"Shabebarat" is celebrated in a rural environment[Eng-Ban]

in blurt •  last year 

Assalamu Alaikum, hello friends, how are you all? Hope everybody is well and healthy. I am also fine with your prayers.
আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

I am Sharmin Sultana, I have appeared before you with a new article, I hope you all will read my article.
আমি শারমিন সুলতানা, নতুন একটি লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আশা করি আমার লেখাটা আপনারা সবাই পড়বেন।

In today's world we have about 600 billion people living. But within our 600 crore people, people of different religions live. But our biggest identity is that we are human. All of us have red blood. Whether he is a Hindu, a Buddhist, a Christian, a Muslim or a religion, above all, the truth of man is nothing above him.
বর্তমান পৃথিবীতে আমরা প্রায় সাড়ে 600 কোটি মানুষ বসবাস করছি। কিন্তু আমাদের সাড়ে 600 কোটি মানুষের ভিতরে নানারকম ধর্মের মানুষ বাস করি। কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ। আমাদের সকলের রক্তের রং লাল। সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক যে ধর্মেরই হোক, সকলের উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নাই।

received_513335536357973.jpeg

I am Muslim and Islam is my religion. Today is a very important day in our Islam which we call Shabe Barat or Lailatul Barat. We call it the Night of Destiny.
আমি মুসলিম এবং ইসলাম আমার ধর্ম। আজ আমাদের ইসলাম ধর্মে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন যেটাকে আমরা বলে থাকি শবে বরাত বা লাইলাতুল বরাত। এটাকে আমরা ভাগ্য রজনী বলে আমরা বিশ্বাস করি।

received_796146774672985.jpeg

We pray a lot this night and we pray to our Creator to change our destiny.
আমরা এই রাত্রিতে অনেক এবাদত করে থাকি এবং আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি যেন আমাদের ভাগ্য টাকে পরিবর্তন করে দেয়।

received_291642309025088.jpeg

In fact, we should all respect the religion of all. Because Islam mentions that we should never go too far with religion.
আসলে আমাদের সকলকে সকলের ধর্মকে শ্রদ্ধা করা উচিত। কারণ ইসলাম ধর্মে উল্লেখ আছে যে আমরা যেন ধর্মকে নিয়ে কখনও বাড়াবাড়ি না করি।

received_138852474761887.jpeg

There is a tradition in our country from ancient times on this occasion of Shabe Barat of our Islam today. That Shabebarat is actually the bread and pies made with rice powder in every Muslim home.
আমাদের ইসলাম ধর্মের আজ শবে বরাত এই উপলক্ষে আমাদের দেশে প্রাচীনকাল থেকে একটি ঐতিহ্য আছে। যে শবেবরাত আসলে প্রত্যেক মুসলিম বাড়িতে চাউলের গুড়া দিয়ে তৈরি রুটি এবং পায়েস রান্না করা হয়।

received_459630388520459.jpeg

From a young age, I have seen boys and girls from every neighborhood collect bread pudding from home and distribute it among the poor who cannot afford it.
আমি ছোট বেলা থেকে দেখে আসছি এই দিনটাতে প্রত্যেক পাড়ার ছেলে মেয়েরা একসাথে সবাই বাড়ি থেকে রুটি হালুয়া সংগ্রহ করে এবং গরিব যারা তৈরি করার সামর্থ্য নেই এগুলো তাদের মধ্যে বিলিয়ে দেয়।

received_138852474761887.jpeg

In this day and age, it is only for worship, but this bread pudding is going on in our society like history and tradition.
এই দিন টা তে আসলে শুধুমাত্র এবাদত করার জন্য কিন্তু এই যে রুটি হালুয়া এগুলো ইতিহাস-ঐতিহ্যের মতই চলে আসছে আমাদের সমাজে।

received_819330922266233.jpeg

Shabe Barat means to get rid of all the sorrows and troubles and pray to the one and only Creator so that He can change our destiny.
শবে বরাত মানে সকল দুঃখ কষ্ট মনের কথা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে একমাত্র সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা যাতে তিনি আমাদের ভাগ্য টাকে পরিবর্তন করে দেন।

So friends, those of you who are Muslims, engage in more and more worship in this politics and ask forgiveness from the Creator. He can remove all our misery and change our destiny. And there was genuine love for people of all religions.
তো বন্ধুরা আপনারা যারা মুসলিম তারা এই রাজনীতে বেশি বেশি করে এবাদাত এ ব্যস্ত থাকুন এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। তিনি আমাদের সকল দুঃখ দুর্দশা দূর করে দিতে পারেন এবং আমাদের ভাগ্য টাকে পরিবর্তন করতে পারেন। এবং সকল ধর্মের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা রইলো।

So till today, I pray that you all stay well and stay healthy. And you must read and comment on how you like my writing. God bless you.
তো আজ এ পর্যন্তই আপনারা সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি। আর আমার লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই পড়ে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!