"প্রসঙ্গঃ বিজনেস কার্ড"
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালার রহমতে আমিও ভালো আছি। প্রথমে জানাই আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের শুভেচ্ছা অভিনন্দন। তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম থ্রিডি বিজনেস কার্ড তৈরি। একটি বিজনেস কার্ডের সাধারণত দুটি পাঠ হয়ে থাকে। সামনের পাঠ আলাদা রকম এবং পিছনে পাঠ আলাদা রকম । তাহলে চলুন বন্ধুরা আজকে আমরা দুই অংশই দেখব। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক
jpg
কার্ড তৈরি করার ধাপগুলো নিম্নরূপ
প্রথমে আমরা ফটোশপ ওপেন করে একটি আর্ট বোর্ড নিব । তবে সেটা সাইজ হবে ৩.৫×২ ইঞ্চি । সেভ জোন হিসেবে নিব ৩.২৫× ১.৭৫ ইঞ্চি। সেভ জোন নেওয়ার মূল কারণ হলো হঠাৎ করে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় তাহলে কাজটি আমাদের পুনরায় করতে হয়। কিন্তু ফটোশপে সেভ জোন মিলে কাজটি ওই অবস্থায় থাকে। এরপর আমরা শেপ ব্যবহার করে চিত্রের মত করে নেব।
একইভাবে আমরা ওই শেপটিকে কপি করে কয়েকটি শেপ নিয়ে নিব তবে সেগুলো রং দেব বিভিন্ন কালারের।
এখন আমরা অপরদিকে আরেকটি শেপ নিয়ে নিব।
এরপর আমরা সেগুলোতে শ্যাডো ব্যবহার করব। তাহলে ই আমাদের থ্রিডি এর মত দেখা যাবে।
এখন আমরা থ্রিডি অংশটির উপর আইকন ব্যবহার করব।
এখন আমরা চারদিকে ইমেইল লোকেশন নাম্বার ইত্যাদি লিখে দিব। তাহলে সামনের পাঠের অংশটি আমাদের সম্পূর্ণ হবে।
পিছনে অংশের জন্য জন্য আমরা একইভাবে সবকিছু নিব এবং তার সাথে শ্যাডো দিয়ে দিব।
এখন আমরা ফাঁকা অংশটিতে কিউ আর কোড এবং চারদিকে লিখে দিব। তাহলে আমাদের পিছনের অংশটিও সম্পূর্ণ হয়ে যাবে।
সবার শেষে মকাপ করে নিজের সাথে একটি সেলফি তুলে দিলাম।
ডিভাইস | কম্পিউটার |
সফটওয়্যার | Adobe photoshop cc |
ইমেজ | Scensort |
আশা করি আমার তৈরি করে থ্রিডি বিজনেস কার্ডটি আপনাদের সবার ভালো লাগবে।তাই সবার সুস্থতা কামনা করে আজকের মনে এখানে শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।