রাতের বেলা চা খাওয়ার মূহুর্ত

in blurt •  5 months ago 

আমাদের এই জায়গাতে প্রচুর বৃষ্টি চলমান প্রতিদিন৷ কিন্তু বৃষ্টির এই সময়ে স্বাদের জিনিস হলো চা৷ রাতের বেলাতে চলে যায় আমাদের বাড়ির পাশে থাকা বাজারে৷ বাজারে যাওয়া হয়, বিভিন্ন ধরনের জিনিস দেখা হয় ও অনেক ধরনের জিনিস খাওয়া হয়৷ তবে আজকে মূলত আশা বাজারে স্বাদের চা খাওয়ার জন্য

1000009513.jpg

ঝিরঝির বৃষ্টিতে চায়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়৷ এছাড়া দেখতে পেলাম রাতে চায়ের দোকানে অনেক লোকের ভির। খুবই ভালো লাগলো চা খেয়ে৷ শরীরে এক অন্য রকম অনূভুতি লাগছিল৷

1000009512.jpg

1000009506.jpg

চা খাওয়া শেষ করে চলে আশি বাড়ি৷ আসলে বৃষ্টি হওয়ায়, আর আবহাওয়া বেশি ভালো থাকায়, অনেক বেশি ভালো লাগছিল। এি জন্য আজকে যাওয়া চা খেতে৷ ভালো ছিল আজকের দিনটি৷

সবাই ভালো থাকবেন৷ আজকের ব্লগটি এই পর্যন্ত।

Thank you,best regard @omar406070

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!