ঠিক কী কারণে সাদা বাঘের জন্ম হচ্ছে তা জানতে জিনগত পরীক্ষার প্রয়োজন, বলছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।
সাড়ে পাঁচ বছরে বাঘ রাজ ও বাঘিনী পরী জুটির চার দফায় জন্ম দেওয়া ১১টি সন্তানের মধ্যে ছয়টিই সাদা, যার মধ্যে একটি মারা গেছে। কিন্তু কমলা-কালো দম্পতির সাদা বাঘ জন্ম দেওয়ার কারণ কী?
সংশ্লিষ্টরা বলছেন, জিনগত কারণে এটা হতে পারে। পূর্ব পুরুষ থেকে পাওয়া জিনগত (রেসেসিভ) বৈশিষ্ট্য প্রকট হলে সাদা বাঘের জন্ম হচ্ছে; আর এই বৈশিষ্ট্য প্রচ্ছন্ন থাকলে জন্ম হচ্ছে কমলা-কালো বাঘের।
তাছাড়া বাঘের শরীরে রঞ্জক পদার্থ মেলানিন কমে গেলেও এমনটা হতে পারে। অথবা ইনব্রিডিং’য়ের (পরিবারের সদস্যদের মধ্যে প্রজনন) কারণেও সাদা বাঘের জন্ম হওয়ার সম্ভাবনার কথা বলছেন বিশেষজ্ঞরা।
ঠিক কোন কারণে চট্টগ্রাম চিড়িয়াখানায় একের পর এক পৃথিবীর অন্যতম বিরল সাদা বাঘ জন্ম নিচ্ছে তা জানতে গবেষণার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।