IELTS প্রস্তুতি Reading

in blurt •  2 years ago 

IELTS পরীক্ষার একটি অন্যতম অংশ হচ্ছে রিডিং। এই অংশটির মূল উদ্দেশ্য হচ্ছে passage পড়ে সেটার প্রধান অংশগুলো সঠিক ভাবে আমরা অনুধাবন করতে পারছি কী না। বিভিন্ন বাক্য ও শব্দের অর্থ না বুঝলে এই অংশে ভালো করা সম্ভব না। এছাড়াও লেখকের লিখার উদ্দেশ্য ও মতামত এগুলোও ভালো করে বুঝতে হবে। এটি IELTS General Training এবং IELTS Academic - দুই ধরণের পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য।

IElTS.jpg

সাধারণত আমাদের একটি ভাবনা হচ্ছে, IELTS রিডিং অন্য অংশগুলোর চেয়ে সহজ। প্রকৃতপক্ষে, রিডিং পার্টটির জন্যও যথেষ্ট প্রস্তুতি নেওয়া চাই। তাহলে চলুন দেখে নেই কীভাবে…

IELTS.png

১. জেনে নিন পরীক্ষার ধরণ ও সময়

IELTS Reading - এ ভালো করতে হলে প্রথমেই জেনে নিতে হবে পরীক্ষার ফরম্যাট। এতে আপনি আগে থেকেই কীভাবে প্রশ্নগুলো করা হবে, তা জেনে নিতে পারবেন এবং আপনার আত্নবিশ্বাস বৃদ্ধি পাবে।

ক. আপনাকে ৩ টি passage পড়তে দেওয়া হবে যেখানে সর্বোচ্চ শব্দ সংখ্যা হবে ২,৭৫০।

খ. এর ভিত্তিতে আপনাকে ৪০ টা প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে প্রতিটির মান হবে ১। এই প্রশ্নগুলো করা হবে আপনাকে দেওয়া সেই তিনটি রিডিং টেক্সট থেকে। তাই, টেক্সটটির উদ্দেশ্য ও মতামত ভালো করে বুঝে নিতে হবে।

গ. সম্পূর্ণ রিডিং পার্টটির জন্য আপনার কাছে থাকবে ৬০ মিনিট। তাই, প্রতিটি টেক্সটের মধ্যে সময় ব্যয় করা যাবে ২০ মিনিট।

২. জেনে নিন প্রশ্নের ধরণ

পরীক্ষা কোন ফরম্যাটে হবে, এটার পাশাপাশি আপনাকে এটাও জেনে নিতে হবে যে আপনি যে প্রশ্নগুলো করা হবে, সেগুলো আসলে কোন টাইপের হয়ে থাকে। চলুন, দেখা যাক…

multiple choice
identifying information
sentence completion
identifying author’s views
matching headings
table completion
note completion
summary completion
প্রকৃতপক্ষে প্রশ্ন আরও বিভিন্ন ধরণের হয়ে থাকে, কিন্তু এগুলো সবচেয়ে কমন। multiple choice বা matching headings গুলো থাকার সম্ভাবনা খুব বেশি। তাই এগুলো অধিক প্র্যাক্টিস করতে হবে।

৩. টাইম ম্যানেজমেন্ট

IELTS পরীক্ষায় সময় থাকে খুবই কম। তাই এই অংশটুকু প্র্যাক্টিস করার সময়, প্রতিটা টাস্কে বা passage - এ কতটুকু সময় দেওয়া যাবে সেটা খুব ভালো করে খেয়াল করে নিতে হবে। কেননা, প্রতিটি মিনিটর গুরুত্ব এখানে খুব বেশি। সব চেয়ে ভাল হয় বাসায় IELTS রিডিং পরীক্ষার কিছু mock test দিয়ে নেওয়া। শুধু mock test দিলেই হবে না, টাইম ম্যানেজ করে সুন্দর করে একদম স্ট্যান্ডার্ড পদ্ধতিতে দিতে হবে, যেনো মূল পরীক্ষা দেওয়ার সময় আপনার টাইম নিয়ে কোনো সমস্যায় না পড়তে হয়।

৪. প্যাসেজের চেয়ে বেশি ফোকাস করুন প্রশ্নগুলোর দিকে!

আমরা অনেকেই প্রশ্নের দিকে ভাল করে খেয়াল না করেই passage - এর মধ্যে অনেক সময় দিয়ে ফেলি। এতে টেক্সটের অপ্রয়োজনীয় জিনিস বুঝতে বুঝতে অধিক সময় নষ্ট হয় এবং যা প্রকৃতপক্ষে প্রয়োজন, সেটার দিকে খেয়াল করা হয় না।

এখানে ট্রিকটা হচ্ছে, প্রশ্নগুলো আগে পড়ে প্রসেস করে নেওয়া যে আমার কোন কোন ইনফরমেশন গুলো প্রয়োজন এবং সেগুলো কীভাবে পাওয়া যাবে। এটা হয়ে গেলে তারপর টেক্সটটি পড়ে দেখা উচিৎ।

সবার IELTS পরীক্ষার জন্য শুভ কামনা!

Munzereen Shahid
IELTS Preparation Part - 2: Reading
Reading is one of the most important part of IELTS testing. The main purpose of this part is to read the passage and whether we can understand the main parts of it correctly. It is not possible to do well in this part without understanding the meaning of different sentences and words. Also the purpose and opinion of the author's writing should be well understood. This applies to both IELTS General Training and IELTS Academic exams.

Usually we have an idea, IELTS reading is easier than other parts. In fact, it is important to prepare well for the reading part. So let's see how.

Find out the type and time of the test
If you want to do well in IELTS Reading, you must first know the format of the exam. This will allow you to know in advance how the questions will be asked and will increase your self-confidence.

A. You will be allowed to read 3 passages where the maximum number of words will be 2,650.

B. Based on this you have to answer 40 questions where the value of each will be 1. These questions will be asked from the three reading texts given to you. Therefore, the purpose and opinion of the text must be well understood.

C. You will have 60 minutes for the complete reading part. Therefore, 20 minutes can be spent in each text.

Find out the type of question
In addition to the format of the test, you also need to know what type of questions you will be asked. Let's see.

multiple choice
identifying information
sentence completion
identifying author's views
matching headings
table completion
note completion
summary completion
Actually the questions are more diverse, but these are the most common. The chances of having multiple choice or matching headings are very high. So these need to be practiced more.

Time management
There is very little time for IELTS test. So when practicing this part, you have to pay close attention to how much time can be given in each task or passage. Because, every minute is very important here. It is best to take some IELTS reading test at home with some mock test. You don't just have to give mock test, you have to manage the time and give it in a standard way, so that you don't have to read any problem with your time while giving the main test.

Focus more on the questions than the passage!
Many of us spend a lot of time in the passage without paying much attention to the question. It takes a lot of time to understand the unnecessary things in the text and does not pay attention to what is really needed.

The trick here is to read the questions first and process what information I need and how to get it. Once this is done then the text should be read.

Good luck to everyone IELTS test!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Hi, @shafiul,

Thank you for your contribution to the Blurt ecosystem.

Your post was picked for curation by @henryglowz.


Please consider voting for our Upkeep Proposal by Symbionts.