আসলাম আলাইকুম।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হইতেছে নিজের বাবার পেশাকে মর্যাদা দেওয়া। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাকঃ
আজকে সারাদিন বই পড়ার ইচ্ছে ছিল। কিন্তু হঠাৎ করেই ২ টার দিকে বাবা ফোন দিলো ফোন দিয়ে আমাকে যেতে বললো। বাসার সাথে আমার বাবা কাজ করতেছে। তাই সেখানে একটু যাইতে বললো। আমি বই পড়া একটু বাদ দিয়ে বাবার কাছে চলো গেলাম। সেখানে গিয়ে বাবা আমাকে বললো তার নাকি শরীর খারাপ করতেছে।
আমার বাবার এমনিতেই অনেক সমস্যা। আমার লেখাপড়া নষ্ট না করার জন্য আমার বাবা আমাকে কাজ করতে দেয় না। সবসময় বলে ভালো করে লোখাপড়া কর। কিন্তু হঠাৎ এ সেদিন যেয়ে দেখি বাবা এককোনো বসে আছে। আমি সেখানে গিয়ে দেখি আমার এক চাচা,বাবার সাথে যে লোকটি কাজ করে তাকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন তোমার বাবার একটু সমস্যা হয়েছে। কিন্তু আমি দেখতেছি আমার বাবার অনেক কষ্ট হইতেছে। তাই বাবাকে ধীরে ধীরে বাসায় নিয়ে আসলাম। আসার পর বাবা আমাকে বললো যে ওদের সাথে কাজ করতে না হলে তারা অনেক কিছু মনে করবে। আসলো পৃথিবীতে কাজ না করে কাউকে কোনো মানুষ কিছু দিতে চায় না।
তাই বাবাকে বাসায় শুয়ে চলে গেলাম কাজে।
সেখানে গিয়ে প্রায় অনেক কাজ এ শেষ হয়ে গেছে শুধু রং করাটা শেষ বাকি রয়েছে। তাই আমি সেখানে গিয়ে আগে রংটা মিশে নিলাম।
লোকেশন
তবে রংটা মিশানোর জন্য আমাদের তারপিন প্রয়োজন তারপিন হইতেছে পানি মতো একটি জিনিস। তবে সেটার অন্য রকম একটি পাওয়ার রয়েছে। সেটা একটু করে দিবো আর রংগুলো একটু করে নাড়তে হবে। তারপিনের মাধ্যমে রংগুলো পাতলা আবার ভাড়ি করাও যায়। যেমন লাগবে ঠিক তেমনি রং গুলিয়ে নিলাম।
লোকেশন
এরপর অপরদিকে দেখলাম তারা অন্য একটি ধারা তৈরি করতেছে। আসলো ধারাগুলো সাধারণ বাশের বাতা দিয়ে বানানো হয় আর বাতাগুলো ধীরে ধীরে একটি ধারায় পূর্ণ হয়। ওদের ওই ধারাটি বানাতে প্রায় শেষের দিকে চলে আসলো।
লোকেশন
তাই আমি অন্য একটি ধারার কাছে চলে গেলাম। সেখানে গিয়ে রং করতে লাগলাম প্রায় অনেক সময় ধরে রং করলাম। সেখানেই একাই মনমড়া হয়ে কাজ করতেছি কারণ কোনো কিছু ভালো লাগতেছে। বাসা বাবাকে রেখে এসেছি তাই অনেক চিন্তা হইতেছে।
হঠাৎ করে যাদের কাজ করতেছি সেও তার কাজ শেষ করে আসলো। সম্পর্কে আমার চাচা হয়। সে আমাকে বললো তোমার বাবা কই।
লোকেশন
আমি তাকে সবকিছু বলার পর সেই চাচাটাও আমার সাথে রং লাগাতে লাগলো। সেটা দেখে অনেকটায় ভালো লাগলো। কারণ বিপদের সময় হয়তো কাউকে একটু খুজে পাওয়া যায়। তার একটু পর এ ওদের ও ধারা বানানো কাজটি সম্পূর্ন হলো তাই সবাই মিলে কাজ করলাম। সবাই মিলে কাজ করার জন্য খুব তাড়াতাড়ি এ কাজটা শেষ হয়ে গেল।
কাজটা শেষ করে বাসা চলে আসলাম। বাসা এসে গোসল করে বাবাকে ঔষধ এনে দিলাম। সেটা খাওয়ার পর অনেকটায় সুস্থ এখন।
- সবাই সবার বাবা-মায়ের জন্য দোয়া করবেন। কারণ তারা পাশে না থাকলে বিপদের সময় কেউ পাশে থাকবে না। মানুষ শুধু মুখের মিষ্টিটায় সবসময় দিয়ে যাবে। কিন্তু কাজের সময় কেউ আসবে না।
তাই সবসময় বাবা মাকে সম্মান দিয়ে চলবো।
এই পৃথিবীতে দুই ধরনের মানুষ পাওয়া যায়। একটি স্বার্থ ছাড়া উপকার করা মানুষ, অপরটি হচ্ছে স্বার্থ নিয়ে উপকার করা মানুষ। তবে যারা স্বার্থ ছাড়া একজন ব্যক্তির উপকার করতে এগিয়ে আসে। তার কাজটি হালাল হয়ে যায় এবং কাজটিতে সে সফলতা অর্জন করে। আর অন্য যারা স্বাথ নিয়ে কাজ করে তাদের কাজটি হারাম হয়ে যায় এবং সেই কাজটি থেকে সফলতা আসে না।