Winter has begun to manifest itself today with its second phase of cold.

in blurt •  17 days ago 

Good MidNight 😁 😌

I am writing to wish everyone a good evening and to give you today's regular post. I hope everyone is well by the grace of Allah Almighty. Alhamdulillah, I am also well by the grace of Allah Almighty with everyone's prayers.
Friends My gift today is a few seconds of photography of a wonderful evening.
As I said earlier, this time, in the last part of the autumn season, that is, in the second part of the month of Agrahayan, the cold suddenly jumped on us like Kalboishakhi. The cold of a few days exhausted the people of the whole of Bengal. At that time, the people of the village were not yet prepared to face the cold. So the cold suddenly set in, completely endangering public life. After a week, the intensity of the sun suddenly increased, the heat of the sun increased, and the untimely cold started to flee. With a week of autumn remaining, the cold disappeared from us again.
After a few days, winter came to us without cold. Winter was not acceptable to us in any way except for winter. Because it is the natural rule that it will be cold in winter or it will be cold. If it is hot in winter, it does not fall under the category of normality.
In the first week of winter, there was a little cold and fog, but the next day it was not seen again. In this way, another week of winter passed.
As the first week of winter passed, winter did not manage to come among us. Winter gradually passed the first week and entered the second week. Of these, only one day there was a little cold and fog, but from the next day on, cold and fog were not found in this winter. Thus, winter arrived in the second week after the first week. We do not see any sign of winter in the second week either. Although some fog was seen yesterday evening, the fog increased a lot during the night. Today, the sun could not come out due to the fog all day. Although there was a brief flash of sunlight in the afternoon, it was very insufficient. Before evening, the fog started to increase again. Along with the cold wind and cold. It is now eleven o'clock at night. The cold is only increasing.
International and domestic media are spreading the news that this cold that has come in winter will gradually increase.
May Allah Almighty grant everyone warm blessings this winter, Amen.

CM241223-170558006~2.jpg

CM241223-170557003~2.jpg

CM241223-170556001~3.jpg

CM241223-170600010~2.jpg

CM241223-170559008~2.jpg

CM241223-170558005~2.jpg

CM241223-170557004~2.jpg

CM241223-170557002~3.jpg

CM241223-170601011~2.jpg

CM241223-170556001~2.jpg

CM241223-170558007~2.jpg

CM241223-170556001~3.jpg

CM241223-170600010~2.jpg

CM241223-170556001~2.jpg

CM241223-170601011~2.jpg

CM241223-170557002~3.jpg

CM241223-170557004~2.jpg

CM241223-170558005~2.jpg

CM241223-170559008~2.jpg

CM241223-170601012.jpg

CM241223-170558007~2.jpg

CM241223-170558005~2.jpg

CM241223-170559008~2.jpg

CM241223-170601012.jpg

Good MidNight 😁 😌

সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে, আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।
বন্ধুরা আমার আজকের উপহার দুর্দান্ত এক সন্ধ্যার কয়েক সেকেন্ডের ফটোগ্রাফি
আগেই বলেছি, এবারে হেমন্তকালের শেষ পক্ষে অর্থাৎ অগ্রহায়ণ মাসের দ্বিতীয় পক্ষে হঠাৎ করেই আমাদের উপর শীত কালবৈশাখির মতো ঝাঁপিয়ে পড়ে। কয়েকদিনের শীতে নাকাল করে ফেলে সারা বাংলার মানুষকে। এ সময় গ্রামের মানুষ শীত মোকাবেলার জন্য তখনো প্রস্তুতি ছিল না। তাই শীত হঠাৎ করে জেঁকে বসায়, জনজীবন একেবারে বিপদগ্রস্ত করে ফেলেছিল। সপ্তাহখানেক থাকার পর, হঠাৎ করে সূর্যের তীব্রতা বাড়তে থাকে, সূর্যের তাপ বাড়তে থাকে, পালাতে শুরু করে অকালে আসা দাপুটে শীত। হেমন্তকালের এক সপ্তাহ থাকতেই শীত আমাদের কাছ থেকে আবার উধাও হয়ে যায়।
কয়েকদিন পরেই শীত ছাড়াই শীতকাল আমাদের মাঝে এসে হাজির হয়। শীত ছাড়া শীতকাল আমাদের কাছে কোনভাবেই গ্রহণযোগ্যতা ছিল না ।কেননা শীতকালে শীত থাকবে বা শীত হবে এটাই স্বাভাবিক নিয়ম। শীতকালে গরম হলে তা কোন স্বাভাবিকতার পর্যায় পড়ে না।

শীতকালের প্রথম সপ্তাহে একদিন সামান্য শীত ও কুয়াশা দেখা গেলেও, তার পরের দিন আর দেখা যায়নি। এভাবে শীতকালের আরও এক সপ্তাহ চলে যায়।
এভাবে চলতে চলতে শীতকালের প্রথম পক্ষের সপ্তাহ চলে গেলে, শীত আমাদের মাঝে আসতে সক্ষম হয়নি। দেখতে দেখতে শীতকাল প্রথম সপ্তাহ পেরিয়ে দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করলো। এর মধ্যে শুধু একদিন সামান্য শীত ও কুয়াশা দেখা গেলেও পরের দিন থেকে শীত আর কুয়াশাকে এই শীতকালে খুঁজে পাওয়া যায় নাই। এভাবে প্রথম সপ্তাহ পেরিয়ে দ্বিতীয় সপ্তাহে শীতকাল উপনীত হলো। দ্বিতীয় সপ্তাহেও শীতের কোন চিহ্ন আমরা দেখতে পাই না। গতকাল সন্ধ্যায় কিছুটা কুয়াশা দেখা গেলেও, রাতের মধ্যেই কুয়াশা অনেক বেড়ে যায়। আজ সারাদিন কুয়াশার দাপটে সূর্য আর বের হতে পারেনি। বিকেলের দিকে স্বল্প সময়ের জন্য সূর্যের আলোর ঝলকানি দেখা গেলেও তা ছিল খুবই অপ্রতুল। সন্ধ্যা নামার আগেই কুয়াশা আবার বাড়তে থাকে। সাথে শীতল বাতাস ও শীত। এখন রাত এগারোটা। শীত শুধুই বাড়ছে।
আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ মাধ্যম গুলো ফলাও করে প্রচার করছে , শীতকালে আসা এ শীত ক্রমান্বয়ে বাড়তে থাকবে।
মহান আল্লাহ সবাইকে এই শীতে উষ্ণ রহমত দান করুন, আমিন

Blogger and Photographer@mrnazrul
Use Camera 📸🤳 Samsung galaxy F22
CetegoryPhotography blog
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!