আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আবারো আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটু পোস্ট। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাকঃ
বিকেলবেলা গোসল করে একটু বই পড়তেছিলাম। হঠাৎ করে মা ডাক দিয়ে বললো যে ধান জমি থেকে বাসায় আনার জন্য গাড়িতে উঠানো হয়েছে। মায়ের কথা শুনে বাইরে চলে গেলাম। বাইরে যাওয়ার একটু পর এ দেখলাম। ধান নিয়ে একটি গাড়ি চলে আসলো৷
গাড়ি থেকে ধান নামানোর জন্য সবাই একসঙ্গে ঝাকি দিতে থাকলো। কিছুক্ষণ ঝাকি দেওয়ার পর উপরের অংশগুলো নিচে নেমে গেল। পরের অংশটুকু তারা মাটিতে নেমে দিয়ে গেলো। এরপর সবাইকে আমি বাসা থেকে ডাক দিলাম। একটু পর মা, আম্মা বোন সবাই চলে আসলো। তাই তাদের নিয়ে কাজ শুরু করে দিলাম । তারা ধীরে ধীরে ধান এর বোঝাগুলোকে বাড়িতে নিয়ে যেতে লাগলো।
পরিবারের সকল সদস্যরা নিয়ে কাজটা করতে লাগলো। কাজ করতে করতে অনেক সময় হয়ে গেল। তখন দেখলাম সবার শরীল অনেক ক্লান্ত। তাই তাদেরকে রেখে দোকানে চলে গেলাম। সেখানে গিয়ে তাদের জন্য মুড়ি, চানাচুর নিয়ে আসলাম। কারণ কাজের সময় শুকনা খাবারটায় অনেক ভালো।সেটা নিয়ে আসার পর তাদেরকে দিয়ে দিলাম। মুড়ির সাথে আবারো মরিচ,পিয়াজ যোগ করলো তারা।
তাদের মুড়ি ভালোভাবে খাওয়ার মতো করা দেখে তাদের সাথে আমিও যোগ দিলাম। খেতে কিন্তু অনেক মজা ছিল। সেগুলো খাওয়া শেষ করতে করতে আবারো ধান নিয়ে গাড়ি চলে আসলো। তখন আমি বললাম খাওয়া শেষ করার পর আবারো সবাই কাজ করবে। তার আগে না। আমার কথা শুনে সবাই মিলে সম্পূর্ণ মুড়ি শেষ করে দিলো। শেষ করার পর কিছুটা পানি খেয়ে নিলো। এতে করে তাদের শরীলে একটু হলোও শক্তি সঞ্চয় হলো।
সেই শক্তি নিয়ে তারা কাজ শুরু করে দিলো। তবে বাবা আসার পর তাদের কাজটা আরো সুবিধা হলো বাবা ধানগুলো ভালোভাবে রাখার জন্য উপরে উঠলো। আর আমি সেখান থেকে নিচে নেমে আসলাম। যখন ধীরে ধীরে উপরে উঠতে থাকলো তখন আর তারা সেটার উপর দিতে পারলো না। তাই আমি নিজেই তাদের অন্য কাজ করতে বলে নিজে ওই কাজটা শুরু করে দিলাম।
কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। আর এখন সন্ধ্যা হওয়া মানেই আবহাওয়া ঠান্ডা হওয়া। তাই সকল সদস্যদের বাসা গিয়ে পরিষ্কার হতে বললাম। এরপর শেষ কাজগুলো মা বাবা আর আমি মিলে সম্পূর্ণ করলাম।