এদেশের মুসলিম দের নিয়ে যখন একটু চিন্তা ভাবনা করি তখন আমি হতাশ না হয়ে পারিনা। কারণ এরা যে ভাবে ইসলাম পালন করে সেটা কখনোই মুলধারা ইসলামের সাথে যায় না। আমাদের মধ্যে হাজারটা দল উপদল যারা ইসলাম কে নিজেদের সুবিধা অনুযায়ী ব্যখ্যা করে ইসলাম কে মুলধারা ইসলাম থেকে অনেক দুরে নিয়ে চলে গেছি। যার ফলে ইসলাম এখন অনেক বেশি বিকৃত হয়ে পড়ছে, এবং এই সুযোগে কাফের মুশরিক রা আমাদের মধ্যে আরো বেশি কন্ট্রাডিকশন ঢুকিয়ে দিচ্ছে খুব সূক্ষ্ণ ভাবে। তারপর আমরা আরো বেশি বিভক্ত হয়ে পড়ছি আর তখন মুশরিকরা আমাদের এক ভাই কে আরেক ভাই য়ের বিপক্ষে আরো বেশি উসকে দিচ্ছে আর আমরা নিজেদের মধ্যে মারামারি করে মরছি। তখন উপর তলা থেকে মুশরিক রা আমাদের দেখে হাসে।
আমি একটা জিনিস বুঝি না পবিত্র কোরানে স্পষ্ট বলা হয়েছে যে কাফের , মুশরিকরা তোমাদের প্রকাশ্য শত্রু তারপর ও একজন মুসলিম দাবি করা মানুষ কিভাবে একজন মুশরিক এর সাথে বন্ধুত্ব করতে পারে? আপনি একজন মুশরিক কে বন্ধু হিসেবে নিলেন মানে আপনি আল্লাহর একটা বিধান স্পষ্ট ভাবে অমান্য করলেন। আর আপনি যত বড়ই পীর দরবেশ আউলিয়া হন না কেন, যদি আল্লাহর একটা বিধান ও আপনি অমান্য করা তো দুরে থাক শুধু যদি আপনি সেই বিধান কে মন থেকে ভাল বাসতে না পারেন তবে আপনি ইসলাম থেকে খারিজ। সুতরাং আল্লাহর প্রত্যেক টা বিধান না মানতে পারলেও কখনো ভাল না বেসে মনে মনে ও এটা কখনো ভাববেন না যে আল্লাহ কেন এই বিধান টা করলো , এই নিয়ম না করলেও ভাল হতো , এমন চিন্তা ভাবনা মনে এনেছেন তো আপনি আর মুসলিম না। যার ফলে এটাই বলি একজন মুশরিক কে বন্ধু হিসেবে নিয়ে আল্লাহর একটা বিধান অমান্য করে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। (আমিন)
আপনি যদি খুবই দুরদৃষ্টি সম্পন্ন মানুষ হন তবে আপনি দেখতে পাবেন যে একজন মুশরিক ইহকাল বা পরকাল , কখনোই আপনার ভাল চাই না। হয়তো খুব অল্প সময়ের জন্য আপনি তার কাছে থেকে লাভবান হবেন কিন্তু সময় বুঝে ঠিূকই সে আপনার পেছনে ছুড়ি মারবে। ইতিহাস বলে মুসলিম দের কোন কালেই কোন বিধর্মীরা কোন কল্যান করে নি। সব সময় প্রত্যেক মুশরিক একজোট হয়ে ইসলামের ক্ষতিই করে গেছে। যখন ইসলামের কথা উঠে তখন সকল মুশরিক রাই একজোট হয় তাদের মধ্যে অন্য যে কোন বিষয় নিয়ে যতই বিরোধ হোক না কেন। কারণ ইসলাম কে সকল মুশরিক রাই শত্রু মনে করে আর একে এই পৃথিবী থেকে মুছে দিতে চাই। সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কোন মুশরিক কে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আর গ্রহণ করা মানেই ইসলাম থেকে দুরে সরে যাওয়া।
কিন্তু সবথেকে বড় সুখবর হল মুশরিকরা যতই জোট বাধুক না কেন দিন শেষে আমরাই বিজয়ী হব । কারণ আমাদের বিজয় আল্লাহর প্রতিশ্রুত বিষয়।
আল্লাহু আকবার।
Allahu Akbar
নারায়ে তাকবীর
আল্লাহু আকবর
Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.