See the pigeons and pigeons room in our village house

in blurtbd •  4 years ago 

▶️ Watch on 3Speak


বন্ধুরা, গ্রাম প্রধান বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষ বিভিন্ন রকমের গবাদিপশু ও পাখি পালন করে থাকে।গ্রামের বাড়িগুলোত বিশেষ করে এগুলো প্রচুর পরিমাণে দেখা যায়।আর গৃহপালিত পাখিদের মধ্যে অন্যতম হচ্ছে কবুতর পালন।হ্যাঁ বন্ধুরা কবুতর, বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রায় বাড়িতেই কবুতর দেখা যায়।কবুতর অনেকেই বাণিজ্যিকভাবে পালন করে আবার এই কবুতরগুলো কেউ কেউ শখ করে পোষে।অনেকের কাছেই কবুতর শখের একটি পাখি।এই কবুতর গুলা দেখতে খুব সুন্দর।আর এই কবুতরের ঘরগুলো দেখতে সত্যিই অদ্ভুত, ঘরগুলো ছোট ছোট এবং উঁচু জায়গায় নির্মাণ করতে হয়।

তো বন্ধুরা আমাদের গ্রামের বাড়ীতেও আমরা কবুতর পালন করি।আমাদের গ্রামের বাড়ীতে কবুতরের ছোট ঘর রয়েছে সেখানে বেশ কিছু কবুতর রয়েছে তাই আমার মন চাইলো, এই কবুতর ও কবুতরের বাসস্থান ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব।তাই আমি একটি ভিডিও তৈরি করেছি।ভিডিওটি আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।ভিডিওতে আপনারা আমাদের গ্রামের বাড়ির কবুতর ও কবুতরগুলোর ছোট ঘর দেখতে পাবেন।

আশাকরি ভিডিওটি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে।আমি কবুতরগুলো দেখানোর চেষ্টা করেছি।কবুতরগুলো ছোট ঘরের ভিতর কিভাবে রয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি।এছাড়া এই কবুতরগুলো ঘরের ছাউনির উপর বসে থাকে, এই কবুতরগুলোর সুমধুর শব্দ আমার কাছে খুব ভালো লাগে। কবুতরগুলোর খাবার খাওয়ার মুহূর্তের একটি দৃশ্য ক্যাপচার করেছি।ভিডিওতে আপনারা দৃশ্যগুলো দেখতে পাবেন।

Add My Facebook

Follow My Twitter

Subscribe My YouTube Channel

Thank you

@mdaminulislam


▶️ 3Speak

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!