আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম শীতকালীন সবজি ফুলকপি দিয়ে মাছ রান্নার রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাকঃ
রেসেপি তৈরির জন্য যা যা প্রয়োজনঃ
- মাছ।
- ফুলকপি।
- আলু।
- পিঁয়াজ।
- মরিচ৷
- মশলা।
- তেল।
- লবণ।
রেসেপি তৈরি করার ধাপগুলো নিম্নরূপঃ
🍲ধাপ নং১🍲
- প্রথমে আমাদের ফুলকপি ও আলুগুলোকে ওই রকম করে নিতে হবে। ওই রকম করার পর সেগুলো পরিষ্কার করে পাত্রে রেখে দিবো।
🍲ধাপ নং২🍲
- এখন মাছটাকে ফালাফালা করে কেটে নিবো। সেটা কাটার পর একটা পরিষ্কার পাত্রে রেখে দিবো।
🍲ধাপ নং৩🍲
- মাছগুলোকে পরিষ্কার পাত্র রেখে ঢাকা দেওয়ার পর একটি সাংকি নিবো। সেখানে মরিচ, পিয়াজ দিয়ে ওই রকমভাবে বাটতে থাকবো। সেগুলো পরিপূর্ণ ভাবে হওয়ার পর। অন্য একদিকে রেখে দিবো।
🍲ধাপ নং৪🍲
- এখন আমরা একটি কড়াই এর মধ্যে মাছ নিবো।
মাছের উপর আলু, ফুলকপি দিয়ে দিবো।
🍲ধাপ নং৫🍲
- সেগুলোর উপর মশলা,মরিচ বাটা সবকিছু দিয়ে দিবো।
🍲ধাপ নং৬🍲
- এখন সবগুলো একসঙ্গে করে নিবো।
সেগুলোকে একটু ভালোভাবে মিশে নিতে হবে।
🍲ধাপ নং৭🍲
- এখন সবগুলোর উপর একটু পানি দিয়ে দিবো। পানি না দিলে সেগুলো সিদ্ধ হবে না।
🍲ধাপ নং৮🍲
- সেটার উপর ঢাকা দিয়ে সেগুলোকে চুলার উপর এ বসিয়ে দিবো।
🍲ধাপ নং৯🍲
- প্রায় ১০-১২ মিনিট পর সেটাকে দেখতে হবে। দেখতে হবে সিদ্ধ হয়েছে কি না।
🍲ধাপ নং১০🍲
- যখন দেখবো পানিটা কমে গেছে এবং সেটা সিদ্ধ হয়েছে। তখন আমাদের বুঝতে হবে রেসেপিটা সম্পূর্ণ হয়েছে ।
🍲ধাপ নং১১🍲
রেসেপিটা সম্পূর্ণ হওয়ার পর নিজের সাথে রেসিপিটির একটি ছবি দিয়ে দিলাম।
ডিভাইস | মডেল |
---|---|
আইটেল | ভিশন ১ |
ফটোগ্রাফার | @shahin05 |
লোকেশন | W3W |