Flowers Photographay ( হাসনাহেনা -ফুল)

in blurtbd •  4 years ago 

আসসালামু-আলাইমুক,
প্রিয় ভাই -বোনেরা। সবাই কেমন আছেন।আশা করি সকলেই ভালো আছেন।
আজকে যে বিয়ষ নিয়ে লেখতে যাচ্ছি, আসা করি ছবিটা দেখে বুঝতে পারছেন।সেটা হল হাসনাহেনা ফুল।ফুল মানুষকে সুভাস দিয়ে থাকে।ফুলের মধ্যেই অপরুপ সৌন্দর্য। এই অপরুপ সৌন্দর্য দেখা আমরা মুগ্ধ হই।
IMG_1033.JPG

ফুল বিভিন্ন রংঙের হয়ে থাকে। যেমন লাল,সাদা, গোলাপী,হলুদ ইত্যাদি।একেক ফুল, একেক রংঙে হয়ে থাকে।হাসনানেনা দেখতে সাদা,মাইকের মতো ছোট ছোট।
IMG_1031.JPG

IMG_1035.JPG

হাসনাহেনা ফুলের সুভাস দিনের বেলায় না পেলেও, রাত শুরু হওয়ার পর থেকে, এর অপরুপ সুভাশ প্রকাশ হতে থাকে।
IMG_1032.JPG

IMG_1031.JPG
যা সত্যিই অন্য রকম।যা অন্য ফুল হতে পাওয়া যায না।যদি কার বাড়ি এই গাছ থাকে, তিনিই বলতে পারবে, হাসনাহেনা ফুলের সুভাস কত! মধুর্য হয়।

যেহেতু আমি নতুন, ভালো করে সাজিয়ে গুছিয়ে লেখতে পারলাম না। যনি কোন ভুল হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সকলকেই।

Connect Me On:

Facebook Twitter instagram
E-mail: [email protected]

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!