হ্যালো
আমার প্রিয় বন্ধুরা
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহতালা অশেষ রহমতে আমিও ভাল আছি।
আজকের সকাল থেকে আবহাওয়াটা অনেক খারাপ। সব সময় বৃষ্টি আসতেছে আবার একটু পর চলে যাইতেছে। এরকম করে সকালবেলা পুরো সময়টা কেটে যায়। এরকম পানি হলে আমাদের গ্রাম বাংলার অনেক জমি জমা ফসলের ক্ষতি হয়ে যায়। ঠিক তেমনি আমাদের ছোট্ট পটলের জমি দেখার জন্য আমি রওনা দিলাম। আমাদের বাসা থেকে প্রায় ৭ থেকে ১০ মিনিট হাঁটলেই আমাদের পটলের জমিতে যাওয়া যায়। ঠিক তেমনিভাবে আমিও চলে গেলাম। সেখানে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি জমির ভিতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করার সাথেই মিষ্টি কুমড়ার ফুল দেখতে পেলাম।
বৃষ্টির কারণে জমির চারদিক দেখতে অনেক মনোমুগ্ধকর হয়েছিল। সেটা চারদিকে দেখে অনুভব করতেছি তার পাশাপাশি কিছু ফটোগ্রাফি করেছিলাম।
ফটোগ্রাফির পাশাপাশি চারদিকে নিজেদের জমি একটু দেখা শুনা করলাম। তবে এবার কাঁচা মরিচ এর এতটা দাম যেটা বলার বাইরে। গরীব এর পেট এ লাথি মারেতেছে। আমরা সবকিছু চাষাবাদ করার পর ও কোনো রকম নায্য দাম পাই না। তবুও আমাদের করতে হয়।
জমিতে চারদিকে দেখার পর অবশেষে কোনো ক্ষতি না হওয়াতে আমি আবারও বাড়িতে আসার জন্য রওনা দিলাম। তবে রওনা দেওয়ার আগে
নিজেদের জমির সাথে নিজের একটা ছবি তুলে নিলাম। এরপর বাসায় চলে আসলাম।
আশা করি আমার কাটানো সেই ছোট পটল জমিটি আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে আজকের মনে এখানেই শেষ করলাম। তবে লেখার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন।