Professonal Bussness Card Art

in blurt •  2 years ago 

"প্রসঙ্গঃ বিজনেস কার্ড"

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @pop123

২১ সেপ্টেম্বর ২০২২ ইং
রোজঃবুধবার

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালার রহমতে আমিও ভালো আছি। প্রথমে জানাই আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের শুভেচ্ছা অভিনন্দন। তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম থ্রিডি বিজনেস কার্ড তৈরি। একটি বিজনেস কার্ডের সাধারণত দুটি পাঠ হয়ে থাকে। সামনের পাঠ আলাদা রকম এবং পিছনে পাঠ আলাদা রকম । তাহলে চলুন বন্ধুরা আজকে আমরা দুই অংশই দেখব। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক

final....jpg

jpg

কার্ড তৈরি করার ধাপগুলো নিম্নরূপ

ধাপ নং-০১
1.png

প্রথমে আমরা ফটোশপ ওপেন করে একটি আর্ট বোর্ড নিব । তবে সেটা সাইজ হবে ৩.৫×২ ইঞ্চি । সেভ জোন হিসেবে নিব ৩.২৫× ১.৭৫ ইঞ্চি। সেভ জোন নেওয়ার মূল কারণ হলো হঠাৎ করে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় তাহলে কাজটি আমাদের পুনরায় করতে হয়। কিন্তু ফটোশপে সেভ জোন মিলে কাজটি ওই অবস্থায় থাকে। এরপর আমরা শেপ ব্যবহার করে চিত্রের মত করে নেব।

ধাপ নং-০২
2.png

একইভাবে আমরা ওই শেপটিকে কপি করে কয়েকটি শেপ নিয়ে নিব তবে সেগুলো রং দেব বিভিন্ন কালারের।

ধাপ নং-০৩
333.png

এখন আমরা অপরদিকে আরেকটি শেপ নিয়ে নিব।

ধাপ নং-০৪
44444.png

এরপর আমরা সেগুলোতে শ্যাডো ব্যবহার করব। তাহলে ই আমাদের থ্রিডি এর মত দেখা যাবে।

ধাপ নং-০৫
555.png

এখন আমরা থ্রিডি অংশটির উপর আইকন ব্যবহার করব।

ধাপ নং-০৬
66666.png

এখন আমরা চারদিকে ইমেইল লোকেশন নাম্বার ইত্যাদি লিখে দিব। তাহলে সামনের পাঠের অংশটি আমাদের সম্পূর্ণ হবে।

ধাপ নং-০৭
777.png

পিছনে অংশের জন্য জন্য আমরা একইভাবে সবকিছু নিব এবং তার সাথে শ্যাডো দিয়ে দিব।

ধাপ নং-০৮
8888.png

এখন আমরা ফাঁকা অংশটিতে কিউ আর কোড এবং চারদিকে লিখে দিব। তাহলে আমাদের পিছনের অংশটিও সম্পূর্ণ হয়ে যাবে।

ধাপ নং-০৯
IMG_20220921_144222.jpg

সবার শেষে মকাপ করে নিজের সাথে একটি সেলফি তুলে দিলাম।


ডিভাইসকম্পিউটার
সফটওয়্যারAdobe photoshop cc
ইমেজScensort


আশা করি আমার তৈরি করে থ্রিডি বিজনেস কার্ডটি আপনাদের সবার ভালো লাগবে।তাই সবার সুস্থতা কামনা করে আজকের মনে এখানে শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

❤️ সবাইকে ধন্যবাদ ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!