রান্নার রেসেপি

in blurt •  3 years ago 

হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

আমি@shahin05 🇧🇩 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম শীতকালীন সবজি ফুলকপি দিয়ে মাছ রান্নার রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাকঃ

IMG_20211209_092705.jpg

রেসেপি তৈরির জন্য যা যা প্রয়োজনঃ
  • মাছ।
  • ফুলকপি।
  • আলু।
  • পিঁয়াজ।
  • মরিচ৷
  • মশলা।
  • তেল।
  • লবণ।




IMG_20211205_191739.jpg

IMG_20211205_181157.jpg

IMG_20211205_193042.jpg

IMG_20211205_181127.jpg


রেসেপি তৈরি করার ধাপগুলো নিম্নরূপঃ




🍲ধাপ নং১🍲

IMG_20211205_184348.jpg

IMG_20211205_181127.jpg

  • প্রথমে আমাদের ফুলকপি ও আলুগুলোকে ওই রকম করে নিতে হবে। ওই রকম করার পর সেগুলো পরিষ্কার করে পাত্রে রেখে দিবো।

🍲ধাপ নং২🍲

IMG_20211205_191739.jpg

  • এখন মাছটাকে ফালাফালা করে কেটে নিবো। সেটা কাটার পর একটা পরিষ্কার পাত্রে রেখে দিবো।

🍲ধাপ নং৩🍲

IMG_20211205_184838.jpg

  • মাছগুলোকে পরিষ্কার পাত্র রেখে ঢাকা দেওয়ার পর একটি সাংকি নিবো। সেখানে মরিচ, পিয়াজ দিয়ে ওই রকমভাবে বাটতে থাকবো। সেগুলো পরিপূর্ণ ভাবে হওয়ার পর। অন্য একদিকে রেখে দিবো।

🍲ধাপ নং৪🍲

IMG_20211205_192206.jpg

  • এখন আমরা একটি কড়াই এর মধ্যে মাছ নিবো।
    মাছের উপর আলু, ফুলকপি দিয়ে দিবো।

🍲ধাপ নং৫🍲

IMG_20211205_192321.jpg

  • সেগুলোর উপর মশলা,মরিচ বাটা সবকিছু দিয়ে দিবো।

🍲ধাপ নং৬🍲

IMG_20211205_192526.jpg

  • এখন সবগুলো একসঙ্গে করে নিবো।
    সেগুলোকে একটু ভালোভাবে মিশে নিতে হবে।

🍲ধাপ নং৭🍲

IMG_20211205_192626.jpg

  • এখন সবগুলোর উপর একটু পানি দিয়ে দিবো। পানি না দিলে সেগুলো সিদ্ধ হবে না।

🍲ধাপ নং৮🍲

IMG_20211205_194820.jpg

  • সেটার উপর ঢাকা দিয়ে সেগুলোকে চুলার উপর এ বসিয়ে দিবো।

🍲ধাপ নং৯🍲

IMG_20211205_200952.jpg

  • প্রায় ১০-১২ মিনিট পর সেটাকে দেখতে হবে। দেখতে হবে সিদ্ধ হয়েছে কি না।

🍲ধাপ নং১০🍲

IMG_20211205_210000.jpg

  • যখন দেখবো পানিটা কমে গেছে এবং সেটা সিদ্ধ হয়েছে। তখন আমাদের বুঝতে হবে রেসেপিটা সম্পূর্ণ হয়েছে ।

🍲ধাপ নং১১🍲

IMG_20211209_092742.jpg

রেসেপিটা সম্পূর্ণ হওয়ার পর নিজের সাথে রেসিপিটির একটি ছবি দিয়ে দিলাম।

ডিভাইসমডেল
আইটেলভিশন ১
ফটোগ্রাফার@shahin05
লোকেশনW3W

আশা করি আমার দেখানো রেসেপিটি আপনাদের সবার । লেখার মাঝে ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

❤️সবাইকে ধন্যবাদ ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!