Introducing for the Blurtbd Curation

in blurtbd •  4 years ago  (edited)

Destiny is not the cause of human deeds and people are doing good and bad deeds because destiny is recorded. And a popular blogging site like @Blurt might change people's fortunes.

Bangladesh is a country where people are interested in working but they are not able to work because there is no guideline. With that in mind, I asked the #Blurt Community for a curation ID to help people in Bangladesh and only bangladeshi users could participate and vote.


Now I want to discuss with you a little about @BlurtBD.

The name of the ID with which I will promote the people of our country including Bangladesh is @BlurtBD. We will always evaluate a good writer and will give support and a quality vote from blurtbd. Here everyone can write in their own language, but everyone can write in English. Only Bangladeshi users who use the @BlurtBD tag will be supported.

We have selected some rules to support from @BlurtBD.

  1. Those who write in Bengali will be rewarded, especially the users of Bangladesh.
  2. We will give importance to Bangladeshi users who writes in their own language.
  3. A user must use #BlurtBD as his first or second tag.
  4. Only Bangladeshi users will use the #BlurtBD tag must write something about any subject in Bangladesh, especially Bangladeshi users will pay more attention here.

What will the #BlurtBD tag user type?

  1. User posts must be longer than 150 words.
  2. Just write a little bit to get votes using the @BlurtBD tag or just post it with a picture but it will push a lot towards selfishness.
  3. When a user writes, he will write in his own hand with his own conscience, his own thoughts and consciousness. We can catch him as a spammer if we copy and paste any kind of copy.
  4. If you have to bring a picture from somewhere to beautify the writing, you must specify the source of the picture.

However,

how much support a user will give @BlurtBD will determine who will curate.
Introducing Post: The BlurtBD Curation.
I hope every bangladeshi users will pay attention to the above and respect Bangladesh in the world court.

Lastly-

I find it difficult to support everyone on my own from @BlurtBD, so I am (ID: @looking) and One of my Partner, Mrs. Shimu (ID: @shimu840) will curate these two.



ভাগ্য মানুষের কাজের কারণ নয় এবং ভাগ্য লিপিবদ্ধ আছে বলে মানুষ ভালো-মন্দ ইত্যাদি কাজ করছে। আর @BlurtBD এর মত একটা জনপ্রীয় ব্লাগিং সাইট হয়তো মানুষের ভাগ্যের কিছুটা পরিবর্তন করলেও করতে পারে।

বাংলাদেশ এমন একটা দেশ, যেখানে মানুষের কাজ করার আগ্রহ থাকলেও কোন গাইড লাইন না থাকায় তারা কাজ করতে পারছে না। আমি সেই কথা বিবেচনা করে ব্লাট কমিউনিটির কাছে বাংলাদেশের মানুষকে সহায়তা করার জন্য একটা কিউরেশন আইডি চেয়েছিলাম, যার মাধ্যমে বাংলাদেশের সবাইকে অংশগ্রহন ও ভোট প্রদান করতে পারবো।

এবার আপনাদের সাথে @BlurtBD সম্পর্কে একটু আলোচনা করতে চাই।

আমি যে আইডি দিয়ে বাংলাদেশের মানুষকে প্রমোট করবো সেই আইডির নাম হচ্ছে @BlurtBD ।একজন ভাল লেখককে আমরা সবসময় মূল্যায়ন করবো এবং @BlurtBD থেকে সাপোর্ট এবং একটা মানসম্মত ভোট দেওয়া হবে। এখানে বাংলাদেশের সবাই তার নিজেস্ব ভাষায় লিখতে পারবে, তবে ইংরেজী ভাষায় ও সবাই লিখতে পারবেন। @BlurtBD ট্যাগ ব্যবহারকারী বাংলাদেশের সবাইকেই সাপোর্ট দেওয়া হবে।

আমরা @BlurtBD থেকে সাপোর্ট দেওয়ার জন্য কতগুলি নিয়ম সিলেক্ট করেছি।

*** যারা বাংলা ভাষায় লিখবে তাদেরকে বিশেষ করে বাংলাদেশের ব্যাবহারীরা রেওয়ার্ড পাবে।
*** যারা বাংলাদেশী ভাষায় লিখবে তাদের আমরা বেশি গুরুত্ব দিবো।
*** একজন ব্যবহারকারী অবশ্যই তার প্রথম অথবা দিত্বীয় ট্যাগ হিসাবে #BlurtBD ব্যবহার করবেন।
*** শুধু বাংলাদেশের ব্যবহারকারী #BlurtBD ট্যাগ ব্যবহার করবে অবশ্যই বাংলাদেশের যেকোন বিষয় সম্পর্কে কিছু লিখতে হবে বিশেষ করে বাংলাদেশী ব্যবহারকারীরা এদিকে বেশি নজর দিবেন।
#BlurtBD ট্যাগ ব্যবহারকারীর লেখার ধরণ কেমন হবে?
***ব্যবহারকারীর পোস্টটিতে অবশ্যই 150 টিরও বেশি শব্দ দীর্ঘ থাকতে হবে।
*** শুধুমাত্র @BlurtBD ট্যাগ ব্যবহার করে ভোট পাওয়ার জন্য সামান্য কিছু লিখলেন অথবা শুধুমাত্র একটা ছবি দিয়ে পোষ্ট করলেন এটা কিন্তু অনেকটা স্বার্থপরতার দিকে ঠেলে দিবে।
*** একজন ব্যবহারী যখন লিখবে তখন তার নিজের বিবেক-বুদ্ধি, নিজের চিন্তা-চেতনা দিয়ে নিজের হাতেই লিখবে। কোন রকমের কপি পেষ্ট করলে আমরা তাকে স্পামার হিসাবে ধরে নিতে পারিব।
*** যদি লেখাকে সৌন্দর্য করার জন্য কোথাও থেকে ছবি আনতে হয় তবে অবশ্যই সেই ছবির উৎস উল্লেখ করে দিতে হবে।
তবে একজন ব্যবহারীকে কতটুকু সাপোট দিবে সেটা @BlurtBD যারা কিউরেট করবে তার নির্ধারণ করবে।
আমি আশাকরছি সবাই উপরোক্ত কথগুলোর দিকে মনোযোগ দিবেন এবং বাংলাদেশকে বিশ্বেরদরবারে সম্মানীত করবেন।
সবশেষে বলবো, @BlurtBD থেকে আমার একার পক্ষে সবাইকে সাপোর্ট করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায়, তাই আমি (@looking) এবং আমার একজন সঙ্গী মিসেস সিমু (@shimu840) এই দুই জন কিউরেট করবো।


Join our official Blurt Bangladesh Discord server

Join our official Blurt Bangladesh Twitter handle


Join official Blurt Discord server

Join official Blurt Twitter handle


Thank You

@Looking & @Shimu840

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

This is very good news for Bangladeshi user. Also congratulations you @looking. Keep it up. I think this awesome place for work.

  ·  4 years ago  ·  

I am very proud to be a Bangladeshi. It was very good to see the committee of our country. Thank you @looking brother and @Shimu840 Apu. ♥♥

  ·  4 years ago  ·  

That's another great opportunity for the Bangladesh users. And thanks for creating the opportunity with #blurtbd

  ·  4 years ago  ·  

Great news that you have the curation program for blurtbd.

  ·  4 years ago  ·   (edited)

Great job @looking, @blurtbd will be a good addition to the community curators. More power to you guys!


I went ahead and shared it on Twitter, I hope to see more participation in your curation initiaitive.

Wow. This is a good news for the community. Thanks for joining @blurtbd

  ·  4 years ago  ·  

Bangladesh writers must have a support because many of them are also poor @hafizullah @ looking, very good work here. Keep it up. :D

  ·  4 years ago  ·  

আমি আজ প্রথম যোগ দিলাম আপনাদের সাথে। আপনাদের সাথে যোগ দিয়ে আমি খুব আনন্দিত। আমি আশা করি আপনাদের সমথর্ন পাব সবসময়। দয়া করে আমার প্রোফাইল দেখে আসুন। ভালো লাগতে পারে আপনাদের। ধন্যবাদ সবাইকে

Thank you.
I appreciate your Community Curator #blurtbd

  ·  4 years ago  ·  

It's a great news to hear for all of us at blurt ❤️

  ·  4 years ago  ·  

Thanks for everything

  ·  4 years ago  ·  

I am new to this community.

I am from Bangladesh. Hope to get support from this account.