Random Photography and Rare Videography of a Rare Species of Butterfly

in blurt •  12 days ago  (edited)

In the name of Allah, the Most Gracious, the Most Merciful.

Although it is a species of butterfly, this species has a different name, it is called common Mormon in English. Its scientific name is Papilio polytes. It is referred to as the female of the swallowtail butterfly species./ এটি প্রজাপতির প্রজাতি হলেও, এ প্রজাতির নাম আলাদা রয়েছে, একে ইংরেজিতে-common Mormon বলে।এর বৈজ্ঞানিক নাম-Papilio polytes ।একে-swallowtail butterfly প্রজাতির প্রজাপতী হিসেবে উল্লেখ করা হয়

Picsart_24-11-09_15-58-32-977.png

20241106_113729~2.jpg

20241106_113732~2.jpg

20241106_113740(0)~3.jpg

20241106_113755(0)~2.jpg

20241106_113759(0)~2.jpg

20241106_113802~2.jpg

20241106_113726(0)~2.jpg

20241106_113727~2.jpg

20241106_113731~3.jpg

20241106_113740~2.jpg

20241106_113754~2.jpg

20241106_113757(1)~2.jpg

20241106_113801~2.jpg

Assalamu Alaikum
Good afternoon everyone, I am writing today's regular post. I hope everyone is well. Alhamdulillah, by the grace of Allah the Almighty, we are all well.
Friends, today I have brought you a gift, Random Photography and Rare Videography of a Rare Species of Butterfly 🦋". These butterflies of fickle nature are not always seen. They are more often seen singly rather than in groups. Usually they are not seen sitting on tree branches or any poles. They can fly very high, but they prefer straw and grass to sit on. Sometimes they just sit on the ground. After sitting, they are not quiet. They move around and their wings are always flapping.
Whatever you say about these butterfly pictures and videography? None of them are easy to do. They are fickle in nature. When they see people or objects, they easily fly from one place to another. But the interesting thing is, even if they fly from the place where they first sat, they prefer to turn around and come back to the place where they sit. Their videography and photography is a challenge.

আসসালামু আলাইকুম
সবাইকে বিকেলের শুভেচ্ছা জানিয়ে, আজকের নিয়মিত পোস্ট লিখতে বসলাম‌। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি।
বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য উপহার দিতে নিয়ে এসেছি, একটি বিরল প্রজাতির প্রজাপতি 🦋 এর রেনডম ফটোগ্রাফি ও দুষ্প্রাপ্য ভিডিওগ্রাফি"। চঞ্চল প্রকৃতির এই প্রজাপতি সবসময় দেখা যায় না ।এদেরকে দলবদ্ধ না থেকে এককভাবেই বেশি দেখা যায়। সাধারণত এরা গাছের ডাল বা কোন খুঁটির উপর বসতে দেখা যায় না। এরা অনেক উপরে উড়ে উঠতে পারে কিন্তু বসার জন্য এরা মাটির খড়-কুটোকেই বেশি পছন্দ করে। কখনো কখনো এরা সদ্য মাটিতেই বসে যায়। বসার পর চুপচাপ না। এদিক ওদিক ঘুরাঘুরি করে এবং পাখা সব সময় দোলাতে থাকে।
এসব প্রজাপতির ছবি এবং ভিডিওগ্রাফি যাই বলেন না কেন? কোনটাই করা সহজ নয়। এরা চঞ্চল প্রকৃতির। মানুষ দেখলে কিংবা কোন বস্তু দেখলে এরা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায়। তবে মজার বিষয় হল, এরা যে স্থানে প্রথম বসে সে স্থান থেকে উড়ে গেলেও, ঘুরে ফিরে আবার সেই স্থানে এসে বসতে বেশি পছন্দ করে। এদের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করা একটা চ্যালেঞ্জের বিষয়।

20241106_113631~2.jpg

20241106_113634~2.jpg

20241106_113638~2.jpg

20241106_113714~2.jpg

20241106_113721(0)~3.jpg

20241106_113726(0)~2.jpg

Picsart_24-11-09_15-18-29-838.jpg

Keeping in mind their fickle nature, photographers and videographers chase after them and take pictures. That too is not easy to do from very close. They have to take pictures from a distance using a macro lens or zoom in on a normal camera to capture pictures and videos. Even then, after missing many, it is possible to capture some pictures and videos.

That day, it was afternoon. A few guests came to visit our house. We all got busy with them. Everyone in the house was busy taking care of them, entertaining them, and everything. I also got busy with them. Once, when I went outside the house, I saw this butterfly on the bank of our pond. You can say that here is the high land on the bank of the pond. Where the rain water had risen a few days ago. The rain water has gone down but it is still damp. This butterfly flew and sat on all the straw and dirt that is here. It flew away again.

এদের চঞ্চলতার বিষয়টিকে মাথায় রেখে ফটোগ্রাফার গণ এবং ভিডিওগ্রাফার গন, এদের পিছনে পিছনে ধাওয়া করে ছবি তুলতে থাকে। তাহাও খুব কাছে থেকে করা সহজ নয়। এদেরকে ম্যাক্রো লেন্স এর মাধ্যমে দূর থেকে ছবি তোলা কিংবা সাধারণ ক্যামেরা জুম করে ছবি এবং ভিডিও ধারণ করতে হয় । তারপরেও অনেকগুলো মিস হওয়ার পর কিছু কিছু ছবি এবং ভিডিও ধারণ করা সম্ভব হয়।

সেদিন ছিল বিকাল বেলা। আমাদের বাড়িতে কয়েক জন মেহমান বেড়াতে আসে। আমরা তা নিয়া সবাই ব্যস্ত হয়ে যাই। তাদের দেখভাল, আপ্যায়ন, সবকিছু মিলে বাড়ির সবাই ব্যস্ত থাকে। আমিও তাদের সাথে ব্যস্ত হয়ে পড়ি ।এক সময় আমি বাড়ির বাইরে গেলে এই প্রজাপতিটি আমাদের পুকুরের পাড়ে দেখতে পাই। বলতে পারেন এখানে পুকুরের পাড়ের উঁচু জমি ।যেখানে কয়দিন আগেও বৃষ্টির পানি উঠেছিল। বৃষ্টির পানি নেমে গেছে কিন্তু এখনও স্যাঁতস্যাঁতে রয়ে গেছে ।এখানে যে সমস্ত খড়কুটো ও ময়লা আবর্জনা রয়েছে, তার উপর এই প্রজাপতি উড়ে এসে বসলো। আবার উড়ে গেল।

20241106_113628~2.jpg

20241106_113632~2.jpg

20241106_113637~3.jpg

20241106_113712~2.jpg

20241106_113715~3.jpg

20241106_113722~3.jpg

Picsart_24-11-09_15-53-27-534.jpg

20241106_113726(0)~3.jpg

20241106_113730~2.jpg

20241106_113733~3.jpg

20241106_113753~2.jpg

20241106_113756~2.jpg

20241106_113800~2.jpg

I followed him and tried to stay behind him. He was flying around and seemed restless. But he had nowhere to sit. This time he went to a high ground in the distance and sat down. As soon as I went behind him and pointed the camera there, he got up and flew away again. As I was saying, they like to sit in the same place again and again. He came back to the previous place and sat down and this time I zoomed in on the camera and sat down and moved a little towards him. This time he flew away again. After flying away, he came back and sat down on the haystack next to him. I had been sitting here for so long. I thought it was not possible to tie the picture or videography like this. So I turned on the camera's video and zoomed in. And I thought I would capture as many pictures as I could with the video. As I thought, it worked. Since I was already sitting there. So he did not want to get up again. This time I started recording the video and by repeatedly clicking the shutter button I captured many pictures and more than a minute of video. Even though I recorded a video of over a minute, it was not possible to bring him into the entire video. In the middle, he flew up again. He came and sat down again. But I was pressing the shutter button repeatedly. Now I edited the video and cut out the blank spaces. I am editing the pictures by uploading them on YouTube. About fifty more pictures, out of which 24-25 pictures will be uploaded here. 18 pictures have already been uploaded. The rest will be uploaded. Because it is not possible to upload more than 24 photos at a time in these posts.
This is a gray-black butterfly. It has light lines of white and yellow on its body. It looks very big. Almost the same as a small bird. In our area, these butterflies are called butterflies and everything that looks like this is called a butterfly. However, some adjectives are added to the name and called by other names. Such as small butterfly, big butterfly, colorful butterfly, black butterfly, red butterfly, yellow butterfly, etc. etc.

আমি তাকে ফলো করে তার পিছনে পিছনে থাকার চেষ্টা করলাম। সে আশেপাশেই উড়তেছিল এবং চঞ্চল দেখাচ্ছিল ।কিন্তু কোথাও বসতে ছিল না। এবার দূরের একটি উঁচু জমিতে গিয়ে বসলো । আমি পিছনে পিছনে গিয়ে সেখানে ক্যামেরা তাক করার সঙ্গে সঙ্গে সে আবার উঠে উড়াল দিল ।ওই যে বলছিলাম, এরা একই জায়গায় বারবার বসতে পছন্দ করে। সে আবার পূর্বের জায়গায় এসে বসে পড়লো এবং এবার আমি ক্যামেরা জুম করে বসে বসে তার দিকে সামান্য এগিয়ে গেলাম। এবারও সে উড়ে উঠলো ।উড়ে ওঠার পর আবার তার পাশের খড়কুটোতে এসে বসলো। আমি এতক্ষণ এখানে বসে ছিলাম। ভাবলাম এভাবে ছবি কিংবা ভিডিওগ্রাফি কোন টাই করা সম্ভব নয়। তাই আমি ক্যামেরার ভিডিও অন করে জুম করে নিলাম ।আর ভাবলাম ভিডিওর সাথে যে কয়টি ছবি পাওয়া যায়,তাই ধারণ করব । যেমন ভাবনা তেমন কাজ ।যেহেতু আমি সেখানে আগে থেকেই বসে ছিলাম । তাই সে এবার আর উঠতে ছিল না ।এবার ভিডিও ধারণ করা শুরু করলাম এবং শাটার বাটনে বারবার ক্লিক করে অনেকগুলো ছবি এবং এক মিনিটের বেশি ভিডিও ধারণ করলাম। এক মিনিটের উপর ভিডিও ধারণ করা হলেও পুরো ভিডিওতে তাকে আনা সম্ভব হলো না । মাঝখানে সে আবার উড়ে উঠলো । আবার এসে বসলো । কিন্তু শাটার বাটন বারবার টিপতে ছিলাম এবার ভিডিওটি এডিট করে ফাকা স্থানগুলো কেটে দিলাম। ইউটিউবে আপলোড করে ছবিগুলো এডিট করতেছি। প্রায় পঞ্চাশের অধিক ছবি তার মধ্যে 24 25 টি ছবি এখানে আপলোড করা হবে। ইতিমধ্যেই ১৮ টি ছবি আপলোড করা হয়েছে ।আরো বাকিগুলো আপলোড করা হবে । কেননা এসব পোস্টে একসঙ্গে ২৪ টি অধিক ফটো আপলোড করা সম্ভব হয় না।
এটি একটি ধূসর কালো রঙ্গের প্রজাপতি ।তার গায়ে সাদা ও হলুদ রঙের হালকা রেখা দেখা যায় ।দেখতে অনেক বড়। প্রায় একটি ছোট্ট পাখির সমান। আমাদের এলাকায় এসব প্রজাপতিকে প্রজাপতি বলে এবং এরকম দেখতে সকল কিছুকেই প্রজাপতি বলে। তবে নামের সাথে কিছু কিছু বিশেষণ যোগ করে অন্য নামেও ডাকা হয় । যেমন ছোট প্রজাপতি, বড় প্রজাপতি, রঙিন প্রজাপতি, কালো প্রজাপতি, লাল প্রজাপতি, হলুদ প্রজাপতি, ইত্যাদি ইত্যাদি।

20241106_113629~2.jpg

20241106_113633~2.jpg

20241106_113637(0)~2.jpg

20241106_113713(0)~2.jpg

20241106_113720~2.jpg

20241106_113722(0)~2.jpg

Picsart_24-11-09_15-58-34-805.png

Although it is a species of butterfly, this species has a different name, it is called common Mormon in English. Its scientific name is Papilio polytes. It is referred to as the female of the swallowtail butterfly species.
Friends, this was my random photography and videography of today's **rare species of butterfly.
Hope you like it.

এটি প্রজাপতির প্রজাতি হলেও, এ প্রজাতির নাম আলাদা রয়েছে, একে ইংরেজিতে-common Mormon বলে।এর বৈজ্ঞানিক নাম-Papilio polytes ।একে-swallowtail butterfly প্রজাতির প্রজাপতী হিসেবে উল্লেখ করা হয়।
বন্ধুরা, এই ছিল আমার আজকের **বিরল প্রজাতির প্রজাপতির রেনডম ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি।
আশা করি আপনাদের ভাল লাগবে।

Blogger and Photographer@mrnazrul
Use Camera🤳 Handset
CategoryPhotography Blog
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  12 days ago  ·  

Apni j post a BlurtBooster ar vote pan seta community te share koren na keno??

  ·  12 days ago  ·  

আমি মনে করি , blurtboster ব্লার্ট প্লাটফর্মের সার্বজনীন ভোট দাতা । আর কমিউনিটি পরিচালনা করেন একজন ফাউন্ডার বা এডমিন। তাঁহারাই তাদের কমিউনিটির নিয়ন্ত্রক হিসেবে কাজ করবেন এবং ভোট দিবেন। আমার পোস্ট করার পর কে ভোট দিল,কে দিচ্ছে,কোথা থেকে বেশি ভোট এলো এসব শুধু দেখার বিষয়। এতে যে কোনো ইউজারদের কিছু করনীয় আছে বলে আমি মনে করিনা। ধন্যবাদ মহান আল্লাহকে এবং সবাইকে।

  ·  12 days ago  ·  

বাঙালিকে এই জন্যই সাহায্য করতে হয় না সেটা আপনার কথাবার্তা দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে।

  ·  11 days ago  ·  

কোন কমিউনিটির কথা বলছেন?