"প্রসঙ্গঃ ফটোগ্রাফি"
এই ফুলটির নাম হচ্ছে গোল্ডেন ট্রাম্পেট । ফুলটি দেখতে অনেক সুন্দর তার সুগন্ধিও অনেক সুন্দর। বিকেল বেলা ম্যাচের ছাদে একটু সময় কাটানোর জন্য গেছিলাম সেখানে গিয়ে দেখি ছাদের টপে ফুল গুলো অনেক সুন্দর হবে ফুটে রয়েছে। তবে যখনই ফটোগ্রাফি করতে যাব তখনই তার মধ্যে পিঁপড়া চলে আসে। সঙ্গে সঙ্গে আমার সেই মুঠোফোন ে ফটোগ্রাফি করে নিলাম।
এই ফুলটির নাম আমি জানিনা। তবে যদি কেউ নামটি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিবেন । এই ফুলটি সাধারণত তিনটি পাতা বিশিষ্ট। তবে তার পাতাগুলো অনেক নরম । যেগুলোতে হালকা হাত দিলেই অন্যরকম হয়ে যায এবং তার মাথায় তিনটি শীর রয়েছে । সব মিলিয়ে দেখতে অনেক জোস লাগে।
উপরেও ফুলটি আর নিচের ফুল দেখতে প্রায় একই রকম। তবে ফুলগুলো ভিন্ন রকম। এই ফুলটির পাতার রং একেবারেই অন্যরকম একটা অনুভূতি দিয়ে দেয়। কারণ পাতার রং গুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই ফুলটির পাশাপাশি আরো কিছু ছোট ছোট ফুল হয়ে থাকে। এই ফুল বিকেল বেলা ছাদে গিয়ে তুলেছিলাম।
এই ফুলটি তো আমরা সবাই প্রায় জানি। এই ফুলটি হইতেছে আমাদের লাউ শাকের ফুল। যেটার ছোট্ট একটি ফুল থেকে আমাদের খাওয়ার মত একটু বড় লাউ তৈরি হয়ে যায়। তবে এই ফুলটি আসযুক্ত। নিজেদের জমিতে গিয়ে এই ফুলটির ছবি তুলেছিলাম।
এই ফুলটির নাম হইতেছে পটল ফুল। আমরা যারা গ্রামের বসবাস করি তারা এই ফুলটির সাথে সবাই পরিচিত। কারণ আমাদের কারণ আমাদের জমিতে গেলেই তার আশেপাশে এই ফুলটিকে দেখতে পাই। আজকে সকাল বেলা জমিতে পটল তোলার জন্য গেছিলাম সেখানে গিয়ে শীতের সকালে ছবিটি তুলেছিলাম।
এই ফুলটি হচ্ছে Japanese morning glory ফুল। যেটা দেখতে অন্য ফুলদের থেকে একদম আলাদা। এই ফুলটির পাতাগুলো মোড়ানো । ফুলটি দেখতে যেমন সুন্দর ঠিক তার সুগন্ধিও নিজের মনকে কেড়ে নেয়।
মডেল | ডিভাইস |
---|---|
আইটেল | ভিশন ১ |
ফটোগ্রাফার | @pop123 |
আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা কামনা করে আজকের মনে এখানেই শেষ করলাম।তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
❤️ সবাইকে ধন্যবাদ ❤️ |
---|