Why shaheed minar stands for years

in blurtbd •  3 years ago 

20210607_175426.jpg

Every country, nation or community has some heroes who do not hesitate to lay down their lives to save their own country, nation or community in times of crisis. In exchange for their lives, they saved their country and nation and died laughing. Subsequent descendants or heirs of those countries or nations remember these heroes with reverence throughout their lives. Their thoughts are nurtured in the mind until they die.

প্রতিটি দেশ, জাতি বা সম্প্রদায়ের কিছু বীর থাকে যারা তাদের নিজেদের দেশ, জাতি বা সম্প্রদায়কে সংকট কালীন মুহূর্তে বাচানোর জন্য নিজেদের জীবন বিলিয়ে দিতে দ্বিধা করেনা। নিজেদের জীবনের বিনিময়ে তারা তাদের দেশ, জাতিকে বাঁচিয়ে রেখে নিজেরা হাসতে হাসতে মারা যায়। সেসব দেশ বা জাতির পরবর্তী বংশধর বা উত্তরাধিকাররা সারা জীবন এই সকল বীর দেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে। তাদের চিন্তা চেতনা মনের মধ্যে লালন করে মারা যাওয়ার আগ পর্যন্ত।

20210607_175446.jpg

Bangladesh is a small country in the Indian subcontinent. After the British withdrew from the territory, Pakistani rule was established in the country. After 24 years of various events there, the country became completely independent. During this time many brave heroes of Bengal had to give their lives for the highest good of their country. Many more brave heroes have given their lives at different times after independence.

বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের একটি ছোট দেশ। ব্রিটিশরা এই ভূখন্ড থেকে চলে যাওয়ার পরে, পাকিস্থানিদের শাসন প্রতিষ্ঠিত হয় এদেশে। সেখানে ২৪ টা বছরের নানা ঘটনার ঘাত-প্রতিঘাতের পর এদেশ পুরোপুরি স্বাধীন হয়। এসময়ে বাংলার অজস্র সাহসী বীরকে জীবন দিতে হয়েছে তাদের দেশের সর্বোচ্চ ভালোর জন্য। আবার স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে জীবন দিয়েছে আরো অনেক সাহসী বীর।

It is because of the infinite mercy of God at the cost of the lives of so many brave people that we are now able to live peacefully in an independent country. So it is not possible for us to deny their contribution. That is why we Bangladeshis still always remember them with respect. These Shaheed Minar have stood as a memorial to them year after year.

20210607_175506.jpg

এই যে এত এত সাহসী মানুষগুলোর জীবনের মূল্যের বিনিময়ে আল্লাহর অশেষ রহমতে আমরা এখন একটা স্বাধীন দেশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারছি। তাই তাদের অবদান অস্বীকার করা কোনভাবেই সম্ভব না আমাদের পক্ষে। এজন্য আমরা বাংলাদেশীরা এখনো শ্রদ্ধার সাথে সবসময় স্মরণ করি তাদেরকে। তাদেরকে শ্রদ্ধার স্মৃতি হিসেবে এই শহীদ মিনার গুলো দাড়িয়ে আছে বছরের পর বছর।

There are innumerable Shaheed Minars all over Bangladesh. There are huge differences in the structure or shape of all the Shaheed Minar. People have built these martyr's minarets in different ways in different places. But no matter how the Shaheed Minar is built, the main significance behind all the Shaheed Minar is the same.

সারা বাংলাদেশের অানাচে- কানাচে অসংখ্য শহীদ মিনার আছে। সব শহীদ মিনারের গঠন বা আকৃতিতে রয়েছে ব্যাপক ভিন্নতা। বিভিন্ন স্থানে মানুষ বিভিন্ন রকম করে এই শহীদ মিনার গুলো বানিয়েছে। কিন্তু যেখানে যেভাবেই শহীদ মিনার বানানো হোক না কেন, সব শহীদ মিনারের পেছনে মূল তাৎপর্য কিন্তু একই।

20210607_175516.jpg

The Shaheed Minar you can see here is the central Shaheed Minar of Rajshahi University. Entering through the main gate of the university, you can see this Shaheed Minar across a large area on the left hand side. A few days ago, my friend and I took these pictures while walking. Thanks.

এখানে যে শহীদ মিনার টি দেখতে পাচ্ছেন সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে প্রবেশ করে হাতের বাম পাশে বিশাল এলাকা জুড়ে এই শহীদ মিনারটি দেখতে পারবেন। কয়েকদিন আগে আমি আর আমার বন্ধু সেদিকে হাটতে গিয়ে এই ছবিগুলো তুলেছিলাম। ধন্যবাদ।

All photos are taken by my Samsung M21 mobile phone camera.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.

Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord

Manually curated by @abiga554

logo3 Discord.png

Felicitaciones, su publication ha sido votado por @r2cornell. También, encuéntranos en Discord