হ্যালো
আমার প্রিয় বন্ধুরা
আমি @pop123 🇧🇩 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহতালার রহমতে আমি ভালো আছি। প্রথমে জানাই আমার বাংলা ব্লগ এর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন । অনেকদিন যাবত বাসার কাজের জন্য আমার বাংলা ব্লক কমিউনিটিতে আসতে পারিনি। কিন্তু সব কাজ শেষ করে আবারো নতুনভাবে কমিউনিটিতে যোগ দিলাম। আর আজকে আমি আপনাদের সামনে পরিবারের সাথে কাটানো কিছু সময় নিয়ে আসলাম। তাহলে চলুন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করা যাক
এই সময় বাসায় সবারই কাজ থাকে। কারণ এই সময়টা নতুন ধান ঘরে তোলার সময়। ঠিক তেমনিভাবে সকালবেলা কাজ করে বিকেল বেলা যখন একটু ফ্রি হলাম। তখন আমার বোন ও মা বলল চলো বিকেলবেলা একটু নিজেদের পটল জমি দেখে আসি।
লোকেশন
তাই মা ও বোনের কথামতো তাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের পটল জমিতে। আসলেই পদ যতই দূর হোক না কেন যদি সঙ্গে কিছু মানুষ থাকে এবং তাদের সাথে গল্প করে পথ হাটা হয় তাহলে সেটা নিমিষেই শেষ হয়ে যায়। তেমনি আমরাও খুব অল্প সময়ে চলে আসলাম। এরপর সবাই মিলে জমির ভিতরে চলে গেলাম। সেখানে গিয়ে চারদিক ভালোভাবে দেখতে থাকলাম। কিন্তু একদিকে দেখতে পেলাম পটল জমি বাঁশবেরা দিয়ে ঘেরা হয়েছিল সেই একদিকের বাসবেরা ভেঙ্গে ফেলছে। তাই আর কোন উপায় না পেয়ে সেখানে সেটা ঠিক করার জন্য লেগে পড়লাম। কিছু সময় কাজ করে ঠিক করে নিলাম।
লোকেশন
এরপর আমি বোন এর কাছে চলে আসলাম। একদিকে আমরা ভাই বোন চারদিকে দেখাশোনা করতেছি আর অন্যদিকে আমার বোনের মেয়ে বিভিন্ন ধরনের কাজ করতেছে।
লোকেশন
লোকেশন
তার পাশাপাশি আমার সাথে অনেক শয়তানি করতেছে। তাছাড়া আমরা মামা-ভাগিনি এরকম শয়তানি করে সময় পার করে দেই। এরকম করতে করতে সেখানেই প্রায় শেষ বিকেল হয়ে গেল। তাই আর দেরি না করে বাসার দিকে আসার জন্য রওনা দিলাম। কিছু সময় হাঁটার পরে অবশেষে আমরা বাসায় এসে পৌছালাম।
আশা করি পরিবারের সাথে কাটানো আমার সময়টুকু আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা কামনা করে আজকে মনে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।