ধাপে ধাপে খুব সহজে গাছ অংকন করার পদ্ধতি....

in blurtart •  3 years ago 


আসসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার আপনাদের সামনে চলে আসলাম আমার নতুন একটা পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটা গাছ কিভাবে খুব সুন্দর করে অংকন করা যায়, সেটা দেখাবো। আশা করি আপনারা খুব সহজেই আমার পোষ্টটা থেকে গাছ অংকন করা শিখতে পারবেন। চলুন শুরু করি-


IMG_20210727_161207.jpg

উপকরণ-

১।পেপার।
২।পেন্সিল ২বি এবং ১০বি।
৩।রাবার।
৪।কাটার
৫।বিভিন্ন কালার রঙ।


প্রথম ধাপ-

IMG_20210727_155422.jpg

প্রথমে আমি পেপারের উপর ২বি পেন্সিল ব্যবহার করে একটা গাছের এক সাইডের ডালপালা গুলো অংকন করলাম। গাছের ডালগুলো দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাতে উপরের ডালগুলো মোটা না হয়। সব সময় উপরে চিকন এবং নিচের দিকে মোটা হবে।


দ্বিতীয় ধাপ-

IMG_20210727_155514.jpg

এরপর আমি গাছের বাকি ডালগুলো সহ গাছের নিচের অংশটুকু অংকন করলাম।


তৃতীয় ধাপ-

IMG_20210727_155639.jpg

এরপর আমি গাছের ডান সাইডের পাতাগুলো দিয়ে দিলাম। আমি ঢেউ ঢেউ করে পাতাগুলো দেওয়ার চেষ্টটা করেছি যাতে দেখতে সুন্দর লাগে।


চতুর্থ ধাপ-

IMG_20210727_155717.jpg

এরপর আমি গাছের বাকি সবগুলো পাতা দিয়ে দিলাম।


পঞ্চম ধাপ-

IMG_20210727_155932.jpg

এরপর আমি কালার করা শুরু করলাম। আমি প্রথমে গাঢ় সবুজ কালারটা ব্যবহার করে গাছের পাতার নিচের দিকে কালার করলাম।


ষষ্ঠ ধাপ-

IMG_20210727_160124.jpg

এরপর আমি হালকা টিয়া কালার দিয়ে এবং শেষে হলুদ কালার দিয়ে পাতার কালার করা শেষ করলাম।


সপ্তম ধাপ-

IMG_20210727_160239.jpg

এরপর আমি পাতার নিচের দিকে একটু গাঢ় কালার করে দিলাম।


অষ্টম ধাপ-

IMG_20210727_160339.jpg

IMG_20210727_160440.jpg

এরপর আমি গাছের গায়ের কালারটা করলাম ধাপে ধাপে। আমি গায়ের কালারটা করার জন্য কাঁঠ কালারটার সাথে আরও দুইটা কালার ব্যবহার করেছি।


নবম ধাপ-

IMG_20210727_161008.jpg

কালার করা শেষ। এবার আমি ১০বি পেন্সিল ব্যবহার করে গাছের সকল দাগগুলো গাঢ় করে দিলাম। যাতে দেখতে সুন্দর দেখা যায়।


IMG_20210727_161207.jpg

আজকে আমি আপনাদেরকে খুব সহজে গাছ অংকন করা দেখানোর চেষ্টটা করেছি। আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে বাসায় এটা চেষ্টটা করে দেখতে পারেব। সবাইকে ভালো থাকবেন-সুস্থ থাকবেন।


সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা দেখার জন্য।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  

Congratulations, your post has been upvoted by @r2cornell, which is the curating account for @r2cornell's Discord Community.

Curated by @priyanarc

Our Discord Server and community is located at: Discord

r2cornell_curation_banner.png

  ·  3 years ago  ·  

Thank you.