সবাই কেমন আসেন.আশা করি অনেক ভালো আছেন।.আমিও ভালো আছি। জীবন চলার পথে আমিও আজ নিজস্ব। গত কয়েক মাস হলো করোনা ভাইরাসের জন্য সকল মানুষের ইনকামের পথ বন্ধ। চার দিকে আহাকার,মানুষ মনে একটা ভয় বিরাজ করছে। এই তো সবার জীবন। বেঁচে থেকে মরার মতো পরে আছে সবাই।
জীবন চলার পথের এক সৈনিক আর নাম মোসলেম মিয়া, বয়স অানোমানী ৫০ বছর। পেশা একজন দিন মুজুর। পরিবারে ৬ জন সদস্য। পেশা হিসাবে তার পরিবারের খাদ্য চাহিদা মেটানো আজ তার কাছে অনেক সদ্দর বাইরে। সারাদিন দিনমুজুর আর কাজ,দিন শেষে পরিবারের জন্য বাজার করে নিয়ে আশা। কিন্তু বর্তমান সময়ে তার , জীবন আজ কঠিন সময় সুম্মুখে।পরিবারের ভরণ পোষণ করতে পারছে না.যে বাবা না খেয়ে ছেলে মেয়ের জন্য সকল কষ্ট মাটি চাপা দিয়া জীবন সংগ্রামে যুদ্দ করে। আজ সেই বাবা কর্মহীন দিন কাটছে। পরিবারের জন্য কিছু করতে পারছে না। এই তো তার কাছে ,জীবনটা আসলে একটা জীবন যোদ্বের রণক্ষেত্র।
মানুষের জীবনটা আসলে একটা রণক্ষেত্র অনেক আগ থেকেই জানতাম কিন্তু মোসলেন মিয়ার এটা জানা ছিলোনা যে এত্তো তাড়াতাড়ি অবস্থান এই রণক্ষেত্রের ঠিক মধ্যখানে চলে আসবে।
লেখা টুকু পরে কি বুজতে পারছেন জানি না.তবে আমাদের এলাকা ,আপনাদের এলাকার এমন হাজারো মোসলেম মিয়া কষ্টে দিন কাটসে।
এক বার কি খোঁজ নিয়েসি তোদের কথা। তবে একজন সুনাগরিক হিসাবে আমাদের উচিৎ -এই সব মানুষের পাশে দাঁড়ানো। কেননা না ,করোনা ভাইরাস সময় এই সব মানুষ যা সাহায্য পেয়েসিলো সেটাই কি শেষ ,,নাকি তাদের আরো হোক আছে এক বার ভেবে দেখেন
Ok
See you Again in a New vlog.
Thanks for being with me.
Plese Follow Me
@asad44
Congratulations! Your post has been selected for BlurtBD Curation Project. Manually curated by "looking" and "shimu840". Keep it up the good work.
BlurtBD
is a manual curation project that supports all those talented authors who can contribute quality things to our Blurt Community. Use tag BlurtBD and Join our [ Blurt Bangladesh