe from here for now.
Constable Sallu: What are they doing anyway?
Chapati: I think they're going through footage.
Inspector Kholil: Let's check it out.

They slowly silently move towards the vans. As they take a closer look, they got shocked by what they found out.

Khunti: (freaking out) Bro these are our footage, where we went, what were we doing. They documented everything man. Look that loony is there too. What is he doing here?
Chapati: Chill. I have an idea. Set a trap at the entrance and Constable Sallu, lead them there.

As Khunti sets a trap with nets and ropes, they wait patiently waiting at the entrance and Constable Sallu goes to lead those guys to the entrance. As the 3 of them waiting for the other guys, the banshee appears and starts screaming. They all start freaking out. When the bad guys saw Chapati, Khunti, and Inspector Kholil, they start freaking out and screaming at top of their lungs. Khunti punches one of the bad guys and that guy bumps with Constable Sallu. Constable Sallu stumbles (yet again) on to one of them, all of them rolling on the slope towards the entrance and bump into the rest of them making a big pile of people. The net drops on top of them.

Khunti: (groaning) Ouch Constable good job. You may have missed a couple of bones there.
Inspector Kholil: (groaning and cursing Constable Sallu) Oh my goodness, as if the banshee wasn't enough, you had to break my back and make me crippled too. Ugh
Chapati: As much as it pains, I think I figured out what was happening here. Ai ai my legs.
Inspector Kholil: Okay I also think I know a few things. I understand that they are taking live footage from this town for some reason. And the Loony is also involved.
Chapati: You're right. But the Loony is the main culprit. I couldn't recognize him at first but after the setup with the vans I realized who he was. He is the famous Director and owner of Bellpepper Media House Ltd, none other than Mr. Lal Morich. His makeup was very nicely done.
Khunti: Huh what are you saying man. Are you serious? It can't be.
Chapati: Take off his nose. You'll see. These are the rest of his teams.

Khunti pulls off Loony's nose and gasps

Khunti: Oh my gosh it's really you. But whyyyyy? I don't understand!! (Astonished)
Inspector Kholil: I don't get it. Why would he do something like this!
Chapati: A few months ago, I saw that Mr. Morich had announced he wants to do reality tv shows with no scripts and real characters playing out the scenes without their knowledge but never said when he was going to do it. Although banshee was a really nice touch.
A crew: Thanks man it took a few weeks to come up with a convincing-looking holographic banshee. Ugh my neck.
Loony/Morich: Shut up you idiot. I had a passion for such reality shows. (Points to Chapati and Khunti) you, you, you meddling kids ruined everything. (Crying) My shots are ruined.

Inspector Kholil calls for backup and the police take all the culprits away from the cave.

Chapati: (to Khunti) See, I told you there's no such thing as ghosts.
Khunti: I'll believe you if you take me to an All You Can Eat Buffet (smiling widely)
Chapati: Okay fine Bro, we'll go together.

And all four of them had a grand meal together.

Thank you so much. I hope you enjoyed the story.

Bangla (বাংলা):

(শেষ থেকে শুরু - চাপাতি আর খুন্তি গেলো কুমড়াবাড়ি শাঁকচুন্নির রহস্য উদ্ঘাটনে। তারা সেই গুহার কাছে যায় যেখানে শাঁকচুন্নির আসা-যাওয়া দেখা গেছে। সেখানে চাপাতি এই রহস্যের একটি সূত্র উদ্ধার করে। বাদুড়ের আক্রমণের জন্য তাদের পালাতে হয় এবং মাথায় বাড়ি খেয়ে খুন্তি হুঁশ হারিয়ে ফেলে।)

(এক লাফে চলুন যাই পরের দিন)

খুন্তি মাথায় ব্যথার জায়গায় হাত বুলাচ্ছে।

ইন্সপেক্টর খলিলঃ এখন কেমন আছো খুন্তি? ব্যথা আছে এখনো?
খুন্তিঃ ওই অল্প স্বল্প। কয়েকটা মুঘলাই পরটা, ফিরনি আর ঠান্ডা ঠান্ডা লাস্সি পেলে ওটাও সেরে যাবে। (এই বলে দাঁত কেলিয়ে হাসি দিলো সে)
চাপাতিঃ উফ তুই আর সুধরাবি না, হ্যাঁ? এখনো মাথায় খাবার! (ইন্সপেক্টর খলিল কে) ইন্সপেক্টর আপনি কি সেই কাপড়ের টুকরোর ব্যপারে কিছু জানতে পারলেন?
ইন্সপেক্টর খলিলঃ কাপড়ের টুকরা টা একটা দিনমজুরের লুঙ্গি থেকে ছিঁড়েছিল। এই উৎপাত শুরুর আগে মাটি কাটতে গিয়েছিলো বাগানের জন্য, সেখানে ছিঁড়ে গিয়েছিলো।
চাপাতিঃ (মাথা চুলকাতে চুলকাতে) ওহহো যাক গে। আমাদের আরও তথ্য সংগ্রহ করতে হবে। শাঁকচুন্নির উৎপাত শুরুর আগে কোন রহস্যজনক ঘটনা কি ঘটেছিল?
ইন্সপেক্টর খলিলঃ এই ব্যপারে আমার জানা নেই। আমি নিজেই এই ঘটনার ১ মাস পর আমি এখানে এসেছি।
কনস্টেবল সাল্লুঃ কিসের ঘটনা! এখানে খুব একটা কোন কিছুই হয় না। এটি একটি ছোট শহর। আপনি এখানে চটপটে গল্প পাবেন না। ওহ, হ্যাঁ মনে পরেছে .... এই শাঁকচুন্নি আসার কিছুদিন আগে, একটা পাগল "সে আসছে, সে আসছে" বলে চিৎকার করতে করতে পুরো শহরটা ঘুরছিল। পাগলটা কে এই ঘটনার আগে আর দেখা যায় নি। সে কোথা থেকে এসেছে কেউ জানে না।
চাপাতিঃ তার সাথে কি কথা বলা যাবে?
ইন্সপেক্টর খলিলঃ হুম তা যেতে পারে।

_তারা চারজন এরপর বের হলো পাগলটির সাথে দেখা করতে। চাপাতির নজর যখন পাগল্টির দিকে পরল, তখন তার হঠাৎ মনে হলো সে এই পাগলটিকে কোথায় যেন দেখেছে।

পাগলঃ (একটা টিকটিকি নিয়ে খেলছে আর গান গাইছে)

টিকটিকি টিকটিকি
করে শুধু ছোটাছুটি,
কখনো দেয়না ধরা;
আজ তোকে ধরব,
চিবিয়ে খাব,
আর যাবেনা কিছু করা।

(এই বলে পাগলটা টিকটিকি টা খেয়ে ফেললো)

খুন্তিঃ ইইই ছিঃ পাগলটা কি সত্যি সত্যি টিকটিকিটা খেয়ে ফেললো নাকি হ্যাঁ? আমার বমি চলে আসছে।
চাপাতিঃ আরে ব্যাটা আস্তে আস্তে। (এই বলে খুন্তির পিঠ থাপড়াতে লাগলো) এখন ঠিক আছিস?
খুন্তিঃ হ্যাঁ একটু ভালো।
পাগলঃ এই নে। এটা খেলে তোর পেটের ব্যাথা চলে যাবে। (এই বলে সে খুন্তির হাতে বিড়ালের বিষ্ঠা খুন্তির হাতে তুলে দিলো)
খুন্তিঃ এই ছি ছি ছি। কি যা তা কান্ড। এটা তো পুরাই পাগল।
চাপাতিঃ আহহা তুই মাথা ঠাণ্ডা করতো। (পাগলকে উদ্দেশ্য করে) আচ্ছা আপনি ওই শাঁকচুন্নির ব্যপারে কি জানেন।
খুন্তিঃ পাস্চি? আমরা পাস্চিকে কেন খুঁজবো? পাস্চি তো তর ঘরে না?
চাপাতিঃ ধুর ছাই তোর মাথা ঠিক আছে? আমি শাকচুন্নির কথা বলছি, আমার পোষা কচ্ছপ নয়।
খুন্তিঃ (একটু অভিমানের সুরে) দোস্ত, তুই জানিস আমার শুনতে সমস্যা হয়, এরপরও এভাবে বললি!
চাপাতিঃ মাফ করে দে দোস্ত, আসলে মাথা ঠিক কাজ করছেনা।
(পাগলের উদ্দেশ্যে) আপনি ওই শাঁকচুন্নির ব্যপারে কন তথ্য দিতে পারবেন?
পাগলঃ

দূরে দেখি, দেখি কাছে,
চোখ আমার একখানা।
স্মৃতির জালে বন্দি করে রাখি,
আনন্দ কি বেদনা।

ইন্সপেক্টর খলিলঃ এই পাগলের কথার দেখি কোন আগা মাথা নেই।
চাপাতিঃ সত্যি। কি যে জা তা বকছে!
খুন্তিঃ কোন আইডিয়াই নেই।

হঠাৎ খুন্তি হোঁচট খেয়ে চাপাতির সাথে পড়ে যায়। তারা যখন ব্যাথায় হাহাকার করছে, খুন্তি লক্ষ্য করলো মাটিতে পড়ে থাকা একটি ভাঙা মিনি ক্যামেরা। সে সেটা তুলে চাপাতিকে দেয়। চাপাতি ক্ষীণদৃষ্টিতে তাকিয়ে বুঝতে পারল যে এটা কোন যেই সেই ক্যামেরা নয়; এটি নাইট ভিশন এবং মোশন সেন্সর সক্ষম একটি ন্যানি ক্যাম, তবে এটি এখানে কী করছে। চাপাতি মনে মনে সন্দেহ করতে থাকে।

চাপাতি: ইন্সপেক্টর খলিল আপনি কি এটাকে ল্যাব টেস্টের জন্য পাঠাতে পারবেন?
ইন্সপেক্টর খলিল: ঠিক আছে। কনস্টেবল, এটি ল্যাবে নিয়ে যান এবং আমাকে জলদি রেসাল্ট দিন।
কনস্টেবল সাল্লু: হ্যাঁ স্যার, এখনই।
(কনস্টেবল সাল্লু তাড়াহুড়া করে চলে যেতে থাকে)
ইন্সপেক্টর খলিল: এখন না। আমরা থানায় ফিরে যাওয়ার পরে (খুব বিরক্ত)
চাপাতি: আসুন আরও কিছুটা ঘুরে দেখি।
ইন্সপেক্টর খলিল: ঠিক আছে।

হঠাৎ সবাই একটা চিৎকার শুনতে পায়। এমন ভয়ানক চিৎকার যে খুন্তির বেহুশপ্রায় অবস্থা। কিন্তু চাপাতি ঠিকই জানতো কে ধেয়ে আসছে।

চাপাতিঃ পালাও পালাও শাঁকচুন্নি আসছে। তাড়াতাড়ি পালাও।

তারা সবাই দৌড়াতে শুরু করে। ১৫ ২০ মিনিট জন্য দৌড়ানোর পরে তারা খুব বেশি দূরে কোনও জায়গায় পৌঁছেছে। আশ্চর্যজনক ঘটনা হল, তারা ছুটতে ছুটতে হঠাৎ লতাপাতা দিয়ে ঢাকা একটি পরিত্যক্ত ভ্যান পেয়েছিল। ভ্যানটির গায়ে একটা লোগো রয়েছে, দেখে চেনা চেনা লাগলেও চাপাতি কিছুতেই মনে করতে পারছে না কথায় সে এই লোগো টি দেখেছে। চাপাতি দরজা খুলতে গেল কিন্তু ইন্সপেক্টর খলিল তাকে থামালেন।

ইন্সপেক্টর খলিল: সাবাস চাপাতি কি দারুণ সুত্র খুঁজে পেয়েছ।
চাপাতি: সত্যি !!! আপনার জন্যও আমার কাছে সুখবর আছে। এই লোগোটি বেলপেপার মিডিয়া হাউস লিঃ, তারা বেলতলা শহরে বেশ নামকরা। তবে তাদের ভ্যান ওখানে কী করছিল।
ইন্সপেক্টর খলিল: হুম সন্দেহজনক। এখানে আরও একটা টুইস্ট আছে। ক্যামেরাটি ওই কোম্পানির একজন ক্যামেরা ক্রু কিনেছিলেন। এটি রেকর্ড করছিল, আর রেকর্ডিংগুলি ওয়াইফাই এর মাধ্যমে সেই ভ্যানে প্রচার করা হচ্ছিল।
চাপাতি: আপনি কি ওয়ারেন্ট পেয়েছেন?
ইন্সপেক্টর খলিল: হ্যাঁ আমরা এখন যেতে পারি।

তারা চারজন সেই পরিত্যাক্ত ভ্যানটির উদ্দেশ্যে যাত্রা শুরু করল। তবে পৌঁছে ভ্যানের কোনও চিহ্নই দেখতে পেল না। খোঁজ করতে গিয়ে দেখল, পাগলটিও তার জায়গা থেকে লাপাত্তা। যখন তারা পাগলটিকে খুঁজছিল ঠিক ওই মুহূর্তে কনস্টেবল সাল্লু গাছের ডালে একটি ক্যামেরা দেখলো। তিনি চাপাতি সেই ক্যামেরাটি দেখান। ক্যামেরাটি হুবহু আগের পাওয়া ক্যামেরাটার মত ছিল। তারা পুরো এলাকাটা ঘুরে খোঁজ করতে লাগে এবং ভুতুড়ে গুহার কাছাকাছি চলে যায়। তারা টু শব্দটি না করে সাবধানে গুহার ভিতরে গিয়ে দেখল সেখানে ৩ টি ভ্যান রয়েছে এবং সেগুলোর সাথে বড় বড় অ্যান্টেনা যুক্ত রয়েছে। ভ্যানের বাইরে বসে কিছু লোক কথা বলছিল এবং হাসি ঠাট্টা করছিল, আর কয়েকজন ভ্যানের ভিতরে কিছু করছিল।

ইন্সপেক্টর খলিল: (ফিসফিস করে) কোন শব্দ করো না।
খুন্তি: ঠিক আছে। তবে আমি মনে করি আমাদের তাদের গিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত।
চাপাতি: আপাতত এখান থেকে দেখি ওরা কি করে।
কনস্টেবল সাল্লু: তারা কী করছে?
চাপাতি: আমার মনে হয় তারা ফুটেজ দেখছে।
ইন্সপেক্টর খলিল: চল দেখে আসি।

তারা ধীর পায়ে ভ্যানগুলোর দিকে যেতে লাগলো। এরপর যা দেখল তা দেখে সবার চোখ ছানাবড়া।

খুন্তি: দোস্ত এগুলি আমাদের ফুটেজ, আমরা কোথায় গিয়েছিলাম, আমরা কী করছিলাম। তারা সবকিছু এরা রেকর্ড করেছে। ওমা কিরে এই পাগল এখানে? সে এখানে কি করছে?
চাপাতি: চিল। আমার একটা প্ল্যান আছে। তুই গুহার মুখে একটা ফাঁদ পেতে রাখ। আমি আর ইন্সপেক্টর ওখানে অপেক্ষা করি। আর কনস্টেবল সাল্লু আপনি ওদের গুহার সামনে নিয়ে আসুন।

খুন্তি গুহার মুখে জাল আর দড়ি দিয়ে ফাঁদ পাততে লাগলো। ফাঁদ পাতা শেষে তারা ৩জন লুকোতে গেলো এবং কনস্টেবল সাল্লু গেলো খচ্চরদের ফাঁদের পথে নিয়ে যেতে। কিন্তু কপালটাই যেন মন্দা যাচ্ছে। বিদঘুটে আর্তনাদ করে শাঁকচুন্নি এসে হাজির। সবাই হল্লাচিল্লা শুরু করে দিলো। যখন দুষ্ট লোকগুলো খুন্তি, চাপাতি আর ইন্সপেক্টর খলিল কে দেখল তখন তারাও চিৎকার করতে শুরু করলো। খুন্তি এক দুষ্ট লোককে খুব জোরে একটা ঘুষি মারলো। লোকটা গিয়ে কনস্টেবল সাল্লুর সাথে গিয়ে ধাক্কা খেল। কনস্টেবল সাল্লু গিয়ে আরেকজনের সাথে ধাক্কা খেল এবং একের পর এক সবাই পরে গিয়ে গড়িয়ে গুহার সামনে এগুতে লাগলো। তারা সবাই ফাঁদের সাথে ধাক্কা খেল এবং জাল সবার উপরে পড়লো।

খুন্তি: (ব্যাথায় কাৎরাতে কাৎরাতে) দারুণ কনস্টেবল দারুণ। আর গুটি কয়েক হাড় মিস করে গেছেন।
ইন্সপেক্টর খলিল: (কনস্টেবল সাল্লুকে) ওহ কপাল আমার, শাঁকচুন্নি বুঝি যথেষ্ট ছিলোনা আমার জীবন নষ্ট করার জন্য যে তুমি আমার কোমর ভেঙ্গে পঙ্গু করে দিতে চাইছ। উঃ
চাপাতি: যদিও ব্যাথায় কষ্ট লাগছে, কিন্তু আমার ধারণা এখানে কী ঘটছে তা বুঝতে পেরেছি। আই আই আমার পা।
ইন্সপেক্টর খলিল: রহস্যের কিছু উদ্ঘাটন হয়ত আমিও করতে পেরেছি। আমার ধারণা তারা কোন বিশেষ উদ্দেশ্যে কুমড়াবাড়ি থেকে লাইভ ফুটেজ সংগ্রহ করছে এবং এই পাগলটাও এদের সাথে জরিত।
চাপাতিঃ ঠিক ধরেছেন। কিন্তু এখানে পাগলই হচ্ছে আসল ভিলেন। আমি প্রথমে চিনতে পারিনি, কিন্তু ভিতরে ভ্যানগুলোর সেটিং আর ভিডিও ফুটেজ দেখে পরে বুঝতে পারলাম সে কে। তিনি বেলপেপার মিডিয়া হাউস লিঃ এর বিখ্যাত মালিক ও পরিচালক মিঃ লাল মরিচ। তার মেকআপ টা দারুণ হয়েছে।
খুন্তিঃ হ্যাঁ? তুই কি বলিস? এটা কি করে সম্ভব?
চাপাতিঃ বিশ্বাস না হলে তার নাক টা টেনে ফেলে দেখ! আর এরা হলো তার বাকি সঙ্গী সাথী।

খুন্তি পাগলের নাকটা টান দিতেই দেখল তার মেকআপ উঠে আসছে। সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না।

খুন্তিঃ এ তো অবিশ্বাস্য। কি করে সম্ভব? আমি তো কিছুই বুঝছি না!
ইন্সপেক্টর খলিলঃ আমি বুঝতে পারছি না যে উনি এমনটি কেন করবেন?
চাপাতিঃ মাস কয়েক আগে মিঃ লাল মরিচ ঘোষণা দিয়েছিলেন যে তিনি এমন একটি রিয়েলিটি টিভি শো করতে চান যেখানে কোন স্ক্রিপ্ট থাকবেনা এবং এক্টাররা হবেন সাধারণ মানুষজন যারা বিভিন্ন দৃশ্য অজান্তেই অভিনয় করবেন। কিন্তু কখনই বলেন নি উনি কখন শুরু করবেন। শাঁকচুন্নির গ্রাফিক্সটা দারুণ ছিল!
দলের লোকঃ থ্যাংকস, অনেক কষ্ট হয়েছে শাঁকচুন্নির এই হলোগ্রাম বানাতে। ওরে আমার ঘাড়!
পাগল/মরিচঃ আব্বে চুপ কর। কত আশা ছিল মনে, রিয়েলিটি টিভি শো করবো। সব ভেস্তে গেলো। (কান্না করতে লাগলো)। আমার ফুটেজ!!!

ইন্সপেক্টর খলিল থানায় যোগাযোগ করে আর কয়জন পুলিশ কে আনালেন এবং তারা দুষ্ট লোকদের ধরে নিয়ে গেলো।

চাপাতিঃ (খুন্তিকে) তোকে বলেছিলাম না ভুত প্রেত বলতে কিছু নেই! ওই দেখ।
খুন্তিঃ এক শর্তে তোর কথা মানবো। যদি ওই রেস্টুরেন্টে নিয়ে আমাকে পেট পুরে খাওয়াস তবে মানতে পারি।
চাপাতিঃ ঠিক আছে দোস্ত, চল যাই।

এরপর সবাই মিলে একসাথে পেটপুরে খেল।

সবাইকে ধন্যবাদ। আশা করি সবার পছন্দ হয়েছে।

Chapati (Flat bread)
2_Chapati_warm_and_ready_to_be_eaten.jpg
Image

Khunti (Kitchen tool)
download.jpg
Image

Lal Morich
download (1).jpg
Image

Kumrabari (literal translation Pumpkin house)
download (2).jpg
Image

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.

  ·  4 years ago  ·  

Hey @surrealfia, You are a very good writer. I like it. Thanks for sharing.
Have a good day.

  ·  4 years ago  ·  

thank you so much :) you too