বন্ধুরা আশা করি সকলে আল্লার রহমতে ভাল আছে। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।পুরো পৃথিবী এক ভয়ংকর মহামারী করোনাভাইরাস এ প্রকোপে বিধ্বস্ত।বাংলাদেশের অবস্থানও এর বাইরে নয়।কিন্তু বাংলাদেশের মানুষ আসলেই কতটা সচেতন??
আমাদের দেশে এবছরের মার্চ মাসের আট তারিখ প্রথম করনা ভাইরাসের রোগী শনাক্ত হয়।এরপর প্রথম কিছুদিন মানুষের মধ্যে ব্যাপক হারে সচেতন থাকার ইচ্ছা দেখা গিয়েছিল।কিন্তু দিন যত গড়িয়েছে মানুষের সেই সচেতনতা যেন উড়ে গিয়েছে।
বাংলাদেশ মতো একটি নিম্ন মধ্যম আয়ের দেশে করোনার জন্য ঘরে বসে থাকা সত্যিই অনেক একটি ব্যাপার।কিন্তু তাই বলে মানুষ গণহারে কোনরকম নিরাপত্তা ছাড়া ঘুরে বেড়াবে এটিও মেনে নেওয়ার মতো পরিস্থিতি নয়।সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগে সেই মার্চ মাসে থেকে বিভিন্ন সাহায্য-সহযোগিতা দেখা গিয়েছিল।কিন্তু সাধারণ জনগণের কাছে সেই সাহায্য যথাযথ ছিল না।যার ফলে তাদের ঘর থেকে একপর্যায়ে বের হয়ে আসতেই হয়েছে।
কিন্তু বর্তমানে কর্ণার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্যকর্মীরা।অথচ দেশের মানুষের মধ্যে যেন থোড়াই কেয়ার নেই।তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন,নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়াও বিলাসিতা ভ্রমণ সবকিছুই যেন স্বাভাবিক হয়ে গিয়েছে।পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে সরকারের ঘোষণা করা করোনাকালীন ছুটি যেন এখন অবসর যাপনের এক উত্তম সময় হয়ে দাঁড়িয়েছে।
যাহোক আমি যেই বিষয়ে কথা বলার জন্য আজকের এই পোস্ট করছি তা হল,আমাদের সব পরিস্থিতিতে সচেতন থাকতে হবে।চেষ্টা করতে হবে আমাদের আশেপাশের মানুষদের সচেতন করার।আমি গতদিন হাটের যে পরিস্থিতি দেখলাম অর্থাৎ আমি যে ছবিগুলো আপলোড করেছি।তাতে আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক দিনের মতই মানুষ ভিড় করছে,কোনরকম নিরাপত্তা, এমনকি মাস্ক পরিধান ছাড়াই তারা একজন আরেকজনের পাশাপাশি কাজ করছে।এমন পরিস্থিতি চলতে থাকলে সত্যিই করোনা মহামারী কে নিয়ন্ত্রণ করা বাংলাদেশের পক্ষে আর সম্ভব হবে না।
Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.