শখের জিনিস আশিতোলা-বিমান তৈরি!

in blurtbangla •  4 years ago 


শখের জিনিস আশিতোলা-এই কথাটি প্রবাদে আছে।বিগত কয়েক মাস হলো বাংলাদেশসহ বিশ্বের সকল দেশে, এক আতঙ্ক নাম - করোনা ভাইরাস।যার করনে সবাই ঘর বন্দি।বাড়িতে বসে অবসর সময় কাটাচ্ছে।আর এই অবসর সময়টুকু কাটানোর জন্য ঘুড়ি উরাচ্ছে।যা দেশের সকল স্থানে চোখে পড়ার মত।রংঙে রংঙের কাগজ আর জিকিমিকি বাতির সমারহে তৈরি হচ্ছে।দিন শেষে যখন সন্ধা নেমে আসে, তখন হাজারও তাকার মাঝে, এই ঘুড়ি গুলো এলোমেলো উড়তে থাকে। দেখলেই মনটা ভরে যায়।

IMG_20200628_012558.jpg

ঘুড়ি তৈরিতে যা যা লাগে:

১.বাঁশ
২.সুতা
৩.বিভিন্ন রংঙের কাগজ
৪.কয়েক কালারের টিপবাতি।

IMG_20200626_185934.jpg

সন্ধার আকাশে বিভিন্ন ধরনে ঘুড়ি দেখা যায় যেমন:ফ্যাচকা,ছিলা,চোংগ,কয়রা,বিমান,পরী ইত্যাদি।(ঘুড়ি গুলো নাম আমাদের এলাকায় এই নামে ডাকে) অনেক সুন্দর করে কারুকাজ করে আকাশের প্রানে উড়িয়ে দপওয়া হয়।যা তারা বিহীন আকাশে, তারার মতো মনে হয়।

IMG_20200627_183832.jpg

আমাদের গ্রামের নাম বওড়া, যা সিরাজগঞ্জ জেলায় অবস্থিত।আমাদের গ্রামের কারুকাজ ইন্জিনিয়ার, তার সুক্ষ হাতে একটা বিমান তৈরি করেন,দেখতে সেম বিমান এর মত।এই ঘুড়িতে বিমান মত সকল কাজ করা হয়েছে।৮ হাত লম্বা, চওড় ৫ সৌন্দর্য বাড়াতে, অনেক রংঙের কাগজ দিয়ে ছাওনি দেয়া হয়েছে।বিমান এর চারপাশে কয়েক কালারের রংঙিন টিপবাতি দিয়ে র্নিমান করা হয়েছে।আকাশে যখন বিমান ঘুড়িটি উড়তে থাকে, মনে হয় সত্যিকারার বিমান উড়ে যাচ্ছে।

Ok
See you Again in a New vlog.
Thanks for being with me.

Plese Follow Me
@asad44

Connect Me On:

Facebook Twitter instagram
E-mail: [email protected]

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.