Good Evening 🌆
Assalamu Alaikum
I am writing to wish everyone a good night and to give you today's regular post. I hope everyone is well by the grace of Allah Almighty. Alhamdulillah, I am also well by the grace of Allah Almighty with everyone's prayers.
The people of the northern part of Bangladesh are in a state of winter today. The sun has not been visible due to fog for the past few days. The hardworking people are gradually becoming socially and mentally weak.
The agricultural work of the farmer brothers has been completely hampered. The cold wind coming from the north has almost turned the entire country into ice. The sky covered with clouds is only releasing fog instead of rain. Wherever this fog touches the body of an animal, it seems that pieces of ice are falling from somewhere. The headwind is making the direction from which it is entering or leaving even colder. The small children in danger are not able to walk outside today with their arms and legs spread. The plight of wild animals and domesticated animals and birds is even greater.
Recently, wild birds are unable to live anywhere properly due to the destruction of their habitat. Due to the destruction of forests, birds are unable to build their nests properly or stay in their homes. Elderly people are being affected more by this. The incidence of diseases such as fever, cold, cough, conjunctivitis, swollen cheeks, swollen throat, etc. is already increasing. All small and large hospitals are seeing more and more crowds of these patients. May Almighty Allah keep all the animals of the world well and healthy, I pray, Amen.
আসসালামু আলাইকুম
সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন ।আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।
বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ আজ শীতে বিপর্যস্ত। কয়েকদিন থেকে কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। খেটে খাওয়া মানুষগুলো সামাজিক এবং মানসিকভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে।
কৃষক ভাইদের কৃষি কাজে পুরাই বাধা পড়েছে। উত্তর দিক থেকে আসা হিমেল হাওয়া পুরা দেশকে প্রায় বরফে পরিণত করেছে। মেঘে ঢাকা আকাশ বৃষ্টির পরিবর্তে শুধু কুয়াশা ছাড়ছে। এ কুয়াশা যেখানেই যে প্রাণীর গায়ে লাগছে, মনে হয় বরফের টুকরা কোথা থেকে ছুটে এসে পড়ছে। শিরশিরানী বাতাস যে দিক দিয়ে প্রবেশ করছে বা চলে যাচ্ছে, সেদিক আরও শীতল করে ফেলছে। বিপদগ্রস্ত ছোট ছোট শিশু গুলো আজ হাত-পা মেলে বাইরে বেড়াতে পারছে না। বন্যপ্রাণী , গৃহপালিত পশু পাখিগুলোর দুর্দশা আরো অনেক বেশি।
ইদানিং বন্য পাখি গুলো তাদের আবাসস্থল উজাড় হওয়ায় কোথাও ঠিক মতো বসবাস করতে পারছেন না। বন জঙ্গল উজাড় হওয়ায় পাখিগুলো তাদের ঠিকমতো বাসা বাঁধতে পারছেন না কিংবা বাসার মধ্যে থাকতে পারছেন না। বৃদ্ধ বয়স্ক মানুষেরা এতে বেশি কাবু হচ্ছে। জ্বর সর্দি, আমাশা, চোখ উঠা, গাল ফুলা, গলা ফুলা, ইত্যাদি ইত্যাদি রোগের প্রকোপ ইতিমধ্যেই বেড়েই চলেছে। ছোট বড় সব হাসপাতালে এসব রোগীদের বেশি বেশি ভিড় দেখা যাচ্ছে।
মহান আল্লাহতালা পৃথিবীর সকল প্রাণীকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করছি, আমিন।
Friends Today I have brought you a gift Random Photography of a Dhutura Tree. In the picture you can see a Dhutura Tree. The tree has already bloomed and borne fruit. The tree had been growing wildly along the wall of our house for some time. During the rainy season, it grew and became a healthy tree. After the rainy season, the tree became healthier, and it started to flower and bear fruit. Since its leaves are very dark green, it also takes on a spectacular shape.
বন্ধুরা আজ আমি আপনাদের জন্য উপহার দিতে তুলে নিয়ে এসেছি একটি ধুতুরা গাছের রেনডম ফটোগ্রাফি। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ধুতুরা গাছ। গাছটিতে ইতিমধ্যেই ফুল ফুটেছে এবং ফল ধরেছে। গাছটি কিছুদিন থেকে আমাদের বাড়ির দেয়ালের সাথে বুনো হিসেবে জন্মেছিল। বর্ষাকালে তা বাড়তে বাড়তে একটি স্বাস্থ্যবান গাছে পরিণত হয়। বর্ষার পরে গাছটি আরো স্বাস্থ্যবান হতে থাকলে, তাতে ফুল ও ফল ধরতে থাকে। এর পাতাগুলোতে অত্যন্ত গাঢ় সবুজ রঙের হওয়ায়, তাহাও এক দর্শনীয় আকার রুপ ধারণ করে।
Friends This was my talk about photography today. I hope everyone likes it.
বন্ধুরা এই ছিল আমার আজকের ফটোগ্রাফি নিয়ে কিছু কথা। আশা করি সবার ভালো লাগবে।
May Almighty Allah grant warmth to all the creatures of the world this winter. With this wish, I end today's writing here. Amen.
মহান আল্লাহতালা, এই শীতে বিশ্বের সকল প্রাণীকে উষ্ণতার রহমত দান করুন । এই কামনা করে আজকের লেখা এখানেই শেষ করলাম। আমিন
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Handset |
Cetegory | Photography blog |