আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কয়েক ধরনের ফলের ফটোগ্রাফি। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাকঃ
📸বিভিন্ন ফলের ছবি 📸
- এটা হচ্ছে নারিকেল। যেটার উপরটা এক রকম আবার ভিতরটা অন্য রকম। এইটা সাধারণ আমরা দুভাবে খেয়ে থাকি। যখন এটি খুব ছোট থাকে তখন আমরা এটিকে কচি ডাব হিসাবে ভিতরের পানিটাকে খেয়ে নেই। আবার যখন এটি পরিপূর্ণ ভাবে হয়ে থাকে তখন দুটি অংশ একসঙ্গে হয়ে থাকে। একটি হইতেছে ডাবটির পানি আর অন্যটি হলো নারিকেল। নারিকেলটা অনেক সাদা হয়ে থাকে।
- এগুলো হইতেছে পেয়ারা। খেতে অনেক মজা লাগে। পেয়ারা সাধারণ অনেক ধরনের হয়ে থাকে। তবে আমাদের এইখানে এই পেয়ারাটা পাওয়া যায়। তাই আমরা আমাদের শহরের এই পেয়ারা প্রধান্য দেওয়া হয়। এই পেয়ারাটার চেয়ে আমরা দেশি পেয়ারাটা খেয়ে থাকি বেশিভাগেই। কারণ দেশি পেয়ারাটা আমরা বেশিভাগ গ্রামের বাড়িতে রোপন করে থাকি।
- এটা হইতেছে জাম্বুরা। যেটা খেতে অনেক মজা লাগে। এর উপরের অংশটি তুলতুলে। কিন্তু নিচের অংশটি দানাদার। এই নিচের দানাদারগুলো আমরা খেয়ে থাকি। আর এই দানাদানগুলো খেয়ে অনেক ভালো লাগে। দানাদারগুলোর আমরা মাখার মতো করে খেয়ে থাকি।
- এটা হচ্ছে পেঁপে। যেটা খুব ঠান্ডা জাতীয় খাবার। এটা সাধারণ আমরা বিভিন্ন ভাবে খেয়ে থাকি। যেমন এটা পাঁকা অবস্থায় আমরা খেয়ে থাকি।
আবার রান্না করেও খেয়ে থাকি। এটা খাওয়ার কারণে আমাদের ভিতরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
- এটা হচ্ছে পানিফল। আমরা অনেক জায়গায় এইফলটির নাম বিভিন্ন ভাবে বলে থাকি। এই ফলটি কোথায় থেকে হয়ে থাকে সেটা আমি জানি না। তবে এই ফলটির উপরের অংশটি খোলস এর মতো। কিন্তু নিচের অংশটি সাদা। যেটা খেতো অনেক ভালো লাগে।
- এই ফলটি নাম সবাই এ আমরা জানি। তবুও আপনাদের বলতেছি এটা হচ্ছে মালটা। দেখতে কমলার মতো কিন্তু এটি মালটা। কমলা সাধারণ বড় হয় না। তার একটি নিদিষ্ট পরিমাণ আছে। আর মালটা অনেক বড়ো হয়ে থাকে। আমাদের বেশিভাগ মানুষ এ মালটাকে কমলা হিসাবে নিয়ে থাকে। নাম না জানার কারণে এই ভুলটা হয়ে থাকে।
- এটা হচ্ছে আপেল। এটা অনেক ধরনের হয়ে থাকে। এই জিনিসটি খেতে অনেক ভালো লাগলেও কিনছু কিছু আপেল পানির মতো লাগে। খেতে একটুও ভালো লাগে না। আর এই জিনিসটা এমনটাও না জেনে ভিতরের অংশ খাওয়ার পর নিবো। এটি নেওয়ার পর এ আমাদেরকে খাইতে হবে।
- এটা হচ্ছে কালো আঙ্গুর। যেটা খেতে অনেক মজা লাগে। তবে এই আঙ্গুর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের বাড়িতে কোনো কিছু সাজানোর জন্য এই আঙ্গুরটা ব্যবহার করা হয়। রাতের বেলা বাজারে গিয়ে এই ছবিটা তুলেছিলাম।
ডিভাইস | মডেল |
---|---|
আইটেল | ভিশন ১ |
ফটোগ্রাফার | @shahin05 |