হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন?
আশা করি সকলে সবাই ভালো আছেন।
আমিও ভাল আছি। আছ শুক্রবার আজ আর ছুটিয়ে দিন। আজ আমি এসেছি শুক্রবারে পাইকারি কাঁচা সবজির মাজারে। এই বাজারে সকল প্রকারের কাঁচা সবজি পাওয়া যায়।এবং পাইকারি হারে পাওয়া যায়। এই বাজারে বিভিন্ন স্থান এবং বিভিন্ন অঞ্চল থেকে সবজি আসে। আজ হলো শুক্রবার আজ আমি পাইকারি বাজারের কিছু সবজি ক্রয় করতে এসেছি।
আপনারা দেখতে পারছেন তাজা এবং টাটকা সবজি গুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক সুলভ মূল্যে পাওয়া যায় এই বাজারে।
বিশেষ করে লাল টমেটো মিষ্টি কুমড়া আদা এই সকল সবজির দাম অনেক বেশি। কম মূল্যের সবজি গুলোর মধ্যে বেগুন আলু রয়েচে।
আমি বেগুন আলু শশা কপি ক্রয় করলাম। এই সকল সবজিগুলো টাকা এবং সতেজ। এবং আমি কম মূল্যে ক্রয় করলাম। এ সকল সবজিগুলোতে অনেক পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম আয়রন রয়েছে।
এই বাজারে বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে সবজি আসে। বিভিন্ন কৃষক বিভিন্ন সবজি নিয়ে আসে এই বাজারে। এই বাজার থেকে খুচরা বিক্রেতা রা সবজি ক্রয় করে ।
আশা করি আমার এই ফটোগ্রাফি গুলো আপনার ভালো লাগবে এবং শুক্রবারে বাজারগুলো আপনারা কিভাবে করেন অবশ্যই জানাবেন।
ধন্যবাদ জানাই আমার এই ছোট ব্লকটি পড়ার জন্য এবং ধন্যবাদ জানাই সকল ফলোয়ারদেরকে।