কঠিন আইন প্রণয়নের মাধ্যমে নারী নির্যাতন বন্ধ করুন

in blurtbd •  4 years ago 

Photo Source

নোয়াখালীর কনারী নির্যাতনের ভিডিও আমি দেখিনি। তবে পূর্ণ বিবরণ পড়েছি। নিজেকে এ সমাজের বাসিন্দা ভাবতে ঘৃণা হচ্ছে। ধর্ষণ-ব্যভিচার বন্ধে ইসলামী আইনের বিকল্প নাই। ফাসাদ ফিল আরদ্ব এর সাজা প্রকাশ্যে কার্যকর করাই সমাধান। সব ধরণের পর্ণ সাইট বন্ধ এবং অশ্লীলতা ও নারীকে পণ্য হিসেবে দেখানোর প্রবণতা নিষিদ্ধ করে আইন করতে হবে। ধর্ষণের বিচার এক সপ্তাহের মধ্যে সমাপ্ত করার আইন করতে হবে।

ইসলামই মানবতার একমাত্র সমাধান। সেটা দেয়ালে পিঠ ঠেকার আগে আমরা উপলব্ধি করি না। ইসলাম কেন যেনা এবং ফাসাদের পথ রুদ্ধ করার ব্যপারে এতো কঠোর, কেন চরম সাজার কথা বলেছে এসব ঘটনাই তার জবাব।

যারা আমাদের সুশীলগিরির সবক দেয় সে সকল দেশ নারীকে পণ্যে পরিণত করা ও ধর্ষণ-ব্যভিচারের চরম সাজা না দেওয়ার পরিণতিতে, ধর্ষণের সমাজ উপহার পেয়েছে। যেসব দেশে এ বিষয়ে ইসলামী আইন কার্যকর আছে সেখানে ধর্ষণের উল্লেখযোগ্য হার বা এ ধরণের ঘটনা কল্পনাতীত।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Hello, Blurtter!
Congratulations! Your post has been selected for BlurtBD Curation Project. Manually curated by "looking" and "shimu840". Keep it up the good work.
BlurtBD is a manual curation project that supports all those talented authors who can contribute quality things to our Blurt Community. Use tag BlurtBD and Join our Discord Channel Blurt Bangladesh