আজকে সকাল বেলা ঘুম থেকে ঠিক নয়টার দিকে উঠে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রওনা দিলাম রেলস্টেশনে। কারণ আজকে আমি বাসা থেকে মেসে চলে আসব। আমি যেখানে ট্রেনে চড়ি সেখানে ট্রেন ঠিক দশটার পর আসে। লোকাল ট্রেনের কোনরকম নির্দিষ্ট সময় নেই। তবে সব সময় দশটার পরে ট্রেন আসে । কিন্তু আজকে আমি রেল স্টেশনে ঠিক ৯:৫০ এর দিকে আসলাম। কিন্তু সেখানে আসার পর শুনতে পেলাম ট্রেন নাকি একটু আগেই চলে গেছে। তাই সেখানে বসেই কিছুটা দম নিলাম। এরপর উপায় না পেয়ে আবারো রেল স্টেশন থেকে অটো স্ট্যান্ড চলে আসলাম। সেখানে আসার পর একটি অটোরিকশা চরে উঠলাম।
প্রায় এক ঘন্টার মত বসে থাকার পর অবশেষে পৌঁছে গেলাম রংপুর অটোরিকশা এসটান। সেখানে অটো থেকে নামতেই হাজার মানুষ ডাক দিতে থাকলো। সেখানে পছন্দমত আমি একটি অটো মধ্যে উঠে পড়লাম।
সেই অটোতে প্রায় ২০ মিনিটের মত থাকার পর চলে আসলাম আমার মেস এর সামনে । তবে অটো থেকে নামার পর কিছুক্ষণ পথ হাঁটার পরে আমার মেস।
তাই কিছু কথা হাঁটার পর অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম।
আইটেল | ভিশন ১ |
---|---|
ফটোগ্রাফার | @pop123 |
আশাকরি আমার এখনো সময়টুকু আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা কামনা করে আজকের মনে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সবাইকে ধন্যবাদ |
---|